আল্লাহ তাআলা বলেছেন, আমাকে ডাক, আমি সাড়া দেব। অথচ আমাদের ডাকে তিনি সাড়া দেন না কেন ?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:২৬:৩২ দুপুর
একদিন হযরত ইবরাহীম বিন আদহাম (রহঃ) কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা বলেছেন, আমাকে ডাক, আমি সাড়া দেব। অথচ আমাদের ডাকে তিনি সাড়া দেন না কেন ? উত্তরে তিনি বললেন, ১০ টি বস্তুর ব্যাপারে তোমাদের অন্তরের মৃত্যু হয়েছে তাই সাড়া দেন না।
১. তোমরা আল্লাহকে চিনেছ কিন্তু তার হক আদায় কর না।
২. তোমরা আল্লাহর কিতাব পড়, কিন্তু এর ওপর আমল কর না।
৩. তোমরা দাবি করো ইবলিস তোমাদের দুশমন, কিন্তু কার্যত তাকে ভালোবাস।
৪. তোমরা প্রিয় নবী রসুল সা.-এর মহব্বতের দাবি কর, অথচ তাঁর তরীকা ও সুন্নাতকে ত্যাগ করেছ।
৫. তোমরা দাবি কর যে, বেহেশতকে তোমরা ভালোবাস, অথচ তা হাসিল করার জন্য কোন আমল কর না।
৬. তোমরা দাবি কর যে, মৃত্যু অবধারিত বলে তোমাদের বিশ্বাস আছে অথচ এর জন্য প্রস্তুতি গ্রহণ কর না।
৭. তোমরা বল যে, দোযখকে তোমরা ভয় কর অথচ গুনাহের কাজ থেকে বিরত থাক না।
৮. অন্যের ভুল-ত্রুটি সম্পর্কে আলোচনায় তোমরা মশগুল রয়েছ অথচ নিজেদের ত্রুটির কথা একবারে ভুলে গিয়েছ।
৯. আল্লাহর রিজিক খাচ্ছ অথচ তাঁর শোকর আদায় কর না।
১০. তোমরা মৃত্যু ব্যক্তিদের লাশ দাফন করে থাক অথচ তা থেকে কোন শিক্ষা গ্রহণ কর না।
তাই আসুন, আমরা উপরোক্ত নসিহতগুলো গ্রহণ করে আমল করি এবং মেনে চলি।
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন