বোঝাবুঝি থাকলে সোজাসুজি চলতে বাধা কোথায়?
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৬:০৫ সকাল
গতকাল থেকে আমার অফিসে আসার সময়টার উত্তম ব্যবহার চলছে আলহামদুলিল্লাহ্......
আমার অফিসে আসতে প্রতিদিন ১ ঘণ্টা জার্নি করতে হয় এই ১ ঘণ্টা কোরআন মুখস্ত করার চেষ্টা চালাচ্ছি.........
জীবনে কত কিছুই তো শিখলাম, কিন্তু জীবন পরিচালনার গাইড লাইন এই যদি না জানি তবে কেমনে হয়????
ছাত্র জীবনে ছাত্র সংগঠনের কারিকুলাম অনুস্মরণ করতে গিয়ে বেশ কিছু আয়াত মুখস্ত করে ছিলাম। এখন প্র্যাক্টিস এর অভাবে প্রায় ভুলতে বসেছি......... যা হোক আল্লাহ্ সুমতি দান করেছেন দেখা যাক কি করা যায় । মোবাইলে iQuran Lite softwer (Click this link) টা চমৎকার ইচ্ছামত যে কোন আয়াত যতবার খুশি শুনা যায় এটি মিনিমাইজ করে শুনতে শুনতে Al-Quarn(Bangla) soft (Click this link)টা খুলে তরজমা দেখা যায় অনেক মজা লাগে ............
আসলে শব্দহীন কল্পনা নিস্তব্ধ নয়........... অপরকে বুঝাতে না পারার দোষ শব্দের ও নয়; শব্দ প্রয়োগকারীর অজ্ঞতা হলেও হতে পারে ....... তবে সব চিন্তা কল্পনা স্বপ্ন ও সবার জন্য নয়...... উপযুক্ত পাত্রে প্রদান কিংবা বয়ান না করিলে ওলু বনে মুক্তা চড়ানো বৈ আর কি হইতে পারে.... তা উহা বয়ান পূর্ব অপূর্ব সমমনা পরমত সহিষ্ণু সহানুভূতি শীল উপযুক্ত শ্রুতা কিংবা পাঠকের সিলেকশান অত্যান্ত গুরুত্বপূর্ণ......... না হয় বলে ফেলার মর্ম বেদনা নির্মম হতে বাধ্য......... ভাল থাকুন সবাই...... আরেকটি বিষয় কারো কোন পরামর্শ থাকলে দিলে কৃতার্থ হইব....।
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসুন সবাই মিলে সময়কে কাজে লাগাই..।
সুন্দর পরকাল বিনির্মাণ করি.....।
মন্তব্য করতে লগইন করুন