যৌবন কী কচু পাতার পানি ?

লিখেছেন লিখেছেন তিতুমির ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১২:৫৬ সকাল

এখন যৌবন যার , যুদ্ধে যাবার সময় তার , যৌবন কী আর যেমন তেমন , আছে কার স্পর্ধা , সুধায় , তুমি কেমন ?ধরাকে সরা জেনে , ডেমকেয়ার ভাবে উদ্ধত , শক্তি তার যেমন তেমন , পা নাই তব, লাথি মেরে উড়ায়ে ফেলে , নিন্দুকে যদিও বলে , গেঞ্জির আবার বুক পকেট ।

পুরান চালে ভাত বারে , অগ্রজর সতর্ক বাণী যৌবনের শক্তির পায়ে আছড়ে পড়ে গুমরে কাদে , তাতে কী আসে যায় আছে যার এখনো শক্তি?

যে পথে চলে এসেছে অগ্রজ , তার কাছেই তো যাবে পাওয়া বর্তমানের ঠিকানা , যেখান থেকে ভবিশ্সতের পাল তুলে

হাল দিয়ে সুখ টানে করা যাবে প্রশংসা আল্লাহর ।

সতর্ক বাণীকে হেলায় ফেলা করে শয়তান ই প্রথম উদ্ধত করেছিল যদিও ভুল শিকার ই বাচিয়েছিল সে যাত্রা , উদাহরণ ও হয়েছিল প্রথম পৃথিবীতে ।

যৌবন কী তবে সময় , নাকি ভেসে যাওয়া স্রোত , হতে পারে উড়ে যাওয়া তুলতুলে তুলার মত মেঘমালা , নাকি ক্ষয়ে যাওয়া

বরফ ?

যার ক্ষয়ে যাওয়া ই মানে পুজির দিকে হাত টান ।পুজি শেষ তো , লাভের গুড়ে পিপড়া তো নয় একেবারে পাথর । ওয়ান ওয়ে ট্রাফিক , শুধু যাওয়াই যায় , কল ছুললে কী আর বুঝান যায় , যদিও বাচ্চার আব্দার , আব্বু কলা খামুনা, বুঝাইয়া দাও ।চোখের পানি তো যায় ই , অন্তর থেকে গলে গলে অশ্রু ঝরে

দেখতে পেলে যৌবনের শক্তির জিহাদের ময়দানে , নিজের চলে যাওয়া যৌবনের কথা মনে করে । একাউন্ট , ডেবিট , ক্রেডিট বুঝি বলে , হিসাব এর কথা এমনি আসে মনে , করেছি কী আর কী করার কথা ছিল ?

মিরিচিকার ধোকায় আর স্রোতের টানে ভেসে যাওয়ায় আর করব করব ভেবে বরফ গলে হাতে এখন শুধু পানি

বিষয়: বিবিধ

১৭৮১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184407
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৩
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : ভাল লিখেছেন
184445
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মরিচিকার ধোকায় আর স্রোতের টানে ভেসে যাওয়ায় আর করবো করবো ভেবে বরফ গলে হাতে এখন শুধু পানি Sad Sad
184501
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
184626
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
তিতুমির লিখেছেন : অনেক ধন্যবাদ স্বাগতম
184632
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : Rose Roseধন্যবাদ Rose Rose
184668
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
সজল আহমেদ লিখেছেন : শেষের দিকটা চমত্‍কার।
184918
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৯
তিতুমির লিখেছেন : বাংলার দামাল সন্তান,াপনাকে অনেক ধন্যবাদ আপনার উপহারের জন্য ।
সজল আহমেদ, আপনাকেও আপনার নির্দিষ্ট মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ এবং স্বাগতম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File