দিন-লিপি

লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৪৩:৫২ বিকাল

ধুলো পরে যাওয়া অনুভূতি সব

বোবা কান্নার ছোটা- ছোটি,

নোংরা গালিচায় বসে কলোরব

এইতো আমার দিন-লিপি।

অস্থিরতার লোনা জলে

তোমার আমার সন্ধিক্ষনে

আন্তরিকতার বেড়াজালে-

তর্ক গুলো উড়ে চলে।

কটাক্ষের দৃষ্টিতে,

বিদায়ের সম্ভাষণে

স্নিগ্ধ হাসি ছলে,

ক্ষান্ত হই রণে।

নিজেরে জাহির করি

মনের পালঙ্কে বসে

মাঝে-সাঝে সঙ্গী থাকে

সমমনা কিছু কবি।

স্বস্তি কিংবা অস্বস্তি মেলে;

সত্য গ্রন্থ মাঝে চোখ রেখে।

আবার আমি বেরিয়ে পরি;

সত্য প্রতিষ্ঠায় দৃঢ় চিত্তে।

সাবধানেতে এগিয়ে চলি,

তবুও হয় ভুল-চুক।

সেতো হবেই মানুষ আমি,

এই নিয়েই সুখ-দুখ্‌।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File