বিক্ষিপ্ত ভাবনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৪:৩২ সকাল



আমি যেবার প্রথম গিয়েছিলাম রাজধানীতে

তখন আমি ছাত্র ছিলাম

একদিন হাটতে হাটতে মতিঝিল মোড়ে

রাস্তার পাশে দেখলাম লাল নীল হরেক রঙ্গের সুতো

যেগুলো দিয়ে সোযেটার বানানো চলে

মনে পড়ে গেল আমার বড় আপার কথা

আমাদের মাপ নিয়ে নিয়ে সোযেটার বানাতেন

বড় আপার বিয়ে হয়ে গেছে

এখন আর সোযেটার বানাতে হয়না

মার্কেটেই পাওয়া যায় সব, হয়তো আরো সুন্দর

যেখানে শীত ঢুকতে পারেনা কোনভাবে ফাকফোকরে

তবুও আমি সুতোগুলো কিনলাম ছোট আপুকে দেব বলে

তখন আমার কোন বান্ধবী বা প্রেমিকা ছিলনা

থাকলে হয়তো সুতোগুলো পড়তনা চোখে

অন্যকিছু দেখতাম অন্যভাবে, আর

আমি যখন প্রথম মাইনে পেলাম মাসের শেষে

শাড়ী কিনলাম একটা মা'র জন্য, ধবধবে সাদা ছিল ওটা

খুব তৃপ্তি পেয়েছিলাম সেদিন, আর আমি তখন

অবিবাহিত ছিলাম, অন্যথা হলে শাড়ীটা লাল হয়ে যেতে পারতো

এভাবে আমরা আমাদের চিন্তাগুলো কিংবা নিত্য দিনের বলা কওয়া চলা

সবই আপেক্ষিক হয়ে কেমন যেন ধূয়াসা হয়ে যায় নিমিষেই নিজের কাছে

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180626
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৫
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫১
133503
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ ভাইযান
180681
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
সজল আহমেদ লিখেছেন : অসাম শালা।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৩
133504
বাকপ্রবাস লিখেছেন : আমিতো কবিতা লিখতে পারিনা তাই ভয়ে আছি এটা কবিতা হয়েছে কিনা আপনার কমেন্ট পেয়েতো তাস্কি খাইলাম হা হা হাGood Luck Good Luck
180684
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক দিন আগেও এই লেখাটা পোষ্ট করেছিলেন মনে হয়।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫১
133502
বাকপ্রবাস লিখেছেন : সোনার বাংলায় আমার নিতান্তই একান্ত একটা লিখায় ওল কেনার ঘটনাটা লিখেছিলাম গদ্যে কবিতা গতরাতে লিখা আজকে চোখ বুলিয়ে পোষ্ট করা, ধন্যবাদ আপনাকে অনেক বেশী ধন্যবাদGood Luck Good Luck
180694
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : দারুন সুন্দর লিখনী ও কথাগুলো, ভাল লাগল।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৩
133754
বাকপ্রবাস লিখেছেন : ধন্যাবাদ জানবেনা শ্রদ্ধাভাজন টিপু ভাই, গতবারের আগেরবার দেশে যখন গেলাম, বড় ভাইয়া বলছি সোনারবাংলা এমন একটা কাজ করেছে কিছু পাঠক আছে তাদের বের করে এনেছে এবং তারা দুর্দান্ত লিখছে, তখন অনেকের সাথে আপনার কথাও মনে পড়েছে আমার
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৩
133755
বাকপ্রবাস লিখেছেন : ধন্যাবাদ জানবেন শ্রদ্ধাভাজন টিপু ভাই, গতবারের আগেরবার দেশে যখন গেলাম, বড় ভাইয়া বলছি সোনারবাংলা এমন একটা কাজ করেছে কিছু পাঠক আছে তাদের বের করে এনেছে এবং তারা দুর্দান্ত লিখছে, তখন অনেকের সাথে আপনার কথাও মনে পড়েছে আমার
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৪
133892
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আবারো ধন্যবাদ, সোনার বাংলাদেশের কথা জীবনে কোনদিন ভুলবনা। নিতান্ত প্রতিহিংসার কারণে সরকার এই জনপ্রিয় ম্যাগাজিন শেষ করে দিল। শেষ করে দিল তার সম্পাদক সাহেবের ক্যারীয়ারকে।
180700
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৯
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৪
133756
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন
180704
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমার আম্মার হাতের তৈরি শাল এখনো আছে আমাদের ঘরে, অনেক ধন্যবাদ, আমাদের এলাকায় এগুলোকে উল বলে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
133758
বাকপ্রবাস লিখেছেন : হুম উল শব্দটা আমাকে খুব তাড়িয়েছে সুতা এর জায়গাল ওটা লিখব কিনা সেই ভাবনাটা
180794
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো পিলাচ পিলাচ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
133759
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ গদ্য লেখক
180804
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
শিকারিমন লিখেছেন : অনেক চমত্কার আপনার লিখার কথা গুলো।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
133760
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
180881
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৪
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৬
133762
বাকপ্রবাস লিখেছেন : ভাবতাছেন বুঝলাম কান্দেন কেন সেইডা বুঝা গেলনা
১০
181253
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ Good Luck Rose
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
134018
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File