না বৃষ্টি না রোদ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৮:৪২ বিকাল



উমামার আম্মুর অভিযোগ, ঈদ কোরবান জন্মদিন বিবাহ বার্ষিকী এসব আসে আর যায় উইশ করাতো দূরের কথা মনেও থাকেনা, তাই ভাবলাম কিছু একটা দেব যেটা টাকার মূল্যে হবেনা, আজকে একটা ডায়েরী পেলাম গিফ্ট, সেখানো লিখা শুরু, এবারের ছুটিতে গেলে কোন উপলক্ষ ছাড়াই দেব ভাবছি, আপনারা আবার গোপন কথা ফাঁস করে দেবেননা, ডায়রীতে কি লিখব সেটা অবশ্য ব্যাক্তিগত না, আপনারাও পড়তে পারবেন যদি হাতের লিখা বুঝতে পারেন, আমার হাতের লিখা আবার বগার ঠেং...........

Rose

বৃষ্টিটা হোক এবার সেটাই চাইছি

অসময়ে বসে একা সেটাই ভাবছি

গুমোট চারপাশ যেন দম বন্ধ

বৃষ্টি আয় আয় ধুয়ে মুছে গন্ধ

.

রোদটা উঠুক এবার সেটাই চাইছি

সারাদনি বৃষ্টি কিযে বিচ্ছিরি

কাদাজল ভাসে মল আহা কি গন্ধ

আয় রোদ আয় আয় ডুবো খানাখন্দ

.

না বৃষ্টি না রোদ কোনটাই চাইনা

মন আমার নিজেকেই করছে ভর্ৎসনা

লাগছেনা ভাল আর ভেজা কিংবা শুকনো

তুমি ছাড়া হতচ্ছাড়া জীবন এক অন্য।

বিষয়: বিবিধ

৩৩৬৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181209
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
সিটিজি৪বিডি লিখেছেন : ডায়েরীতে প্রতিদিন পাঁচ পাতা করে লিখতে থাকুন..হাতের লিখা সুন্দর হবেই........কাউয়্যার ঠ্যাং বোগার ঠ্যাং লিখলেতো চলবে কবি সাহেব।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৩
134007
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমরা এখানে সব সময় ডিউটি-রা্ন্না-কাপড় ধোয়া-ফেসবুক-ব্লগ-অনলাইন-অপলাই ইত্যাদিতে বিজি থাকি । একথাটি বললেইত হয়Winking Winking Winking Winking
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
134059
বাকপ্রবাস লিখেছেন : ইজি থাকি বিজি থাকি
হাতের লিখা কাউয়ার ঠেং
সাজি থাক গুজি থাকি
তবুও চাই পত্র প্রেমRolling on the Floor
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
134070
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও প্রেম পত্রি পাাই না।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
134082
বাকপ্রবাস লিখেছেন : আমিও পাইনাই তবে বাজারের লিষ্ট পাইছি
181211
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪০
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো বটে খারাপের তো কিছু পেলাম না।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
134060
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue
181213
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমাদের সব বাচ্ছাদের মাদেরই অভিযোগ এটা।
----------------------------------- আমরা এখানে সব সময় ডিউটি-রা্ন্না-কাপড় ধোয়া-ফেসবুক-ব্লগ-অনলাইন-অপলাই ইত্যাদিতে বিজি থাকি । একথাটি বললেইত হয়। Big Grin Cook Cook Cook Cook Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
134062
বাকপ্রবাস লিখেছেন : ফেসবুক-ব্লগ-অনলাইন-অপলাই ইত্যাদিতে বিজি থাকিTongue বেতের বাড়ি সব পিঠের উপর যাবে
181215
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৩
পলাশ৭৫ লিখেছেন : মামার আম্মু Love Struck Love Struck Love Struck Love Struck
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
134065
বাকপ্রবাস লিখেছেন : উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ
181218
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
না বৃষ্টি না রোদ কোনটাই চাইনা
চাই শুধু তোমাকে (এই কথাটা লাগাতে পারতেন)
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
134068
বাকপ্রবাস লিখেছেন : ডরে বলিনা, যদি বলে বিদেশে থাকতে বলছে কে? চলে আসেন তখন কি করুম!!
181231
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০০
সজল আহমেদ লিখেছেন : লিখতে লিখতে একদিন হাতের লেখা ঠিক হবেই।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
134069
বাকপ্রবাস লিখেছেন : কিবোর্ড থাকলে সেটা কি আর সম্ভব!!
181282
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর লিখা ভাইয়া
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
134071
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ এক কেজি
181319
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Surprised Worried Thinking
ঘরের কথা পরকে জানাইয়া দিলেন!!!
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
134077
বাকপ্রবাস লিখেছেন : কিছুইতো আর গোপন থাকেনা, উমামার বেতের বাড়ি আামার পিঠেও যে দুই চারটা পড়ে সেটাতো কারো কইনাই ঠিকই সবাই জানে
181369
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
শেখের পোলা লিখেছেন : যেখানে এই অবস্থা;"তুমি ছাড়া হতচ্ছাড়া জীবন এক অন্য।" সেখানে ডাইরীকি তা পূরণ করতে পারবে?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
134083
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying
১০
182150
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
মুমতাহিনা তাজরি লিখেছেন : অনেক সুন্দর পোষ্ট।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
134654
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
১১
182310
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৪
বৃত্তের বাইরে লিখেছেন : উমামার লেখা দেখে আপনার হাতের লেখা কতটা খারাপ বুঝতে পারলাম। কবিতা সুন্দর হয়েছে। Good Luck Good Luck
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
135106
বাকপ্রবাস লিখেছেন : সারাদিন কিবোর্ডে চলে গুতাগুতি
হাতের লিখা তাই একটু মন্দ লাগে অতি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File