তাকসেরা ডাকছে আমায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৯:৫৩ সকাল
পাহাড়ের কুল ঘেষে তাকসেরা গ্রাম
ছবিতেই দেখে তার প্রেমে মজিলাম
এমন সুন্দর তার সবুজের মেলা
পাহাড়ের চুড়ায় আকাশ মেঘেদের চালা
তিন দিন তিন রাত অবিরাম চলা
উচু নিচু পাহাড় আছে ছোট বড় টিলা
লাঠির উপর ভর করে ছুটে যেতে হয়
তাকসেরার মন পাওয়া এতো সহজ নয়
তবুও মন আমার আজ উদাসীন
তাকাসেরার ডাকে আমি হয়ে আছি লীন
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুগলে সার্চ দিয়া নেপালে পাইলাম
আপনি কি অখানে গিয়েছিলেন???
মন্তব্য করতে লগইন করুন