২১শে ফেব্রুয়ারী রাতে (সম্পূর্ণ কাল্পনিক)

লিখেছেন লিখেছেন মদীনার আলো ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪৪:২৭ সকাল



কোন এক

২১শে ফেব্রুয়ারী রাতে শহীদ

মিনারে ফুল দিতে যাচ্ছিলাম । হঠাত

পথ

আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত,

শফিউর

--- ¤রফিক -- কই যাও?

¤ আমি -- জ্বী, শহীদ মিনার এ

যাচ্ছি ফুল

দিতে ।

¤সালাম -- ফুল দিয়ে কী হবে?

¤ আমি -- না, মানে... আপনাদের

স্মরণ

করা হলো । আপনাদের

আত্মা শান্তি পাবে ।

¤বরকত -- হা হা হা, কুরআন-হাদীস

এর কোথাও

লেখা আছে, ফুল দিলে আত্মা-র

শান্তি হয়?

কখনো কি কবর জিয়ারত করেছো? দুই

রাকাত

নামাজ পড়ে আমাদের জন্য

দোয়া করেছো???

¤ আমি -- জ্বী… না, মানে…

¤রফিক -- হুমম... প্রতি বছর কত

টাকার ফুল

দিয়ে এভাবে তোমরা শ্রদ্ধা জানাও?

¤ আমি -- জ্বী, কোটি টাকার

উপরে তো হবেই

সারা দেশ এ !!!

¤শফিউর -- আচ্ছা, আমার

মা যে চিকিৎসার

অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ

নিয়েছে?

¤সালাম -- আমার আত্মীয় স্বজন-

রা যে রিকশা চালিয়ে,

দিনমজুরী করে জীবিকা নির্বাহ করে,

তার

কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন

তো দিছেন

আপনারা । আপনাদের আত্মীয়-স্বজন

তো দেয়

নাই । তাদের খোঁজ কেন নিবো?

¤বরকত -- যুদ্ধ

তো করছে মুক্তিযোদ্ধা-রা ।

তাদের নাতি-পুতি রা এতো সুযোগ-

সুবিধা পায়

কেন তাহলে?

¤শফিউর -- বাদ দাও তো বরকত !!!

ওদেরকে বেশি উস্কে দিও না ।

বেশি উস্কালে হয়তো "নতুন প্রজন্মের

মুক্তিযোদ্ধা"-র মতো "নতুন

প্রজন্মের

ভাষা সৈনিক" নামেও

তারা আরেকটা পার্টি বানাবে নিজেদের

স্বার্থে, কিন্তু এতে তোমার-আমার

আত্মা ও

আত্মীয়ের কোনই মঙ্গল নেই, শুধুই

তামাশা !!!...... .

.

.

এই কথোপকথন শুনে নিয়ত পরিবর্তন

করে শহীদ

মিনারে যাওয়ার

বদলে মসজিদে গিয়ে ফরজ

নামাজ এর পর ২ রাকাত নফল নামাজ

আদায়

করে তাদের রুহ এর মাগফিরাত

কামনা করে বিশেষ মুনাজাত

করে আসবেন।

ফেসবুক থেকে সংগৃহিত

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180685
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৯
সজল আহমেদ লিখেছেন : আমরা কি কভু ভুলতে পারি তাদের অবদান?
দেশের জন্যি যারা দিয়েছেন প্রাণ।
180698
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর সংগ্রহ ভাল লাগল।
180807
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File