ফলাফল

লিখেছেন লিখেছেন আলোকিত প্রদীপ ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১২:৩২ রাত

অশান্তির দাবানলে

জ্বলে যাচ্ছ অবিরত।

আকুতির অবয়বে

মুক্তি চাচ্ছ অসময়ে।

সত্যের বচনে

কষ্ট থাকে নিশ্চিত।

মিথ্যার প্রলাপে

হয়না হতে অস্থির।

আলো ছড়ালে

ছোঁয়া পাবে প্রশান্তির।

সত্যের স্পর্শে

স্নিগ্ধ হোক চারিদিক।

ধৈর্য্যর পোশাকে

নিজেকে নাও জড়িয়ে।

কষ্টর আবরণে

সাফল্য আসছে এগিয়ে।

পরীক্ষার পরিশেষে

আসবে জেনো সফলতা।

কষ্টের প্রতিউত্তরে

পাবে নাতো নীরবতা।

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File