gf এর জন্য ফুল না কিনে মায়ের জন্য একটা ফুল কিনুন।
লিখেছেন লিখেছেন মোঃ আরিফুল ইসলাম শাওন ৩০ এপ্রিল, ২০১৪, ০৮:৪০:১১ সকাল
♪♪বাস্তব গল্পঃ
বাসার গলিতে ঢোকার
মুখে কোথা থেকে যেন
একটা পিচ্চি মেয়ে এসে বলল
:একটা ফুল নেন ভাই।
;না। ফুল
দিয়ে আমি কি করবো?
:ভাবি-রে দিয়েন।
;নারে। আমার বাসায়
এখনো তোর
ভাবি আসে নাই।
:তাইলে বান্ধবীরে দিয়েন।
;বান্ধবীও যে নাই।
তাহলে কার জন্য
নেওয়া যায়?
:ক্যান বাসায় আপনের
আম্মা নাই?
;আম্মু? হ্যাঁ আছে।
:তাইলে হের লাইগাই নেন।
আম্মারে ফুল
দিলে কি পাপ হইবো?
পিচ্চির
কথা শুনে কিছুক্ষণ কোন
কথাই বলতে পারলাম না।
একটা ফুল
কিনে পিচ্চিকে বিদায়
করে বাসার
দিকে হাটতে হাটতে ভাবতে লাগলাম
"আমাদের মানসিকতার
কি অবস্থা! ফুল দেখলেই
আমাদের বউ
অথবা প্রেমিকার
কথা মনে পড়ে। কখনোই
মায়ের কথা মনে পড়ে না।
কিন্তু কেন? মাকে ফুল
দিতে কি কোন নিষেধ
আছে?"
মনে তো হয় নেই।
তাহলে কেন কেউ ফুল
বিক্রি করতে আসলেই
কেন বলি "gfই তো নেই। ফুল
দিয়ে কি করবো?"
ফুল কি শুধুই প্রেমিক-
প্রেমিকের ভালবাসার
জন্য দিতে হবে?
মা-য়ের ভালবাসার জন্য
দেওয়া যাবে না?
মা-রাও তো আমাদের
ভালবাসে তাহলে আমরা কেন
আমাদের মা-দের কখনোই
ফুল দেই না?
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন