বাসা বদল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৩:২৬ সকাল



তোমাদের বারান্দাটা আজ লাগছে কেমন কেমন

এমনটা দেখিনি আর লাগেনি এমন

তবে কি তোমরা নেই আর সেই ঘরে

বদলে কি গেছে ঘর তোমাদের, হুট করে।

Rose

বড়পুল হুলুস্থুল আজ আর নেই যেন

মনির ভবন তিন তলায় কেউ আজ নেই কেন?

তবে কি জমবেনা আর তামান্না ষ্টোরে টি ব্রেক

এমন কেন করলে বল কিসের এতো উদবেগ!

Rose

আমিতো কখনো পথ রোধ করে দাঁড়াইনি আর

আমিতো কখনো বলেনি কাউকে তুমি আমার

আমি শুধু একা একা হেটে হেটে বড়পুল এসে

তোমাদের বারান্দায় রাখতাম চোখ অনায়াসে।

Rose

একটা সেলোয়ার আর একটা কামিজ আর

একটা উর্না দুলে দুলে কেঁপে কেঁপে বুক আমার

তোমাকে দেখিনি কখনো আমি সেই বারান্দায়

যদি একবার দেখা হয়ে যায় সেই প্রত্যাশায়।

Rose

আজকে কেন শুকোচ্ছেনা কোন জামা কাপড়

একলায় দুলছে রশিটা আর একটা বালতি উপোড়

জানলাটা বন্ধ কেন আজ নেই কোন সাড়া শব্দ

এভাবে না বলে চলে গেলে হয়তো ভেবেছ হব আমি জব্ধ।

Rose

একদিন আমাকেই খুব করে খুঁজবে তুমি দেখে নিও

পেছন ফেরে হঠাৎ দেখবে বলে মুখ ফেরাবে তুমি দেখে নিও

মাঝরাতে ঘুম ভেঙ্গে একবার দেখতে চাইবে আমাকে তুমি দেখে নিও

কোন এক দুপুরে রিকশায় একা আনমনে চাইবে আমাকে তুমি দেখে নিও

বাস ষ্ট্যান্ড এর ভিড়ের মাঝে যদি দেখা হয়ে যায় পা এগুবেনা আর তুমি দেখে নিও

মার্কেটের সিড়িতে উঠতে নামতে মনের অজান্তেই চাইবে আমাকে তুমি দেখে নিও

দেখে নিও তুমি দেখে নিও আকাশে আমি বাতাসে আমি দেখে নিও

তুমি তুমি তুমি দেখে নিও দেখে দেখে দেখে নিও তুমি তুমি তুমি দেখে দেখে নিও.........।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181107
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৭
133919
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল
181112
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তুমি দেখে নিও
তোমার চিন্তা স্বপ্ন কল্পনায় আমি এসে যাব
তুমি দেখে নিও
তোমার সেই তোমার মাঝে তোমার অজান্তে আমি এসে যাব...দারুন লিখেছেন
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৬
133918
বাকপ্রবাস লিখেছেন : তুমি দেখে নিও আমার না বলা কথাটা আলমগীর ভাই লিখে দেবে, দেখে নিও দেখে নিও
181125
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালো লাগলো মোবারকবাদ Rose Rose Rose
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৯
133923
বাকপ্রবাস লিখেছেন : জি আপনাকেও খুব করে ধন্যবাদGood Luck Good Luck
181214
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
সজল আহমেদ লিখেছেন : অনেক অনেক ভাল লিখেছেন।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
134085
বাকপ্রবাস লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ জানবেনSurprised
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
134087
বাকপ্রবাস লিখেছেন : সরি ইমোটা ফিংগার মিসটেক
181325
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
প্যারিস থেকে আমি লিখেছেন :
আপনার কবিতাটা লাগছে বরাবরের মতন।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
134089
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ প্যারিস ভাইয়া
যদিও কবিতাটা ছাইয়া ছাইয়া
181332
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
134090
বাকপ্রবাস লিখেছেন : থিংকুGood Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File