ভালবাসি তোমায়

লিখেছেন লিখেছেন তেপান্তর ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫২:২৮ দুপুর



ভালবাসি তোমায় আমি

এক সাগর জলের অফুরন্ত

ভালবাসা শুধু কেবলি তোমাকেই।

সেই তুমি নিরালে একাকি

কখনো কি ভেবে দেখেছ

এই আমি তোমায় কতটা ভালবাসি?

তুমি তা জানো না, কারণ

তুমি কখনো জানতে চাওনি

এই আমি তোমায় ভালবাসি কি না!

তুমি এখনো একাকি

রয়েছে এক ঘোরের মাঝে

জানতে চাওনি কখনো।

দেখে নিও একদিন সেই তুমি

হবে এই ভালবাসারই কাংগাল।

মনেরেখ সেই তুমি কাউকেই সে দিন

তোমার সঙ্গী হিসেবে পাবেনা।

সে তুমি চাইবে নিজের হৃদয়টাকে

কেটে টুকরো টুকরো করে ফেলতে।

আশ্রয় চাইবে তোমার এই

বিভীষিকাময় জীবন থেকে

পালিয়ে যেতে ঐ না ফেরার দেশে।

কিন্তু, তাতেও কি তোমার

ভালবাসার পূর্ণতা আসবে?

কক্ষনো নয়! কোন দিন নয়!

কারণ, এই আমি থাকবো একাকি

নিঃসঙ্গ এক বেদনা-বিধুর জীবন নিয়ে।

চিন্তাগুলো রবে আমার অনন্তকাল

শুধু তোমাকেই ঘিরে।

এই জন্য যে, আমি আজও আমার

হৃদয় নিংড়ানো ভালবাসা স্বযত্নে

আগলে রেখেছি শুধু তোমার জন্য।

বিষয়: সাহিত্য

২৪২১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173286
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
ডক্টর সালেহ মতীন লিখেছেন : কবিতা ভালো লাগে
ভালো লাগে পড়তে,
ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৫
126897
তেপান্তর লিখেছেন : আমারও কবিতা ভালো লাগে, ভালো লাগে পড়তে,লিখতে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
173292
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
126898
তেপান্তর লিখেছেন : ভাল লেগেছে জেনে ভাল লাগলো। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
173442
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
আব্দুল গাফফার লিখেছেন :

এই অনুভূতি আপনার বিশ্বাস না তার প্রতি অভিশাপ ? ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
128771
তেপান্তর লিখেছেন : আমার বিশ্বাস, অভিশাপ নয়। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
173725
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২০
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভালো লাগলো
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২০
128772
তেপান্তর লিখেছেন : ভাল লেগেছে জেনে ভাল লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File