মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত|

লিখেছেন লিখেছেন মোঃ আরিফুল ইসলাম শাওন ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৯:০৩ দুপুর

আমার পাশের বাড়ির একটা ছেলে তার মাকে খুব ভালোবাসত,তার মা ছাড়া আর কিছু বুঝদো না,মা যা কিছু বলতো ঠিক তাই করতো,কিছু দিন পড়ে সেই ছেলেটি বিয়ে করে,বিয়ে করার পর বেস ভালো যাচ্ছিল,কিছু দিন পরে ছেলে বোউ তার স্বামির কাছে তার মায়ের নামে নানা রকম খারাপ কথা বলে,তারপর সেই ছেলে তার মাকে অনেক গালাগালি করে,তার মা অনেক কষ্ট পায়,সে মনে মনে বলে যে ছেলে আমার কথা শুনতো আর সেই ছেলে তার বোউ এর কথা আমাকে গালাগাল করে,এই ভাবে চলথে থাকে,বোউ এর কথা মত তার মাকে ঘর থেকে বের করে দেয়,এই হল আমাদের দেশের ছেলেরা যে মায়ের পায়ের নিচে বেহেস্ত|

বিষয়: বিবিধ

১৬৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181261
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
ফেরারী মন লিখেছেন : Sad Sad Sad হায়রে ছেলে
181370
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
শেখের পোলা লিখেছেন : বেহেশ্তের মোকাবেলায় আল্লাহ দোজখও বানিয়েছেন,সেখানেও বোর্ডার দরকার৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File