বাসা বদল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৩:২৬ সকাল
তোমাদের বারান্দাটা আজ লাগছে কেমন কেমন
এমনটা দেখিনি আর লাগেনি এমন
তবে কি তোমরা নেই আর সেই ঘরে
বদলে কি গেছে ঘর তোমাদের, হুট করে।
বড়পুল হুলুস্থুল আজ আর নেই যেন
মনির ভবন তিন তলায় কেউ আজ নেই কেন?
তবে কি জমবেনা আর তামান্না ষ্টোরে টি ব্রেক
এমন কেন করলে বল কিসের এতো উদবেগ!
আমিতো কখনো পথ রোধ করে দাঁড়াইনি আর
আমিতো কখনো বলেনি কাউকে তুমি আমার
আমি শুধু একা একা হেটে হেটে বড়পুল এসে
তোমাদের বারান্দায় রাখতাম চোখ অনায়াসে।
একটা সেলোয়ার আর একটা কামিজ আর
একটা উর্না দুলে দুলে কেঁপে কেঁপে বুক আমার
তোমাকে দেখিনি কখনো আমি সেই বারান্দায়
যদি একবার দেখা হয়ে যায় সেই প্রত্যাশায়।
আজকে কেন শুকোচ্ছেনা কোন জামা কাপড়
একলায় দুলছে রশিটা আর একটা বালতি উপোড়
জানলাটা বন্ধ কেন আজ নেই কোন সাড়া শব্দ
এভাবে না বলে চলে গেলে হয়তো ভেবেছ হব আমি জব্ধ।
একদিন আমাকেই খুব করে খুঁজবে তুমি দেখে নিও
পেছন ফেরে হঠাৎ দেখবে বলে মুখ ফেরাবে তুমি দেখে নিও
মাঝরাতে ঘুম ভেঙ্গে একবার দেখতে চাইবে আমাকে তুমি দেখে নিও
কোন এক দুপুরে রিকশায় একা আনমনে চাইবে আমাকে তুমি দেখে নিও
বাস ষ্ট্যান্ড এর ভিড়ের মাঝে যদি দেখা হয়ে যায় পা এগুবেনা আর তুমি দেখে নিও
মার্কেটের সিড়িতে উঠতে নামতে মনের অজান্তেই চাইবে আমাকে তুমি দেখে নিও
দেখে নিও তুমি দেখে নিও আকাশে আমি বাতাসে আমি দেখে নিও
তুমি তুমি তুমি দেখে নিও দেখে দেখে দেখে নিও তুমি তুমি তুমি দেখে দেখে নিও.........।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার চিন্তা স্বপ্ন কল্পনায় আমি এসে যাব
তুমি দেখে নিও
তোমার সেই তোমার মাঝে তোমার অজান্তে আমি এসে যাব...দারুন লিখেছেন
আপনার কবিতাটা লাগছে বরাবরের মতন।
যদিও কবিতাটা ছাইয়া ছাইয়া
মন্তব্য করতে লগইন করুন