দ্য বুক অফ দ্য ডেড
লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৪:২১ দুপুর
অনেক অনেক আগে বহমান নীল নদের স্রোতের পাশে
ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু পুরোহিত; এই ইজিপ্টের বুকে;
হারিয়ে ফেলেছিল তারা, তাদের নীতি- নৈতিকতা সব
হয়তো তাদের পূর্ব পুরুষ ছিল ন্যায়ের আদর্শে ভরপুর।
তৈরী করেছিল তারা স্বর্গে যাওয়ার পাসপোর্ট
পাপাচার যতই হোক, এক অনন্য সুযোগ।।
"মৃতদের পুস্তক" ছিল সেই বইটির নাম,
স্বর্গসুখের মন্ত্রের ছিল আকাশছোঁয়া দাম।
প্যাপিরাসের গায়ে লিখা সেই অসংখ্য ফর্মুলা,
ওসিরিস ও রে'র শাস্তি এড়ানোর নিশ্চয়তা।
বর্তমানেও আছে এমন স্বার্থান্বেষী-মিথ্যাচারী
সত্যকে তাই খুঁজতে হবে মেলে দুটি আঁখি।
বিষয়: বিবিধ
১৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন