"সুবহানাল্লাহী ওয়াল হামদুলিল্লাহী ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার" - - - পাঠ করার ফযিলাত।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৪:৩৮ সকাল
আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত। একদা রসুলুল্লাহ (সা) গাছের ডাল ধরে ঝাকুনি দিলেন কিন্তু কোন পাতা ধরলোনা। অতঃপর আবার ঝাকুনি দিলেন কিন্তু কোন পাতা ঝড়লো না। অতঃপর আবার ঝাকুনি দিলেন এবং এবার পাতা ঝরে পড়লো । তখন রসুলুল্লাহ (সা) বললেন, “সুবহানাল্লাহী ওয়াল হামদুলিল্লাহী ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার” পাঠ করার মাধ্যমে গুনাসমুহ এমন ভাবে ঝরে যায় যেমন গাছের পাতা ঝরে পড়ে।
(হাদিস হাসান: আহমাদ হা/১২৫৩৪-হাদিসের শব্দাবলী তার. বুখারী আদাবুল মুফরাদ হা/৬৩৪, ত্বাবারানী কিতাবুদ দুআ হা/১৬৮৮, সহীহ আত-তারগীব হা/১৫৭০, আহমাদ শাকির বলেন: এর সনদ হাসান। শুআইব আরনাউত্ব বলেন: সানাদের সিনান ইবনু রবীআহর কারনে মুতাবাআত ও শাওয়াহেদে এর সনদ হাসান। এছাড়া সানাদের অবশিষ্ট রিজাল সিক্বাত এবং বুখারী মুসলিমের রিজাল। আলবানী হাদীসটিকে হাসান বলেছেন)
আবু হুরাইরাহ (রা) হতে বর্ণিত। একদা রসুলুল্লাহ (সা) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আমি চারা রোপন করছিলাম। তিনি (সা) বললেন, : হে আবু হুরাইরহ (রা) কি রোপন করছো? আমি বললাম, আমার জন্য চরা লাগাচ্ছি। তিনি (সা) বললেন, আমি কি তোমার জন্য এর চাইতেও উত্তম চারার সংবাদ তোমাকে দিবো না? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রসুল (সা)। তিনি (সা) বললেন, তুমি বলো : “সুবহানাল্লাহী ওয়াল হামদুলিল্লাহী ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার” – এর প্রত্যেকটির বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে।
(ইবনু মাজাহ, হাকিম। ইমাম হাকিম এর সনদকে সহিহ বলেছেন। আলবানী হাদিসটিকে হাসান লিগাইরিহি বলেছেন। সহিহ আত-তারগীব হা/১৫৪৯)
সংগ্রহ : ম্যাসেজ অফ ম্যসেনজার
বিষয়: বিবিধ
৩৭৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হযরত আবু হুরায়রা (রা
হযরত আবু হুরায়রা (রা
হযরত আবু হুরায়রা (রা
হযরত সাদ বিন ওবায়দা (রা
মন্তব্য করতে লগইন করুন