আক্রোশ (দুই)
লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৩:৩৬ দুপুর
আগের পর্ব
৩
রহিমা ঘামে ভিজে জবজবে হয়ে গিয়েছে। আর চিন্তা করতে ভালো লাগছে না। কখন যে সিরিয়াল আসবে আর ভাইভা শেষ হবে! হঠাৎ তিতলি দৌড়ে এসে বলল, রহিমা তুমি শুনেছ সাইফুল্লাহকে যে অজিত শাওন হেস্তনেস্ত করে ছেড়েছে? তোমাদের হিজাবীদেরও স্যার মোটেও পছন্দ করবে না।
পাশ থেকে বিরক্ত হয়ে আমাতুল্লাহ বলল, তোমাকে নিশ্চয়ই সাইফুল্লাহ কিছু বলেনি। তুমি কোথা থেকে জানলে?
তিতলি এক রাশ অবজ্ঞা নিয়ে বলতে শুরু করলঃ আরে নাহ। ও আরমানকে বলছিল তখন শুনলাম। সাইফুল্লাহ ঢুকেই নাকি ওর স্পেশাল লম্বা সালাম দিয়েছে। অজিত শাওন খুব বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে ছিল। তারপর চশমাটা ঠিক করে জিজ্ঞেস করেছে, নাম কি? বুঝতেই পারতেছ ও ওর সেই স্পষ্ট ভরাট গলায় উত্তর দিইয়েছে, সাইফুল্লাহ। তারপর সেই কথা নিশ্চয়ই আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে। কজ, সায়মা ম্যামের রুমটাই তো সেরকম। তারপরে আবার ভয়েসটা সাইফুল্লাহর ।
আমাতুল্লাহ তিতলিকে থামিয়ে দিয়ে বলল, ওকে... তারপর কি হইছে বল।
তিতলি বলতে শুরু করল, তারপর নাকি স্যার বলেছে হুম্ম, ঐতিহ্যবাহী নাম। তারপর পুরা ভাইভাটায়ই ইসলাম ধর্ম নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এন্ড আমাদের সাইফুল্লাহ হুজুর স্যারকে ব্যাপক লেকচার শুনিয়ে এসেছে। আর নিশ্চয়ই গোল্লা টাইপের নাম্বার অর্জন করে এসেছে। এন্ড বের হয়েও কি ভাব... সবাই জিজ্ঞাসা করছিল কেমন হল? সে একখান হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো। পরে সবার শত প্রশ্নে ডিটেইলস বলছে। বুঝাই যাচ্ছে পুরাই সেরকম খারাপ অবস্থা। আর সে কিনা বলে আল হামদু লিল্লাহ।
আমাতুল্লাহ হেসে বলে, ভালোতো। আরও খারাপ কিছুও তো হতে পারতো। প্রত্যেকটি ঘটনায় আল্লাহর নিয়ামতের কথা মনে করে আল্লাহকে শুকরিয়া জানানো কি আমাদের উচিত না?
তিতলি তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে বলে, অউফ! কার সামনে কি বলছি! তুমিতো একই পার্টি। ডিসগাস্টিং!!
তিতলির কথা গুলো আর রহিমার কানে ঢুকছে না। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কি জানি কি হয়। এরই মধ্যে রাবেয়া এসে বলে গেল, রহিমা তোর কিন্তু একটু পরেই সিরিয়াল। ছেলেদেরটা শেষ রাহি মাত্র ঢুকল।
(চলবে ইন শা আল্লাহ্)
পরের পর্ব
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন