তুমি হলে দুবাই ওয়ালার বউ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০১:২২ বিকাল
ছোট বেলায় দেখেছি দুবাই ওয়ালা সেউন্না (সেনু) যখন দেশে আসতেন, তখন হৈ রৈ পড়ে যেত তার ঘরে আশে পাশে, দুর দুরান্ত থেকে আত্মিয়রা ভীড় জমাতো, তাকে দেখার জন্য অথবা কার জন্য কি এনেছে সেটার জন্য, তখন দুবাই ওয়ালা হেব্বি দাম ছিল, আমরা যখন ভাড়া বাসায় থাকতাম সিদ্দিক কলোনীতে, তার পেছনে বিরাট জায়গা কিনেছে লাল জাফর (জাফর দুইটা ছিল একটা কালা জাফর ব্যাবসায়ী অন্যজন দুবাইওয়ালা লালচে ফর্সা তাই লাল জাফর), অনেক ধনী, দুবাই ছিলেন, বিরাট যায়গা নিয়ে বাউন্ডারী দেয়া ঘর, পাশে ভাড়া বাসা, পুকুর আর খালি জায়গটাতে শখের শাক সবজি, বড়ই গাছ বাউন্ডারী লাগোয়া হওয়াতে আমরা ঢিলও মারতাম, এখন অবশ্য সেই দাপট আর নেই, দুবাই ওয়ালা হলে অনেক প্রশ্নবোধক চিহ্ন চলে আসে যদি বিয়ে শাদির ব্যাপার হয়।
আমার কলিগ সাইফুল ভাই / ব্লগার আইল্যান্ড স্কাই আগে ইউ এ ইতে ছিলেন, এখন কাতার, ওখানকার গল্প বলতে গিয়ে একটা মজার ঘটনা আমাদের খুব হাসায় তা হল একটা ডায়ালগ, জনৈক চট্টগ্রাম প্রবাসী, তার ঘরে বউ ননদ শ্বাশুড়ীদের হোম পলিটিক্স চলে আর প্রবাসী বউ এর পক্ষে থাকে, বউকে উপদেশ দিতে গিয়ে বলেন, " তুঁই একখান হতা মনত রাইবা, তুই অইলা দুবাই ওয়ালার বউ, কেউরে ছারি হতা নহইবা।" অনুবাদ করলে দাঁড়ায়, একটা কথা মনে রাখবে, তুমি হলে দুবাই প্রবাসীর বউ, কাউকে ছেড়ে কথা বলবেনা।
কথার সূত্রপাতের উদ্দেশ্য কিন্তু ভিন্ন, ব্লগার ফাতেমা আপু ২টা পোষ্ট দিয়েছেন প্রবাসী বউদের ব্যাক্তিগত, সামাজিক এবং পারিবারিক জীবন যাপনের সমস্যা এবং উত্তরনের উপায় নিয়ে নানান কমেন্ট ও পড়ছে, আমি মনে করি এই পোষ্ট স্টিকি হলে ভাল হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট উঠে আসছে সেখানে, আর আপুর বাস্তব উদাহরণ সম্বলিত ঘটনাবলিতো আছেই।
অথবা আমার পোষ্ট স্টিকি হলে আপুরটার লিঙ্ক আছে, যুক্তিবিদ্যার যুক্তিমত গরু ঘাষ খায় মানুষ গরু খায় সুতরাং মানুষ ঘাষ খায়, সমীর স্যারের কথা মনে পড়ে গেল, সেই কাষুন্দি অন্যদিন হবে, আগে দুবাই ওয়ালার বউ উদ্ধার হোক
প্রোষিতভর্তৃকা-২ লিঙ্ক : Click this link
বিষয়: বিবিধ
২০৫৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাতিমা আপুর ঐ পোস্ট এর দেখছি সুদূরপ্রসারী প্রভাব। ব্লগে এ প্রেক্ষিতে দু বা ততোধিক পোস্ট হয়েছে। আমিও একটা গল্প লেখতে বসলুম। হাহাহা।
মধ্যপ্রাচ্ছে থমকে আছি ইউরোপ যাইতাম চাই
(অহংকার বলতে চাইলাম)
অন্ততঃ দাবী উত্থাপনকারীর সম্মানার্থে কর্তৃপক্ষের উচিত এ দাবী মেনে নেয়া!
বাকপ্রবাসের(আমাদেরও) দাবী মানতে হবে-
প্রাসংগিক পোস্ট স্টিকি করতে হবে!!
ষ্টিকির লক্ষণ নাই থাক তবে থাক
আমরাই নাহয় পেরে ঠুকে দেব লটকে
মডু মামা দেখবে যখন উঠবে আৎকে
কারণ তার মা 'একজন দুবাইওয়ালার মা' এবং তার বোন 'একজন দুবাইওয়ালার বোন'
পোস্টের জন্য ধন্যবাদ
তার বন্ধুরা দুবাইওয়ালার বন্ধু
তার ব্লগ পাঠকরা দুবাইওয়ালার ব্লগ পাঠক?
আমি বলব প্রবাসীদেরকে প্রবাসেই থাকতে দেয়া হোক।
আলহামদুলিল্লাহ ছোট বোনেরা অপ্রবাসী স্বামীদের সাথে খুব সুখে আছে, কিন্তু রহমান আল্লাহ আমাকে দেশ ছাড়া করে প্রবাসী বানিয়ে দিয়েছেন ।
যাজ্জাকাল্লাহ খায়ের
যেসব প্রবাসী নানাবিধ অপারগতার কারণে দেশে স্ত্রী রেখে দীর্ঘ প্রবাস জীবন যাপনে বাধ্য হন তাদের প্রতি সহানুভূতির সাথে আমার পরামর্শ থাকে- কিছু ন্যুনতম পুঁজি জোগাড় করে দেশে গিয়ে অন্তত একটা সিএনজি ক্রয় করে তা চালিয়ে হলেও স্ত্রী সন্তানদের কাছে থাকার চেষ্টা করুন।
যারা স্ত্রীকে সাথে রাখার সমর্থ থাকা সত্বেও টাকা বাঁচিয়ে বাড়ী-গাড়ী আর দামী প্লট কেনার নেশায় মত্ত হয়ে প্রবাস নামের ঢং করেন তারাই বড় অপরাধী।
আবার অনেক তথাকথিত মাতা-পিতা ভক্ত পুরুষ আছে যারা মা-বাবার সেবার জন্য(!)সামর্থ থাকা সত্বেও নিজের সাথে প্রবাসে স্ত্রীকে রাখার প্রয়োজন বোধ করেন না।
সবচেয়ে বড় কথা হলো, বিবাহিত জীবনে সুখ-শান্তি এবং স্বামী-স্ত্রী একসাথে থাকতে পারার জন্য আল্লাহর নিকট সাহায্য কামনা করে সে আলোকে অগ্রসর হতে হবে। তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন।
তুঁই যায়বাগই বিদেশুত আঁরে ছারি
হাইল্লা ঘরুত ক্যানে থাইক্কুম আঁই
বিলের মাঝে একা একখান বারি
দুবাই ওয়ালার বউ’র গান
তুই কিল্লাই দুবাই যাইবার স্বপ্নের ভুবনত ডুব দ'র
যার গান তারে গাইত দ
দেশের মানুষ দেশের স্বপ্ন ছ
বিদেশ গিয়া বন্ধু
তুমি আমায় ভুইল না
চিঠি দিও পত্র দিও
জানাইয়ু ঠিকানারে...
কাঁদতে কেন চান?
ওইখানে গিয়া ডাইলে লবন দাও
মন্তব্য করতে লগইন করুন