উত্তম চরিত্রের মানদন্ড

লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৩:৩৩ সকাল

ভাল কথা শুনলে ভাল হবার সাধ জাগে। ক’দিন আগে বান্ধবীরা একটি হাদীস আলোচনা করছিলেন যেটিতে রাসূল (সা) উত্তম নৈতিক চরিত্র গঠনের ব্যাপারে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। ঠিক হোল প্রত্যেকে এর অন্তত দু’টি করে উপদেশ চর্চা করার চেষ্টা করবেন। আমি বেছে নিলাম কথাবার্তার ব্যাপারে আরো হিসেবী হওয়া এবং কুর’আন পড়ার চেষ্টা করা। পরের সপ্তাহে দিনব্যাপী কুর’আন বিষয়ক কনফারেন্স ‘দ্যা ডিভাইন ম্যানুয়াল’-এ ইয়াসির কাজী এবং ইয়াসমিন মুজাহিদের মত বক্তাদের বক্তব্য শুনে কিঞ্চিত অনুপ্রানিত হলাম।

উত্তম চরিত্র গঠন নিয়ে কিঞ্চিত গবেষনা করার পর স্বল্পজ্ঞানে যা বুঝলাম তা হোল কুর’আনের তিনটি স্থানে উত্তম চরিত্রের মানদন্ড উপস্থাপন করা হয়েছে। এগুলো হোল, সূরা মুমিনূনের আয়াত ১-১০, সূরা ফুরক্কানের আয়াত ৬৩-৭৬, সূরা মা’রিজের আয়াত ১৯-৩৫। উপরোক্ত তিনটি অনুচ্ছেদে একই ক্রমে সর্বোত্তম থেকে গ্রহনযোগ্য সর্বনিম্ন মানের চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করা হয়েছে।

সূরা মুমিনূনের প্রথম দশ আয়াতে যে চারিত্রিক বৈশিষ্ট্য উঠে এসেছে সেটাই ছিল রাসূল (সা)এর চরিত্র। এখানে সাতটি গুনের কথা বলা হয়েছে- নামাজে মনোযোগ, বাজে কাজ ও বাজে কথা এড়িয়ে চলা, সাদাকার মাধ্যমে নিজেকে এবং নিজের সম্পদকে পবিত্র করা, চরিত্রের পবিত্রতা রক্ষা করা, অন্যের বিশ্বাস সংরক্ষনের প্রতি যত্নশীল হওয়া, কথা দিয়ে কথা রাখা এবং নামাজের প্রতি যত্নশীল হওয়া। এখানে প্রথম বৈশিষ্ট্যেই আমি বাদ, নামাজ পড়ার সময় মন নামাজ ছাড়া আর সব জায়গায় থাকে। মনোযোগ ফিরিয়ে আনার জন্য আপাতত এই দশটি আয়াত মুখস্ত করে নিয়েছি, নামাজে নিয়মিত পড়ি এই আশায় যে হয়ত কোন একদিন এই গুনগুলো অর্জন করতে পারব, আশা করি ব্যাপারটা মৃত্যুর আগেই ঘটবে।

সূরা ফুরক্কানের তেরোটি আয়াতে আল্লাহ্‌ তাঁর বিশেষ বান্দাদের বারোটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন- যারা চালচলনে বিনম্র এবং আঘাতকারীর সাথে শান্তিস্থাপন করে, প্রতিক্রিয়াশীল নয়; যারা রাতের একাংশ তাদের প্রভুর সাথে কথোপকথনে কাটায়; যারা জাহান্নামের চেহারাও দেখতে চায়না; যারা নিজের প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে মিতব্যায়ী; যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনা; যারা কাউকে হত্যা করেনা; নিজের চরিত্রের পবিত্রতা রক্ষা করে চলে; যারা নিজের অন্যায় কৃতকর্মের ব্যাপারে অনুতপ্ত হয়; যারা মিথ্যা সাক্ষ্য দেয়না; যারা বাজে কাজ ও বাজে কথা এড়িয়ে চলে; যারা আল্লাহর বানীর প্রতি উদাসীন নয়; এবং যারা প্রার্থনা করে, ‘হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং আমাদেরকে তোমার আনগত্যশীল বান্দাদের জন্য আদর্শ বানিয়ে দাও’। আল্লাহ্‌ আমাদের অনেক ভালবেসে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করার কথা শুনে যখন ফেরেস্তারা বললেন, ‘আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা প্রতিনিয়ত আপনার প্রশংসা করছি এবং আপনার পবিত্র সত্ত্বাকে স্মরন করছি’, আল্লাহ্‌ তাঁদের এই বলে চুপ করিয়ে দেন, ‘নিঃসন্দেহে আমি যা জানি তা তোমরা জাননা’ (সূরা বাক্কারাঃ আয়াত ৩০)। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের ব্যাপারে ফেরেস্তাদের আশঙ্কা ঠিক ছিল, আল্লাহ্‌ তাঁর ক্ষমা দিয়ে আমাদের আবৃত করে নেয়ার জন্য কেবল একটি উপলক্ষ্য খুঁজছেন। এই বারোটি গুনের একটি অন্তত অর্জন করতে পারলে তিনি আমাদের স্বর্গীয় বাগানে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন। হায়! এর একটিও যে রপ্ত করার যোগ্যতা নিজের মাঝে খুঁজে পেলাম না!

সুতরাং নেমে এলাম সর্বনিম্ন মানে। সূরা মা’রিজের এই আয়াতগুলো ক’দিন আগেই মুখস্ত করলাম যেন বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। এই ক্যাটাগরিতেও না টিকলে আর আশা নাই। তাই এই মানদন্ডগুলো খানিকটা বিস্তারিতই বিশ্লেষণ করলাম। কাঙ্খিত গুনাবলীর কথা জানানোর আগে আল্লাহ্‌ মানুষের তিনটি সাধারন দুর্বলতার কথা বলছেন- মানুষ অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল, তাকে দুর্ভাগ্য স্পর্শ করলে সে অস্থির হয়ে পড়ে আর সৌভাগ্য স্পর্শ করলে আর অন্যের কথা মনেই রাখেনা। মুখে স্বীকার করতে না চাইলেও মন তো জানে এ’কথা সম্পূর্ন সত্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার স্বভাব তাঁর চেয়ে ভাল আর কে জানবে? আশার কথা হোল তিনি আমাকে এর থেকে উত্তরণের পথ দেখিয়ে দিয়েছেন, নামাজের ব্যাপারে যত্নশীল ব্যাক্তি এই ক্ষুদ্রতার উর্ধ্বে আরোহণ করতে পারে কারণে সে জানে কল্যাণ এবং অনিষ্ট উভয়ই তার প্রভুর হাতে। সুতরাং তার প্রভু তাকে যা দান করেন তা নিয়ে সে কৃপণতা করেনা, বরং বঞ্চিতজন চাইল কি না চাইল বড় ব্যাপার নয়, সে নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে সহ্যোগিতায় এগিয়ে আসে। কারণ সে জানে প্রতিফল দিবস সত্য, সেদিন কেউ বিচারপ্রক্রিয়া থেকে নিরাপদ থাকবেনা, সুতরাং যা কিছু দিয়ে সেদিন নিষ্কৃতির ব্যাবস্থা করা যায়। তারপর এসেছে চারিত্রিক পবিত্রতা রক্ষা করার তাগিদ। এই প্রসঙ্গে একটি হাদিস সুপরিচিত, ‘যে তার দুই উরুর এবং দুই চোয়ালের মধ্যবর্তী স্থানের পবিত্রতা নিশ্চিত করবে, তার জান্নাত নিশ্চিত’ (বুখারী)। এখানে দু’টি কথা আছে, চারিত্রিক পবিত্রতার ব্যাপারে মানুষ যতটুকুই বা সচেতন থাকে, মুখের পবিত্রতার ব্যাপারে সচেতন থাকে ক’জন? বিশেষ করে আমাদের সমাজে যেখানে মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া, গালাগাল, চাপার জোরে অপরের চরিত্রহননের মত ব্যাপারগুলো ডালভাত হয়ে দাঁড়িয়েছে? অপরদিকে চারিত্রিক পবিত্রতা কি শুধু লজ্জাস্থানের হিফাজতের মাধ্যমেই নিশ্চিত হয়? তাহলে চোখ দিয়ে অপরের সম্ভ্রম নষ্ট করা, মুভি এবং পর্ণোগ্রাফি দেখে নিষিদ্ধ স্বাদ গ্রহণ করা এগুলোকে কি বলব? তারপর মানুষের বিশ্বাস এবগ্ন প্রতিশ্রুতি সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে আল্লাহর সাথে কৃত ওয়াদাও অন্তর্ভুক্ত, কারণ মুখে যতই বলি, ‘আল্লাহ্‌ এক এবং মুহাম্মাদ (সা) তাঁর রাসূল’, আমাদের অনেকেরই কথায় আর কাজে মিলেনা। প্রায়ই দেখা যায় কার্যত আমার গড হয়ে বসে থাকে মিউজিক আর নবী মাইকেল জ্যাকসন; কিংবা গড হয়ে যায় টেকনোলজি এবং নবী হয়ে বসে বিল গেটস। পুণরায় নামাজের ব্যাপারে সতর্কতার কথা বলে মাত্র সাতটি গুনের সংক্ষিপ্ত তালিকাটি সমাপ্ত করা হয়েছে- নামাজ, দান, বিচারদিবসে বিশ্বাস ও প্রস্তুতি, চরিত্রের পবিত্রতা সংরক্ষণ, অপরের বিশ্বাসের প্রতি যত্নশীলতা, প্রতিশ্রুতি রক্ষা করা, সত্য সাক্ষ্য দেয়া এবং নামাজের প্রতি যত্নশীল হওয়া। সব মিলিয়ে অল্প বুদ্ধিতে যা বুঝলাম তা হোল আমাদের সমস্ত চিন্তা চেতনা হতে হবে বিচারদিবস কেন্দ্রিক এবং এতে আমাদের ফোকাস এবং অধ্যাবসায় জোগাবে নামাজ। তখন বাকী কাজগুলো আপনিই সহজ হয়ে আসবে। আপাতত বিচার দিবসে বিশ্বাস পাকাপোক্ত করার জন্য জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে পড়াশোনা করব ভাবছি। কিন্তু জাহান্নামের বর্ণনা শুরু হবার আগেই ভয়ে পানির তেষ্টা পেয়ে যায়, পানির প্রয়োজন মিটতে মিটতে আবার মন চলে যায় অন্য কোথাও! আমার কি আদৌ কোনদিন উত্তম চরিত্র অর্জন করার প্রস্তুতি নেয়া হবে? আপনি কোন পর্যায়ে আছেন?

