টুপি ব্যবহারে অন্যতম উপকারীতা
লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৮:৫৮ দুপুর

ইনি একজন মহান রাজনৈতিক নেতা, সকল সন্ত্রাসীরা তাকে গুরুজন হিসেবে ভক্তি শ্রদ্ধা করেন! তাকে খালি মাথায় তার স্ত্রী ছাড়া এই দুনিয়ার কেউ কোনদিন দেখেনি। তার মাথার চান্দির পরিমাণ কতটুকু, চাষাবাদ যোগ্য চুলের পরিমান কতটুকু কেউ জানেনা। কোন জনসভায় যদি তিনি প্রধান অথিতী হিসেবে বক্তব্য দেন, বক্তব্য শেষ হবার পরে পুলিশী হামলা হলে কালো কোট আর মাথার টুপি ঘটনাস্থলে ফেলে জন সাধারণের মাঝখানে ঢুকে পড়লে; পুলিশ, জনতা, দর্শক কারো বাপের সাধ্যি নাই তারে চিনতে পারে। কারণ, এইটা হল টুপির অন্যতম উপকারীতা!
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তিনি একজন পীরের মুরীদ,
ওনি যুব তাবলীক কমিটির প্রধান আহবায়ক!
মাথায় নাই চুল,
উষ্ঠে নাই মোচ,
নাকে নাই কেশ,
চোখে নাই পলক,
চোখের পাতাও খালি........... হেই বেডা আস্ত একটা বোয়াল মাছের পেট। সেতো পইড়া দেখে নাই কোথায় হাত তুলছে, আর কোথায় পা তুলছে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন