ইরান বিপ্লব

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:২৫:০২ বিকাল

আজ ইরানের ইসলামী বিপ্লবের ৩৬ বছর পূর্ণ হল। ৯ জন আয়াতুল্লাহর ভূমিকা ছিল এই বিপ্লবে। যারা একই সাথে কুরআন এবং হাদীসের হাফেজ হয়, চারটি মাজহাবের উপর বিষেসজ্ঞ হয় এবং সামগ্রিক বিষয়ের উপর গভীর জ্ঞান থাকে তাদের আয়াতুল্লাহ বলে। বিপ্লবের আগে শুধুমাত্র আয়াতুল্লাহ খমিনীর পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই একলাখ ছাত্র বের করা হয়েছিল যারা সমগ্র ইরানের প্রশাসন এবং সকল গুরুত্বপূর্ণ পদে জায়্গা করে নিয়েছিল। এই সকল দূরদর্শী আয়াতুল্লাহদের কারণেই বোধহয় আজও ইরান টিকে আছে। একটু আগে বিপ্লব উপলক্ষে রুহানীর বক্তব্য শুনছিলাম আর এগুলো মনে পড়ছিল। এগিয়ে যাক ইরান তার যথার্থ লক্ষপানে।

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File