বিষয়: বিবিধ

২০৬৪ বার পঠিত, ৭১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180620
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নোট করে নিলাম- নামাজে মনোযোগ, বাজে কাজ ও বাজে কথা এড়িয়ে চলা, সাদাকার মাধ্যমে নিজেকে এবং নিজের সম্পদকে পবিত্র করা, চরিত্রের পবিত্রতা রক্ষা করা, অন্যের বিশ্বাস সংরক্ষনের প্রতি যত্নশীল হওয়া, কথা দিয়ে কথা রাখা এবং নামাজের প্রতি যত্নশীল হওয়া।

জাযাকাল্লাহ খায়ের। Rose Rose Rose
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
133432
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনি তো তাহলে সর্বোত্তম চরিত্রের মানদন্ডে অবস্থান করছেন মাশাল্লাহ! Angel Good Luck Good Luck
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
133433
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : না আপু, জাস্ট নোট করলাম। দোআ করবেন যেন মেনে চলতে পারি। Praying Praying Praying
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৫
133794
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Praying Praying Praying
180631
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৮
সিটিজি৪বিডি লিখেছেন : বিচার দিনের কথা মনে রাখলে সকল প্রকার খারাপ কাজ- খারাপ চিন্তা থেকে দুরে থাকা যায়।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
133436
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy Angel Good Luck Good Luck
180632
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
হতভাগা লিখেছেন : মুখে যারা মানবাধিকারের কথা (নীতি কথা ) বেশী বলে তাদেরকেই দেখা যায় সেই মানবাধিকারের (নীতি কথার ) বেশী বেশী করে লঙ্ঘন করতে ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৬
133437
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Surprised :Thinking Time Out Thinking?
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩০
133552
ইবনে হাসেম লিখেছেন : ব্রাদার, কি বলতে কি বললেন, এখানে আপনি কার প্রতি অঙ্গুলি নির্দেশ করছেন?
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
133615
হতভাগা লিখেছেন : এরকম পোস্ট যারা দেয় তারা আসলে নিজেরাই কতটুকু এসব বিশ্বাস করে বা মানে সেটাই বলতে চেয়েছি ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৩
133791
রেহনুমা বিনত আনিস লিখেছেন : @ হতভাগাঃ ঠিক বলেছেন ভাই Happy তবে আমরা তো কেউ নবী নই, তাই চেষ্টাই শুধু করতে পারি, যেমন আমি লেখাতেই স্বীকার করেছি আমার চেষ্টায় ত্রুটি রয়েছে। তবু আল্লাহ্‌ বলেছেন, 'উপদেশ দান করুন, হয়ত তাতে কারো উপকার হতে পারে। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে। সে মহাঅগ্নিতে প্রবেশ করবে’ (সূরা আলাঃ আয়াত ৯-১২)। সুতরাং, যদিও যারা এসব কথা বলে বা লেখে তারা কেউ নিজেরা পার্ফেক্ট নয়, তবু নিজেরা তা জেনেও কথাগুলো অন্যদের জানাতে বাধ্য। হয়ত যে শুনল সে যে বলল তার চেয়ে বেশি উপকৃত হবে। পৃথিবীর তাবৎ ইমাম সাহেব, বক্তা, গবেষক, লেখক এমনকি আমাদের মত পাতি লেখকরাও এই কাজই করছেন। যার ভাল না লাগে তিনি গ্রহণ না করলেই হোল। Happy ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
133983
হতভাগা লিখেছেন : আল্লাহ তায়ালা পবিত্র ক্বুরআনে এটাও বলেছেন যে , তোমরা যা বল তা তোমরা কর না কেন ?

১. কোন টা পছন্দ : আপনাকে না জানিয়ে আপনার স্বামীর ২য় বিয়ে করা না কি আপনার অনুমতি নিয়ে করা ?

২. কোন টা পছন্দ : আপনার স্বামী একেবারে না পারতে /বাধ্য হয়েই আপনাকে প্রহার করলো - এ ব্যাপারে চুপ থাকা না কি তার এগেইনস্টে মামলা ঠুকে দেওয়া ?

২. কোন টা পছন্দ : ভাই পাবে আপনার দ্বিগুন না কি সমান সমান ?


