আক্রোশ (চার)

লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ১৬ মার্চ, ২০১৪, ১০:৫০:৪৮ রাত

আগের পর্ব



-আসসালামু আলাইকুম। আসবো?

জয়নাল স্যার তাকিয়ে বললেন, হ্যা আসো। নাম?

-আমাতুল্লাহ।

জয়নাল স্যার ও মাইন স্যার দুই একটা প্রশ্ন করে অজিত স্যারকে প্রশ্ন করতে বললেন। অজিত স্যার চশমাটা নাকের ডগা থেকে চোখের দিকে ঠেলতে ঠেলতে জিজ্ঞেস করলেনঃ ১০৬ নাম্বার কোর্সের নাম বলো?

-থিওরি অ্যান্ড প্রিন্সিপাল অফ সোশিয়লজি।

- কোন বই পড়েছ এই কোর্সের জন্য?

- টেক্সট হিসেবে শঙ্কর রাওয়ের বই পড়েছি।

-সামাজিক স্তরবিন্যাস কি জানোতো?

- জী স্যার।

- ওকে। এক কথায় একটা সংজ্ঞা দাওতো।

- যে প্রক্রিয়া দ্বারা সমাজের ব্যাক্তি বা গোষ্ঠী আভিজাত্যের দিক থেকে স্থায়ী ভাবে উঁচু ও নিচু স্তরে বিভক্ত।

- ইসলামে কি সমাজে এ ধরনের উঁচু নিচু স্তরবিন্যাস সাপোর্ট করে?

- জী না স্যার।

- শিওর?

- জী স্যার।

- কিন্তু আমি যদি ইসলামের ইতিহাসে খুব ধর্মপ্রাণ কোন মানুষের এ ধরনের সাপোর্ট দেখাতে পারি? ইসলামের ভুল বের করতে পারি;

- স্যার, মানুষ মাত্রই ভুল। যদি তার কোন ব্যাপার ধর্মের রুলসের বিপরীতে চলে যায় তাহলে সেটার জন্য সে দায়ী; ইসলাম না।



আমাতুল্লাহ অজিত শাওনকে বুঝার চেষ্টা করছে। তার মুখে সূক্ষ্ম হাসিটার অর্থ বের করতে পারছে না। মনে হচ্ছে তিনি কেমন যেন একটা প্ল্যান অনুযায়ী এগুচ্ছেন।

অজিত স্যার সামনের দিকে একটু ঝুঁকে বললেনঃ তার মানে মুসলমানরা সব সময় ধর্মের রুলস পালন করে না। আবার কেউ কেউ না বুঝেই নিজেকে বড় ইসলামিষ্ট মনে করে। কি বলো?

আমাতুল্লাহকে কিছু বলার সুযোগ না দিয়েই অজিত স্যার খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেনঃ আচ্ছা! তুমি কি বিবাহিত?

আমাতুল্লাহ না বোধক মাথা নাড়ানো দেখে তিনি অবাক-ই হলেন। বললেন- তাহলে? তুমি কেন পর্দা কর? তোমাকে কে বলেছে এভাবে নিজেকে ঢেকে রাখতে? তোমার মা?

আমাতুল্লাহ স্নিগ্ধ স্বরে বললঃ আমার মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে...

অজিত স্যার আমাতুল্লাহকে পুরো কথা শেষ করতে না দিয়ে একরাশ তাচ্ছিল্য নিয়ে বললেনঃ আল্লাহ বলেছে তোমাকে! কবে? কখন বলল?

আমতুল্লাহ দৃঢ় কণ্ঠে বললঃ জী স্যার! পর্দা করা সকল নর-নারীর উপর ফরজ। আর, আল্লাহ অবশ্যই বলেছেন। সুরা আহজাবের ৫৯ নং আয়াতে আল্লাহ বলেছেনঃ

"হে নবী ! তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও বিশ্বাসী নারীদের বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে কেউ উত্যক্ত করবে না। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।"



অজিত স্যার ক্ষিপ্ত কণ্ঠে বললেনঃ আর তুমি যে মুখের উপর এটা দিয়ে রেখেছ! এটাও কি তোমাকে আল্লাহ বলেছে? এটাও কি ফরজ? স্যার একটু থেমে বললেনঃ আমি জানি এর উত্তর তোমার কাছে নেই।

আমাতুল্লাহ অজিত স্যারের দিকে স্থির দৃষ্টি রেখে বললঃ স্যার, নেকাব ফরজ কিনা তা নিয়ে স্কলারদের মতভেদ আছে। অনেক স্কলারই এই নেকাবকে ফরজ মনে করেন। আর এই নেকাব আমি মন থেকে ভালোবাসি। কারণ, আমি এর মাধ্যমে আমার মর্যাদা, আমার আত্নিক প্রশান্তি, আমার নিরাপত্তা খুঁজে পাই। অজিত স্যার এবং আমাতুল্লাহ দুইজনেই হয়তো আরো কিছু বলতে চাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সায়মা ম্যাম বলে উঠলেনঃ হ্যা মেয়ে! এবার তুমি যেতে পারো।

পরের পর্ব

বিষয়: বিবিধ

১৬২০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193248
১৬ মার্চ ২০১৪ রাত ১১:২৪
প্রবাসী মজুমদার লিখেছেন : হুররে। আমিই প্রথম। আর এ প্রথম এই ব্লগে এসেছি। দারুণ লিখেছেন। বলার ঢংটা খুব সুন্দর। ধন্যবাদ। শিক্ষনীয় বিষয়তো। তাই বেশী ভাল লেগেছে। আবারও আসতে পারি।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
144758
আলোকিত প্রদীপ লিখেছেন : প্রথম হওয়ায় অভিনন্দন রইলো। অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
193253
১৬ মার্চ ২০১৪ রাত ১১:৩২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
144759
আলোকিত প্রদীপ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। বারাকাল্লাহ ফীক। ধন্যবাদ।
193362
১৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৫২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : শুধু এপর্বটা পড়েছি। খুব ভালো লেগেছে। বোনদের জন্য বেশী উপকারী পোস্ট। যাজাকাল্লাহু খাইর।
লিখতে থাকুন ভাইয়া/আপু। Rose Rose Good Luck Good Luck
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
144762
আলোকিত প্রদীপ লিখেছেন : বারাকাল্লাহ ফীক। ধন্যবাদ।
193446
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
144763
আলোকিত প্রদীপ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
193648
১৭ মার্চ ২০১৪ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : সায়মা ম্যাম কি ভয় পেয়ে গেলেন ঐ বিধর্মীগুলোর কাছে?ভাল লাগলো৷
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১১
144766
আলোকিত প্রদীপ লিখেছেন : সায়মা ম্যাম হয়তোবা স্যারদের মত একই পথের পথিক। দেখি, সামনের পর্বে সায়মা ম্যাম সম্পর্কে কিছু লিখতে পারি কিনা। অনেক ধন্যবাদ।
194537
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:২৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অনেকেই নিজের অবস্থান এবং এই কারণে প্রাপ্ত সম্মানের অযাচিত ফায়দা তোলে। ব্যাপারটা দুঃখজনক Sad Yawn
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
147157
আলোকিত প্রদীপ লিখেছেন : আসলেই, যতটা পারা যায় এ ধরনের মানুষদের প্রতিরোধ করা উচিত। নাহলে ওদের নিজেদের অবস্থানের অপব্যবহার বাড়ার সম্ভাবনা বেশী।
২৫ মার্চ ২০১৪ সকাল ০৭:৩০
147311
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি করতাম, বেশিরভাগ ক্ষেত্রে অন্যের জন্য, তাই সবসময় ঝামেলায় পড়তাম, তবে দুঃখ নেই, প্রতিবাদ না করলেই বরং লজ্জা পেতাম Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File