ভাষার কদর

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩০:৩৬ সকাল



আমরা হলাম বাংলাদেশী, বাংলা মেদের ভাষা,

এই ভাষাতেই লিখন লিখি, ব্যক্ত করি আশা৷

বাংলা মোদের মায়ের ভাষা, তাইতো ভাল বাসি,

এই ভাষাতেও গ্রন্থ পূঁথি রয়েছে রাশি রাশি৷

এই ভাষাতেই হচ্ছে লেখা নিত্য দিনের কথা,

এই ভাষাতেই মঞ্ছ কাঁপে উঠলে নেতা সেথা৷

এই ভাষারই বিজয় চেয়ে জীবন দিল যারা,

তারা মোদের স্মরণীয়, বরণীয়ও তারা৷

ভাষার মাসে তাদের কথা জাগাই মোদের মনে,

অন্য ভাষা লুকিয়ে রাখি ড্রইং রুমের কোণে৷

আলপনাতে সাজাই বেদী, মিনারে দিই ফুল,

ধুয়ে মুছে সাফাই করি, বছর ভরা ধূল৷

বর্ণমালা শাড়ী পরি, উল্কি আঁকি গালে,

পাঞ্জাবী আর পায়জামাটা না হলে কি চলে!

খালি পায়ে রাস্তা হাঁটি, মধ্য রাতে গিয়ে,

শহীদদেরে বরণ করি ফুলের মালা দিয়ে৷

আমরা জানি ভাষার কদর, তাগের মহীমা,

অবাক চোখে বিশ্ব দেখে মোদের গরিমা৷

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180588
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনাকে
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
133616
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷
180593
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
133618
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ৷
180597
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
133619
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ রইল৷
180604
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৪
বিন হারুন লিখেছেন : অনেক অনেক ভাল লাগল Rose Rose
আচ্ছা ড্রইং রুমের বাংলা যেন কী? Thinking
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
133620
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷ সাজঘর হতেপারে, গ্রাম গঞ্জে বলে বাংলা ঘর৷
180606
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৮
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
133621
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্য হলাম৷ ধন্যবাদ৷
180622
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :
আমরা হলাম আজব জাতি দুনিয়ার সেরা চিজ
ভাষার জন্য ত্যাগী যারা করেছি তাদের ফ্রিজ
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
133624
শেখের পোলা লিখেছেন : না এতে কোনই গ্যাঞ্জাম নেই, খাঁটি কথাই কইছেন৷ ধন্যবাদ৷
180627
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৫
অজানা পথিক লিখেছেন :
ধনী-গরীব মজুর শ্রমিক চাষা
বাংলা যাদের গান কবিতার ভাষা।
লিপিগুলো রক্তে যাদের কেনা
থাকবে জাতি চিরদিনই দেনা।

মায়ের ভাষায় কি যে মধুর প্রাণ
লিখবো ছড়া গল্প কথা গান।
উল্লাসে প্রাণ চলছে কথা কাজ
গর্বিত বেশ আমরা জাতি আজ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
133626
শেখের পোলা লিখেছেন : গর্বিত আর গর্বকরি যে ভাষাটি নিয়ে,
অবহেলায় দিচ্ছি চাপা অন্য ভাষা দিয়ে৷
নকল করা জাতি মোরা তাইতো নকল করি,
অন্য ভষার কৃষ্টি এনে আপন ঘরে ভরি৷

ছড়া মেলানোর জন্য আপনাকে ধন্যবাদ৷
180628
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : বরাবরের মতই চমৎকার কাব্য। ধন্যবাদ Rose Rose Rose
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
133628
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷
180686
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫১
সজল আহমেদ লিখেছেন : অন্নেক ভাল লাগছে ভাই।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
133631
শেখের পোলা লিখেছেন : আপনাকে অন্নেক ধন্যবাদ৷ ভাল লাগায় ধন্য হলাম৷
১০
180699
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আলপনাতে সাজাই বেদী, মিনারে দিই ফুল,
ধুয়ে মুছে সাফাই করি, বছর ভরা ধূল৷
বর্ণমালা শাড়ী পরি, উল্কি আঁকি গালে,
পাঞ্জাবী আর পায়জামাটা না হলে কি চলে!
খালি পায়ে রাস্তা হাঁটি, মধ্য রাতে গিয়ে,
শহীদদেরে বরণ করি ফুলের মালা দিয়ে।

দারুণ কবিতা, তবে আমি কবিতা লিখতে পারিনা।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
133632
শেখের পোলা লিখেছেন : টিপু ভাই, আপনার লেখার ছাঁচতলাতেও যদি যেতে পারতাম, তাহলে কিছু পারি বলে মনে করতাম৷ আমার অখাদ্য পড়তে আসায় ধন্যবাদ৷
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
133894
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমি বহুদিন চেষ্ট করেছি কবিতা লিখার জন্য, বরবারই ব্যর্থ হয়েছি। পরে বুঝতে পারলাম এ কাজ আমাকে দিয়ে হবেনা। আপনি কবিতা লিখতে পারছেন বলে নিজের যোগ্যতাকে হালকা মনে হচ্ছে। অনেকে ভাববে কবিতা লিখা একটি ব্যাপার হল! আমি তো বলেই দিলাম আমি চেষ্টা করলে বড় সাহিত্য লিখতে পারব তবে কোনভাবেই কবিতা লিখতে পারবনা। এটা আল্লাহর একটি শ্রেষ্ঠ দান। রবীন্দ্রনাথ, নজরুল, ফররুখ, সুকান্তের কবিতা আমাকে দারুন ভাবে আলোড়িত করে। মতিউর রহমান মল্লিকের কবিতার মত গান একই ভাবে আমাকে শিহরীত করে।
১১
180798
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : সবই চেতনা।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
133633
শেখের পোলা লিখেছেন : হাচাই কইছেন৷ সামনে পিছনে ডানে বামে, নিদ্রায় জাগরণে৷ ধন্যবাদ লন৷
১২
180808
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমৎকার হয়েছে
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
133634
শেখের পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ রইল৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File