Extra Judicial Killing: আলীগ, সুশীল বাম এবং মিডিয়ার প্রতি ==================================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪৯:২৮ দুপুর
হে মহান আলীগ, সুশীল বাম এবং মিডিয়া………
তোমরা সব সময় মহান হবার ভান কর,জ্ঞান দান কর আমরা মুগ্ধ হই।
যখন তোমরা,
“র্যা ব গঠনের পর সর্বহারা দমনের নামে বিচার বহির্ভুত হত্যাকান্ডের বিরুদ্ধে বলেছিলে,”
আমরাও বলেছিলামঃ
“এটা বন্ধ করতে হবে”
হে মহান এই তোমরাই,
অপারেশন ক্লিনহার্টের সময়ে বিএনপি’র নেতা-কর্মী হত্যার সময় চুপ ছিলে
আমরাঃ সেটাও বন্ধ করতে বলেছিলাম ।
হে স্বঘোষিত মানবতাবাদীবৃন্দঃ
“ তোমরা লিমনকে নিয়ে কান্না করেছিলে, আমরাও করেছিলাম”
“তোমরা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যুদ্ধ ঘোষনা করেছিলে,
আমরাও স্বচ্ছ বিচার চেয়েছিলাম”
কিন্তু, এই তোমরাই……
# ২৫শে ফেব্রুয়ারী ২০০৮ বিডিআর বিদ্রোহের বীর সেনা সদস্য মৃত্যুর বিষয়ে চুপ থাকো,
মিন…মিন করে বিডিআর জওয়ান হত্যাকান্ডের কথা বল।
# ২৮শে ফেব্রুয়ারি২০১৩ তে সংগঠিত নতুন গনহত্যা নিয়ে তোমরা চুপ থাকো, বরং
তোমরা গাছের জন্য মায়া কান্না কর। মানুষ হত্যাকে গাছ দিয়ে ঢাকতে চাও।
# এই তোমরাই, রহস্যময় পেট্রোল বোমা হামলা নিয়ে কান্না কর, আর তার আড়ালে থানার পর থানা উজার করা সরকারের সন্ত্রাসকে আড়াল কর।
হে ভন্ড মানবতা ব্যবসায়ী বৃন্দ,
তোমাদের কথিত নির্বাচন পরবর্তী হিন্দু ভাইদের উপর হামলা নিয়ে কান্না কর,
কিন্তু দেশের চল্লিশ জেলায় মানুষ উজার করা যৌথ বাহিনী এবং নব্য রাজাকারদের রাস্ট্রীয় সন্ত্রাসকে তোমরা ভুলে গিয়ে বা সন্ত্রাসী বলে জায়েজ করাতে চাও।
কিন্তু আমরা সব কিছুর বিরুদ্ধে “রুখে দাঁড়াও” বলি ।
এই তোমরাই,
সাজানো-পাতানো নির্বাচন বয়কট করায় বিএনপি-জামায়াত জোটের ভুল সিদ্ধান্তের রিসার্চ কর,
আবার তোমরাই বিএনপির শুভাকাংখী সেজে জামায়াত ত্যাগ করতে বল।
আসলে
আমরাই ঠিক,
আর তোমরা হল……
চেতনার ব্যবসায়ী,
দলকানা মানবাধিকারের ধান্দা বাজি,
সুন্দরের আড়ালে অসুন্দরের পুজারী…
ভারতের চোখে বাংলাদেশ দেখা দালাল……
তোমরা হল স্বাধীনতা বিরোধী,
গনতন্ত্র বিরোধী, সুশাসন বিরোধী………
মুখোশের ভিতরের ভয়ংকর নেকড়ে বাঘ!!!!
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জঙ্গিবাদী--আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
জঙ্গিবাদী--আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
মন্তব্য করতে লগইন করুন