এসো পড়া শিখি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৪:১৩ দুপুর
A for Apple, B for Ball
C for কি হয় দেখি এবার বল,
C for Cat হয়, কুকুর দেখলে পালায়
ইদুর পেলে আচ্ছা করে ঘাড় মটকে খায়।
D for Doll , E for Eagle
F for কি? দেখি পার নাকি?
F for Father, পড়বনা আজ আর
দেখছনা বাবা এল দু’হাতে বাজার।
G for Gab, H for Hair
I for না জানলে, চুল টানব এবার,
I for Ice-Cream খেতে এবার দাও
নইলে কিন্তু পড়বনা খাতা কলম নাও।
(Gab for বাজে গল্প, বাচালতা)
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Z পর্যন্ত চাই। উমামা কে পড়াতে হবে এখন।
সকালে উঠে আমি এমনি করে মুখ ধুই।
থ্রি ফোর তিন চারি
আমি কি বই পড়তে পারি ?
ফাইভ সিক্স পাঁচ ছয়
না পারলে লোকে মন্দ কয়।
ধন্যবাদ
লুংগী ড্যান্স দিয়ে তখন মুচকি মুচকি হাসে
একটা আমাকে দিন
অন্যটা আপনি নিন
দারুন হয়েছে কবিতাটি
like it food
চালিয়ে দেন না
মন্তব্য করতে লগইন করুন