কবিরা এখানেই নিরব হয়ে যায়
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৪
134190
রেহনুমা বিনত আনিস লিখেছেন : জ্বী ভাই, অপ্রাসঙ্গিক কথা বললে কবিরা নীরব হয়ে যান কেননা 'রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম'। আসসালামু আলাইকুম।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২০
134351
হতভাগা লিখেছেন : তিতা কথা সব সময় অপ্রাসঙ্গিকই হয় ।

ওয়ালাইকুম আস্‌সালাম
180633
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
দারুন! পোষ্ট । আমরা অনেকেই কোরান পড়ি কিন্তু কোরানের অন্তর্হিত অর্থ কয়জনইবা অনুধাবন করার চেষ্টা করি । আমরা যারা কোরানের অর্থ বুঝি তারাইবা কয়জন আমল করার চেষ্টা করি।
আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিআ আমালান মোতাকাব্বেলা রিজকান তৈয়েবা।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
133438
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনার উৎসাহদায়ক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
এই দু'আটা আজ সকালেই শিখলাম, সামান্য হেরফের আছে Happy
180634
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
133797
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy Good Luck Good Luck
180651
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : এইসব গুণাবলী অর্জন করতে খুব ইচ্ছে করে। কিন্তু মানবিক দূর্বলতার কাছে নিত্য পরাজিত আমি কি পারব কাঙ্খিত সেই মানে পৌঁছাতে? Sad

তবুও আমরা আশাবাদি। আত্মগঠনের জন্য এই গুণাবলী অর্জনের বিকল্প নেই।একমাত্র মহানপ্রভুর দয়া ও রাহমাত ছাড়া আর কিছু দিয়েই সে স্তরে পৌঁছানো সম্ভব নয়।

ধন্যবাদ Rose Good Luck Praying Praying Praying
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০১
133798
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ঠিক বলেছেন আপা। মানবিক দুর্বলতার দিক থেকে আপনার চেয়ে আমি অনেক বেশি দুর্বল। দু'আ করবেন আমার জন্য Praying Praying Praying Good Luck Good Luck
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৭
133850
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনি অবশ্যই আমার চাইতে বেশি সবল। মহান আল্লাহ আমাদের সবাইকে চেষ্টা করার তাওফিক দান করুন। আমীনPraying Praying Praying
180655
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৯
ইমরান ভাই লিখেছেন : গতকাল শুক্রবার জুমআর সালাহ আদায় করেছি শায়খ শহীদুল্লাহ খান মাদানীর ইমামতিতে। মাশাআল্লহ খুব সুন্দর বক্তব্য রেখেছেন শায়খ।
তার একটি কথা এখানে লিখছি।

শায়খ বললেন, জীবিত অবস্থায় কোরআনকে বুঝলাম না মানলাম না সে অনুযায়ী জীবন গড়লাম না অথচ মরনের পরে কোরআন পড়ার ছরাছরি।
হাফেজ ডেকে কোরআন ক্ষতম করায়ে সওয়াব হাসিল করে যেনো মৃতকে জান্নাতে পাঠাবে।

আসলে এই কোরআনেকে ক্ষতম করার অর্থ তাদের কাছে ভাল হলেও আমরা বলবো, "সত্যি কোরআনকে ক্ষতম করে দেয়া হচ্ছে জীবন থেকে"

জীবিত অবস্থায় কোরআনের কোন অনুশাসন,আইন,উপদেশ কাজে লাগলো না অথচ মরার পরে কোরআন কি কাজ দিবে?
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১০
133547
ইবনে হাসেম লিখেছেন : সোবহানাল্লাহ। অতি উত্তম কথা। ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৬
133799
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ঠিক বলেছেন ভাই। কুর'আন দেয়া হয়েছে আমাদের জীবনের পথ দেখানোর জন্য। আমরা অধিকাংশ ক্ষেত্রে কোনক্রমে একবার কুর'আন খতম করে কুর'আনের সাথে সম্পর্কই খতম করে দেই। মৃত্যুর পর কুর'আন তাহলে আমার আর কি কাজে লাগবে? সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
180670
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৩
আহমদ মুসা লিখেছেন : অনেক উপকারী একটি পোস্ট। খুব সুন্দর করেই উপস্থাপন করেছেন। এই মুহুর্তে জোহরের নামাজের সময় হয়েছে। নামাজ এবং দুপুরের খাবার গ্রহণের জন্য কিছুক্ষুণ বিরতি দিবো। ইনশায়াল্লাহ তখন আবার মন্তব্য করবো।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৭
133801
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ধন্যবাদ ভাই, দু'আ করবেন কোন একটা মানে যেন পৌঁছতে পারি Praying Praying Praying
180675
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
বিন হারুন লিখেছেন : নামাজে মনোযোগ, বাজে কাজ ও বাজে কথা এড়িয়ে চলা, সাদাকার মাধ্যমে নিজেকে এবং নিজের সম্পদকে পবিত্র করা, চরিত্রের পবিত্রতা রক্ষা করা, অন্যের বিশ্বাস সংরক্ষনের প্রতি যত্নশীল হওয়া, কথা দিয়ে কথা রাখা এবং নামাজের প্রতি যত্নশীল হওয়া।
হে আল্লাহ আমাদেরকে শক্তি দিন আমরা যেন এসব গুণে গুনান্বিত হতে পারি.
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৮
133802
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Praying Praying Praying Praying Praying Praying Praying Praying Praying Praying Praying Praying
১০
180683
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৭
সজল আহমেদ লিখেছেন : আপু পোস্টটা ভাল লাগল।প্রিয়তে রেখে দিলুম।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৯
133803
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমার জন্য দু'আ করবেন যেন এর কোন একটা মানে পৌঁছতে পারি Praying Praying Praying
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৫
133810
সজল আহমেদ লিখেছেন : দুআ অবশ্যই করি।আপনিও করবেন আমার জন্য।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৭
133820
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Praying Praying Praying
১১
180697
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পুরো লিখাটার পড়লাম এবং অনুধাবন করলাম। অন্ধের শত্রু থাকে কেননা সে কথা বলতে পারে, তাই জিহ্বার কারণে শত্রু সৃষ্টি হয় কিন্তু বোবার চোখ থাকার পরও তার কোন শত্রু থাকেনা কেননা তার জিহবা শত্রু সৃষ্টিতে কাজে লাগেনা। আপনার শুরুর কথাটি পড়তে গিয়ে মনে পড়ল। গুরুত্বপূর্ন পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১০
133804
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পোস্টটি পড়ার এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
১২
180713
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২০
বাকপ্রবাস লিখেছেন : জিহ্বার অপব্যাবহার আর ধর্ম ঈশাণ অনুশীলনে অনেক ঘাটতি থাকার কারনে মন্তব্য করতে লজ্বাবোধ করছি, তবুও এমন লিখা অনেককেই মনে করিয়ে দেবে যা করছি তা কি ঠিক হচ্ছে? যা করছি তা কি করা উচিত? এমন করে চিন্তায় প্রভাব ফেলবে সেটা অবশ্যই মনে করি, মানুষের সেই বদলে যাবার যে একট ফল বা সওয়াব তার ভাগীদার নিশ্চয় আপনার লিখাটাও পাবে যারা কিছুটা হলেও উপলব্ধি করবে লিখাটা পড়ে
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৪
133808
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনি লজ্জা পাচ্ছেন? Surprised আমি তো আমার ঘাটতিগুলো জনসমক্ষেই তুলে ধরলাম! Worried কিন্তু আল্লাহই তো বলেছেন, 'উপদেশ দান করুন, হয়ত তাতে কারো উপকার হতে পারে। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে। সে মহাঅগ্নিতে প্রবেশ করবে’ (সূরা আলাঃ আয়াত ৯-১২)। সুতরাং, আমাদের সবার সবাইকে সাহায্য করার এবং সবাই সবার জন্য দু'আ করার চেষ্টা করতে হবে। তাহলে হয়ত আমরা সম্মিলিতভাবে কোথাও পৌঁছতে পারি Happy Praying Praying Praying
১৩
180719
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
মিজবাহ লিখেছেন : পড়া শেষ করে চোখের পানি ধরে র্রাখতে পারলামনা। হে আল্লাহ আমাদের সবাইকে উপরোক্ত যোগ্যতা অর্জনের তওফিক দান করুন।আমিন।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৪
133809
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমীন Praying Praying Praying Praying Praying Praying Praying
১৪
180729
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৪
ইবনে হাসেম লিখেছেন : সুবহানাল্লাহ। খুব খুব জরুরী এবং কার্যকর একটি পোস্ট দিয়েছেন আপা। সব ব্লগাররাই এ থেকে ফায়দা হাসিলে সচেষ্ট হবেন আশা করি, এবং মহান আল্লাহ এ থেকে আপনাকেও সওয়াব দান করবেন, এটা আমার নিশ্চিত বিশ্বাস।
ভালো কাজে প্রতিযোগিতা করার অনুমতি আছে। কিন্তু কিভাবে প্রতিযোগিতা করবো। স্মরণ শক্তি যে একেবারেই কাঁচা, কিছু মুখস্থ হয় না এখন। দোয়া করবেন যেন ভালো ভালো আয়াত এবং দোয়া কালামগুলো মুখস্থ করে আপনার সাথে প্রতিযোগিতা করতে পারি...
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৩
133815
রেহনুমা বিনত আনিস লিখেছেন : নিজের ওপর আত্মবিশ্বাসের এই অভাব শয়তানের কাজ। ঐ অসভ্যটার কথায় বিশ্বাস করবেন না তো ভাই। প্রতিদিন এক বা দুই আয়াত করে মুখস্ত করুন। প্রয়োজন হলে একবারে দুটি করে শব্দ মুখস্ত করুন। আরবী আংশিক বুঝলেও অবশ্য মুখস্ত করা অনেক সহজ হয়ে যায়।
সূরা মুমিনূনের আয়াতগুলো এবং সূরা মা'রিজের উল্লেখিত আয়াতের অর্ধেকই একই। তাছাড়া বাক্যগুলো অত্যন্ত সংক্ষিপ্ত। আমার মত গাধাও মুখস্ত করতে পারে। সুতরাং, আপনি নির্ভয়ে এগিয়ে যান। পড়ার সময় অর্থসহ পড়বেন, তাহলে সহজেই মুখস্ত হবে ইনশা আল্লাহ। আর সূরা ফুরকানের একটা আয়াত তো আপনি অলরেডি পারেন, ‘রাব্বানা হাবলানা মিন আজওয়াযিনা ওয়া জুররিয়াতিনা ...’ Happy
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৪
134105
ইবনে হাসেম লিখেছেন : দেখি, আপুটা যখন এতো দরদ দিয়ে বুড়ো ভাইকে বললো, তখন তো চেষ্টা চালিয়ে যেতেই তবে, ইনশাআল্লাহ্
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫২
134845
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌! আমার সাহসী ভাইটি পারবেন ইনশা আল্লাহ্‌ Happy একটি আয়াত শেখা হলে সেটিই নামাজে ব্যবহার করতে শুরু করুন, সূরা ফাতিহার পর তো আপনি যতগুলি ইচ্ছা সূরা পড়তে পারেন Happy কিন্তু এতে লাভ হবে এই যে আয়াতগুলো আর ভুলে যাবার সুযোগ থাকবে না Happy
১৫
180772
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : যাযাকুমুল্লাহ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৪
133816
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া ইয়াকা Happy Good Luck
১৬
180796
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ ,অনেক সুন্দর লিখা
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৯
133823
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy Praying Praying Praying Good Luck Good Luck
১৭
180811
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
শিকারিমন লিখেছেন : আপনার লিখাটি খুব মনোযোগ দিয়ে পরলাম। নিজেই নিজেকে প্রশ্ন করলাম আমরা আল্লাহ কে স্বীকার করি ঠিক ই ,কিন্তু যে কর্ম গুলো করলে আল্লাহ কে স্বীকার করার পূর্ণতা পায়। তা কি আসলেই আমি করছি পরিপূর্ণ ভাবে ? ইসলামী দৃষ্ঠি কোন হতে আমার মান কোথায় ?
আল্লাহ আমাকে কথা , কাজে চরিত্রে, ঈমানে পরিপূর্ণ মুসলিম হওয়ার যোগ্যতা দান করুন।
ধন্যবাদ আপনাকে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫০
133886
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমীন Praying Praying Praying
নিজের কাছে জবাবদিহিতাই পরকালের জবাবদিহিতার উত্তম প্রস্তুতি Angel
১৮
180874
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : অত্যন্ত গুরুত্বপুর্ণ চিন্তাগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। চেষ্টা করি সঠিক পথে চলার, উত্ত চরিত্র গঠন করার। কিভাবে যেন অমনোযোগী হয়ে যাই, আবার চেষ্টা করি- এভাবেই চলছে। তব সজ্ঞানে আল্লাহর সাথে কাউকে শরীরক করা থেকে বিরত থাকতে পেরেছি বলে মনে হচ্ছে।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৪
133887
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমরা বার বার চেষ্টা করি, বার বার ভুলে যাই, কিন্তু ফিরে ফিরে আসাটাই আল্লাহ্‌ পছন্দ করেন। আল্লাহ্‌ আমাদের কবুল করে নিন, আমীন Praying Praying Praying
১৯
180889
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজের চরিত্র গঠনের জন্য পারিপার্শ্বিকতার একটি বড় প্রভাব রয়েছে। দুঃখ জনক হলেও সত্যযে আমি লক্ষ করেছি আমাদের পুর্ববর্তি প্রজন্মের বিশেষ করে নারীদের মধ্যে সন্তান এর প্রতি ভালবাসার নামে তার চরিত্রগঠনের দিকে মনোযোগ না দেওয়ার একটি সংস্বৃতি রয়েছে। যা এই প্রজন্মের নারীদেরও আবিষ্ট করে তুলেছে। যার কারনে টিভি সিরিয়ালে ব্যস্ত সবাই। অথবা কর্পোরেট দুনিয়ার প্রমোশন এর খোঁজে। নিজের চরিত্রের দিকে তাকানর সময়ও নাই আর সন্তানের দিকে তাকাবেন। আর্থিক অবস্থা যাই হোক এই অবস্থা এখন সবখানেই। ছোটবেরা থেকেই সন্তানকে বিনয়ি হওয়ার পরিবর্তে অন্যকে পরাজিত করার যে শিক্ষা দেওয়া হচ্ছে তাতে চরিত্র গঠনের সুযোগ কোথায়? নিজের ও অন্যের অধিকারের প্রতি সচেতন না হয়ে নিজেই সবকিছূ পাওয়ার চেষ্টা মানুষকে তার নিজের দোষগুলির প্রতি উদাসিন করে তুলে।
অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৪
134846
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ঠিক বলেছ! তবে পূর্ববর্তী প্রজন্মের মায়েরা সিরিয়াল না দেখলেও সন্তানের দোষ গোপন করে বা 'ঠিক হয়ে যাবে' টাইপের চিন্তাভাবনার ফলে শাসন না করে সন্তানদের মাঝে চারিত্রিক গুনাবলী বিকাশের চেয়ে তাদের বিগড়ানোতেই ভূমিকা রাখতেন বেশি। Yawn Yawn
২০
181027
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১৮
তারাচাঁদ লিখেছেন : আপনার পোস্ট পড়লাম, এবং একই সাথে মুশকিলেও পড়লাম । চরিত্র বিষয়ক এক ঝাঁক কথা মাথার উপর এসে পড়েছে । মন্তব্য লিখতে গিয়ে এত কিছু লেখা আমার মত মানুষের পক্ষে সম্ভব নয় ।
তবে এ ধরণের লেখার খুব প্রয়োজন ছিল । দাড়ি পাঞ্জাবি এবং নেকাবের দৈর্ঘ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে-- এমন কথা কোরআন হাদীসে আমি পাইনি । তবে এটা পেয়েছি, মানুষকে জান্নাতে প্রবেশ করাবে দুটি জিনিষ এক. তাকওয়া দুই. উত্তম চরিত্র ।
আপনি ঠিকই বলেছেন, সুরা মুমিনুন এবং মাআরিজের ঐ আয়াতগুলোর মধ্যে সামান্য শব্দগত পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য নেই । এগুলোর হেফাজত করলে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা স্বয়ং আল্লাহ আমাদের দিয়েছেন ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৯
134851
রেহনুমা বিনত আনিস লিখেছেন : মন্তব্য লিখতে গিয়ে এত কিছু লেখা আমার মত মানুষের পক্ষে সম্ভব নয় - আমরাও চাইনা আপনি মন্তব্যের পেছনে আপনার মূল্যবান সময় নষ্ট করুন (তাই বলে একেবারে মন্তব্য করবেন না তা হবেGood Luck Good Luck না, সংক্ষিপ্ত মন্তব্য হলেও চাই) বরং আপনি এই বিষয়ে একটি পোস্ট লিখে ফেলুন, অনুরোধ রইল Praying Praying Praying
আমরা মূল জিনিস বাদ দিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে তর্কবিতর্ক করে ইসলামকে যেমন কঠিন করে ফেলেছি তেমনই নিজেদের মাঝে বিভেদের দেয়াল রচনা করছি। ফোকাসটা সঠিক জায়গায় নিয়ে আসা দরকার। Happy Good Luck Good Luck
২১
181072
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
আইমান হামিদ লিখেছেন : সদিচ্ছা, চিন্তা, কথা এবং কাজের সমন্বয় করাটাই মূল কথা।
চারটির মধ্যে অমিল থাকলেই একের পর এক নতুন সমস্যা সৃষ্টি হতে থাকবে।

তথ্য এবং তত্ত্ব সহযোগিতা নিলাম
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৯
134852
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ Happy
২২
182371
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:১২
উম্মু রাইশা লিখেছেন : আমাদের ঠিক আগের সপ্তাহের হালাকাতে এই বিষয়টা নিয়ে আলোচনাহচ্ছিল। আমার সবচেয়ে সমস্যা প্রতিক্রিয়াশীল হওয়া,আর বাকীগুলিও আছে।বয়স হচ্ছে,ভুলের বোঝা বাড়ছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০১
134853
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বয়স হলে বুঝ বাড়ে, প্রতিক্রিয়াশীলতা কমে। আপনি যেহেতু নিজের ভুলের ব্যাপারে সচেতন, আপনি শীঘ্রই নিজেকে ভুলের উর্ধ্বে নিয়ে আসতে পারবেন ইনশা আল্লাহ্‌ Happy
২৩
182554
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাশাআল্লাহ, কি বলব মেজ আপু, আপনার পোষ্টের প্রতিটা শব্দ আমার কাছে মুক্তা বলেই মনে হয়েছে।
আমি যেন সেই প্রিয় কথা শিল্পীকে অন্যরূপে দেখলাম ।
আশা করি এজাতিয় লেখা অব্যাহত রাখবেন।
একজন বিউটিশিয়ান যদি নিজের মেয়েকে, বোনকে সাজায় তাহলে সেখানে কি আন্তরিকতার ছোঁয়া থাকবে না ?
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩০
135311
রেহনুমা বিনত আনিস লিখেছেন : কথাগুলো তো ভাল লাগবেই ভাই যেহেতু এই কথার শিল্পী আল্লাহ্‌ স্বয়ং Happy আমি তো কেবল আরবী থেকে বাংলা করেছি!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১৬
135836
সাদিয়া মুকিম লিখেছেন : Crying Crying Crying Crying
২৪
182777
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
সাদিয়া মুকিম লিখেছেন : ঈমান শানিত করে এমন অতুলনীয় পোস্টটির জন্য জাযাকিল্লাহ আপু! দোআ করবেন আমাদের জন্য! Good Luck Love Struck Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩২
135312
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমার জন্য দু'আ কোর, তোমরা হঠাৎ সদলবলে ব্লগ ত্যাগ করলে কেন? আমিও তাহলে হারিয়ে যাব কিন্তু Waiting Waiting
২৫
182984
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : যে ইবাদত উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায় না সে যান্ত্রিক মানুষের মত হয়ে যায়, যার কোন অনুভূতি এবং আত্মা নেই। ইসলামে ইবাদতসমূহ চরিত্রের সাথে কঠোরভাবে সংযুক্ত। কোরআন ও হাদিসে নৈতিকতার প্রতি যে গুরুত্বারোপ করা হয়েছে,উন্নত নৈতিক গুণাবলী মেনে চলার যে ফজিলত বর্ণনা করা হয়েছে তা কারও জানার মধ্যে নয় বরং মানার মধ্যেই রয়েছে যথার্থ সার্থকতা। আল্লাহ্‌ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। সচেতন করার জন্য জাযাকাল্লাহ। Good Luck Love Struck Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৩
135313
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমার জন্য দু'আ করবেন যেন আমি ন্যূনতম একটা নৈতিক মানে পৌঁছতে পারি Praying Praying Praying
২৬
183101
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২০
রোদেলা দুপুর লিখেছেন : Alhamdulillah. Jazakillahul khairan........excellent post (Masha'allah)
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
136025
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনি কি নতুন ব্লগার? তাহলে ব্লগে স্বাগতম Good Luck আর যদি ভুল করি তাহলে আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ Happy
২৭
185864
০৩ মার্চ ২০১৪ রাত ০৪:০৩
সাদাচোখে লিখেছেন : এমন একটি বিষয়ে এত্তো সুন্দর ও সাবলীল করে লিখলেন যে - পড়ার পর আমার মনে যে প্রশ্নটি উদয় হল - পাঠক হিসাবে আমরা কি আপনাকে একজন গল্পকার হিসাবে দেখবো, নাকি নিবন্ধকার হিসাবে? আপনার লিখার কোন শক্তি আখেরাতে আপনার পাঠকের বেশী উপকার করবে? কোনটি মূলতঃ বেশী প্রভাব বিস্তারকারী?

আল্লাহ আপনার মাধ্যমে ইসলামের দাওয়ার কাজে গতি আনুক - এই প্রার্থনা করছি।
০৩ মার্চ ২০১৪ সকাল ০৮:২৫
137757
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি আসলে কিছুই নই ভাই। তবু আল্লাহ্‌ দয়া করে একটা মগজ দিয়েছেন, তাতে নানারকম ভাবনা আসে, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভাল লাগে, যদি আপনাদের মনে কিছু ভাবনা জাগাতে পারি তাতেই সার্থকতা। দু'আ করবেন Praying Praying Praying
২৮
186864
০৪ মার্চ ২০১৪ রাত ১০:৪৫
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ।
আমার কি যে ভালো লাগছে আমি আপুর তিনটি বই কিনেছি।
১, বিয়ে।
২, নানান রঙের মানুষ।
৩, একগুচ্ছ গোলাপ।
আপু আপনার বিয়ে বইটি পড়া শুরু করেছি।
খুউব ভালো লাগছে। বেশি ভালো লেগেছে "যে সৌন্দর্য্য দিয়ে কি লাভ যা অন্তর পর্যন্ত বিস্তৃত নয়" এই লাইনটি বারবার মাথায় আঘাত করছে।
"নামটা বিন/বিনত এটাও খুব ভালো লেগেছে" -আমাল করবো ইনশাআল্লাহ।
দেখেন আমার প্রিয় একটি নাম রাহিক।
আপনার রাহি।
বইটি শেষ করে এই পর্বটি পড়বো।
আপাতত আপনার পোষ্টে হাজিরা দিয়ে গেলাম
Good Luck সত্যিই পাঠক তার প্রিয় বইগুলো অন্নেক কষ্ট হলেও সংগ্রহ করে নেয়Good Luck Happy
পোষ্ট বহির্ভূত মন্তব্যGood Luck Time Out Time Out
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪৯
138684
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ ভাই, আপনার এই পোস্ট বহির্ভুত মন্তব্য যে মনে কি আনন্দের ঢেউ জাগিয়ে গেল আপনি বুঝবেন না। কেউ যখন আগ্রহ করে পড়ে, বিশ্লেষণ করে ত্রুটি বিচ্যুতি এবং সাথে কিঞ্চিত ভাল কথা জানায়, তখন অনেক অনেক ভাল লাগে। বিয়ে বইটা আলহামদুলিল্লাহ্‌ সবাই ভালভাবে গ্রহন করেছেন, এটি আমার প্রথম বই। বাকী দু'টোর ব্যাপারে তেমন কেউ জানাননি, সম্ভব হলে একটা মন্তব্য জানাবেন প্লিজ। আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এত কষ্ট করে বইগুলি সংগ্রহ করার, পড়ার এবং জানানোর জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File