ভাষার কদর
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩০:৩৬ সকাল
আমরা হলাম বাংলাদেশী, বাংলা মেদের ভাষা,
এই ভাষাতেই লিখন লিখি, ব্যক্ত করি আশা৷
বাংলা মোদের মায়ের ভাষা, তাইতো ভাল বাসি,
এই ভাষাতেও গ্রন্থ পূঁথি রয়েছে রাশি রাশি৷
এই ভাষাতেই হচ্ছে লেখা নিত্য দিনের কথা,
এই ভাষাতেই মঞ্ছ কাঁপে উঠলে নেতা সেথা৷
এই ভাষারই বিজয় চেয়ে জীবন দিল যারা,
তারা মোদের স্মরণীয়, বরণীয়ও তারা৷
ভাষার মাসে তাদের কথা জাগাই মোদের মনে,
অন্য ভাষা লুকিয়ে রাখি ড্রইং রুমের কোণে৷
আলপনাতে সাজাই বেদী, মিনারে দিই ফুল,
ধুয়ে মুছে সাফাই করি, বছর ভরা ধূল৷
বর্ণমালা শাড়ী পরি, উল্কি আঁকি গালে,
পাঞ্জাবী আর পায়জামাটা না হলে কি চলে!
খালি পায়ে রাস্তা হাঁটি, মধ্য রাতে গিয়ে,
শহীদদেরে বরণ করি ফুলের মালা দিয়ে৷
আমরা জানি ভাষার কদর, তাগের মহীমা,
অবাক চোখে বিশ্ব দেখে মোদের গরিমা৷
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা ড্রইং রুমের বাংলা যেন কী?
আমরা হলাম আজব জাতি দুনিয়ার সেরা চিজ
ভাষার জন্য ত্যাগী যারা করেছি তাদের ফ্রিজ
ধনী-গরীব মজুর শ্রমিক চাষা
বাংলা যাদের গান কবিতার ভাষা।
লিপিগুলো রক্তে যাদের কেনা
থাকবে জাতি চিরদিনই দেনা।
মায়ের ভাষায় কি যে মধুর প্রাণ
লিখবো ছড়া গল্প কথা গান।
উল্লাসে প্রাণ চলছে কথা কাজ
গর্বিত বেশ আমরা জাতি আজ।
অবহেলায় দিচ্ছি চাপা অন্য ভাষা দিয়ে৷
নকল করা জাতি মোরা তাইতো নকল করি,
অন্য ভষার কৃষ্টি এনে আপন ঘরে ভরি৷
ছড়া মেলানোর জন্য আপনাকে ধন্যবাদ৷
ধুয়ে মুছে সাফাই করি, বছর ভরা ধূল৷
বর্ণমালা শাড়ী পরি, উল্কি আঁকি গালে,
পাঞ্জাবী আর পায়জামাটা না হলে কি চলে!
খালি পায়ে রাস্তা হাঁটি, মধ্য রাতে গিয়ে,
শহীদদেরে বরণ করি ফুলের মালা দিয়ে।
দারুণ কবিতা, তবে আমি কবিতা লিখতে পারিনা।
মন্তব্য করতে লগইন করুন