এভাবে কি বেঁচে থাক যায়!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৯:২২ দুপুর
রোজ তো বাসি ভাল, আরো চাই বাসতে
তবুও যদি তুমি, একটুও হাসতে
কেন যে এমন তুমি, যাব নাকি মাঝারে
ধমকের সূরে বল, এখনই যাও বাজারে।
একদিন না গেলে, এমন কি ক্ষতি হয়
একদিন না খেলে, দেখিনা কি হয়
দিনটা আজ শুধু, গল্পে কাটুক না
তুমি আমি আমি তুমি, রাজ্জাক শাবানা।
বুড়া বয়সে ভীমরতি, দিলে-তো ঝেড়ে
ভেবেছিলাম যা আজ, উড়ে গেল ঝড়ে
বুঝলেনা বুঝলেনা, এ মনের যাতনা
প্রেম বল ভালবাসা, কোনটাই পেলামনা।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন নেই তো কেমনে বাসে?
তার চেয়ে ভাল,
বাজার চল৷
বাজারে যাওয়া চাই
মন্তব্য করতে লগইন করুন