বাংলাদেশের জনতা দেখেনি এমন নিষ্টুরকা..!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৩:১৮ রাত

মুখ থুবরে পরেছে বাংলার মানবতা

ভীত সন্ত্রস্থ আতঙ্কিত দেশের জনতা

কোথাও নেই কারো কোনো নিরাপত্তা

জাহেলিয়াত ছাড়িয়েছে শাসক দলের হিংস্রতা.

কখনো দেখেনি বাংলাদেশের জনতা

শাসক দল কর্তৃক এমন নিষ্ঠুরতা

হার মানিয়েছে পাকিস্তান কর্তৃক বর্বরতা

ধিক্কার! ধিক্কার! বলছে বিশ্ব মানবতা.

তবুও থামেনি ওদের পৈশাচিকতা

ক্ষমতার দম্ভে এমন ঔদ্ধত্যতা

সাহস যোগাচ্ছে ভারত মাতা

ধুলায় ধুসরিত যেন বাংলার মানবতা.

দেশপ্রেম গণতন্ত্র কেবল মুখের কথা

কাজে কর্মে অন্তরে ভিন্ন বাস্তবতা

যত কুটকৌশল শিখিয়েছে ওদের পিতা

হৃদয় মন চেতনাতে তাদের ভারত মাতা.

কথায় আর কাজে সর্বত্রে অমিল

পেশী শক্তির বদৌলতে গোজামিল

আচার আচরণে শিষ্ঠাচার অশ্লীল

জনতা হারিয়েছে শান্তি অনাবিল.

জনতার ভাগ্যাকাশে শকুনের দল

সর্বক্ষেত্রে প্রয়োগ ক্ষমতার বল

বন্দুকের নলের সামনে জ্প্নতা দুর্বল

অসহায় মজলুম আজ জনতার দল.

আশা আকাংখার ব্যালটে বানিয়ে সেবক

সেবক হয়ে গেলো ধাপে ধাপে প্রাণনাশক

এযেনো মানবের ঔরসে জানোয়ার প্রসব

জনতা চায়নি এমন জালেম শাসক.

ক্ষমতার মসনদ জালেমের দখলে

যাদের কথায় রাষ্ট্রযন্ত্র প্রশাসন চলে

হত্যা গুম চলছেই চলছে দিন কী রাতে

নির্দোষরাই দোষী নাটকের ছলে!!

মানবাধিকার যেন সোনার হরিন

নিরহ জনতার রক্তে রঞ্জিত বাংলার জমিন

জেল জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ

এযেনো পাওনা ছিল বাংলার জনগণ.

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173579
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:১৫
আহবান লিখেছেন : I lost my voice to say about my country Bangladesh. Yes I know the country is now under the control of Feraho, Saddad, Namrud ....May Allah save Bangladesh.
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
127167
কুয়েত থেকে লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি প্রকাশের জন্য।
May Allah save Bangladesh.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File