বাঘ কে কী ঘাস খাইয়ে গরু বানানো হচ্ছে?
লিখেছেন লিখেছেন তিতুমির ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৬:৪৮ সকাল
গতকাল মসজিদে নামাজের পর দেখলাম (অবশ্য এটা প্রায় ই দেখা যায় ) , কিছু লোক গোল হয়ে ঈমান আমলের কথা বলছে , তারপরেও কী বলে দেখার জন্য আমিও বসলাম , বলছে , ঈমান ঠিক না হলে , কিছুই ঠিক হবে না , ঈমানের পর নামায যা কাফের আর মুসলমানে র মধ্যে ফারাক তৈরি করে , আর এই নামায আমাদের নবীজী (স যে ভাবে পড়েছেন , যে ভাবে দাড়িয়েছেন , যে ভাবে রুকু করেছেন , যে ভাবে সেজদাহ করেছেন , সে ভাবেই করতে হবে , অন্য ভাবে করলে হবে না , খুবই ভাল লাগলো , তারপর বলছে , নমায ই সব , নামাজই সবচে বড় আমল , এরপরই আমার খটকা লাগা শুরু , আমি তখন ঘামতে শুরু করলাম , মনে মনে ভাবছি , জীবনের উদ্দেশ্যই নামায , বলে কী ? ঈমান মানে বিশ্শ্বাস , আর সেই অনুসারে কাজ না হলে ঈমানের মানে ধোকা তাও আবার নিজের সাথে , আল্লাহ কী মানুষকে পাঠিছেন নামায পড়ার জন্য ? আল্লাহ নিজে বলছেন , তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তার আইন কে জয়ী করে প্রতিষ্ঠিত করতে ,
আর এটাকেই আল্লাহ মানুষের জীবনের লক্ষ বলে অভিহিত করেছেন , তাই মনে মনে ভাবলাম , দেখি একটু কথা বলে , এই বলে একজনকে ডাকলাম আর বললাম , ভাই , আপনি বললেন হুজুর যে ভাবে নামায পড়েছেন সেভাবেই পড়তে হবে , টু ভাই , আমি তো দেখলাম , বুখারী শরীফের হাদিছে , রুকুতে যাওয়ার সময় উনি তাকবীর করছেন হাত তলে যেটাকে বলে রফে ইয়া ডাইন , আবার রুকু থেকে উঠার পর ও রফে ইয়া ডাইন করছেন , আমরা তো এটা করি না , আপনি কী বলেন? সাথে বলেন , এটা তো মুরববি র জানে । আমি বললাম , সহি হাদিছ পেলাম , তারপর ও মুরববি , আমাদের কে সাফাত কে দিবে মুরববি নাকি আমাদের নবী স;।? তখন সে আমাকে এক মুফতি র কথা বলে , তারপর আমি তাকে বললাম , আপনার যে ফাজায়েলের বই পড়েন , আপনি কী জানেন ওখানে অনেক জাল , জইফ হাদিছ আছে , আর জেনে শুনে এগুলি বলা আর আমল করা কী গুনার কাজ হচ্ছে না ?
তখ সে আমাকে বলে , ফাজায়েলের জন্য জায়েজ । আমি আশ্চর্য হয়ে বললাম , ইসলামে কী সত্তী কথার অভাব আর এটা করলে ঈমান থাকে ?
এর উত্তরে ও সে বলে , তাদের মুরব্বীরা জানে , আমি আর কথা না বাড়িয়ে চলে এলাম , ভাবলাম এভাবে তাবলীগ জামাত মানুষদেরকে অন্ধ বানিয়ে বাঘের জাতিকে ছাগল বানিয়ে ছাড়ছে , এ জন্য লক্ষে লক্ষে কাতারে কাতারে মুসলমান থাকার পর ও কয়েক হাজার মুসলমান যা করেছিল , আজ তা হচ্ছে না ,
বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন