ভালবাসি তোমায়
লিখেছেন লিখেছেন তেপান্তর ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫২:২৮ দুপুর
ভালবাসি তোমায় আমি
এক সাগর জলের অফুরন্ত
ভালবাসা শুধু কেবলি তোমাকেই।
সেই তুমি নিরালে একাকি
কখনো কি ভেবে দেখেছ
এই আমি তোমায় কতটা ভালবাসি?
তুমি তা জানো না, কারণ
তুমি কখনো জানতে চাওনি
এই আমি তোমায় ভালবাসি কি না!
তুমি এখনো একাকি
রয়েছে এক ঘোরের মাঝে
জানতে চাওনি কখনো।
দেখে নিও একদিন সেই তুমি
হবে এই ভালবাসারই কাংগাল।
মনেরেখ সেই তুমি কাউকেই সে দিন
তোমার সঙ্গী হিসেবে পাবেনা।
সে তুমি চাইবে নিজের হৃদয়টাকে
কেটে টুকরো টুকরো করে ফেলতে।
আশ্রয় চাইবে তোমার এই
বিভীষিকাময় জীবন থেকে
পালিয়ে যেতে ঐ না ফেরার দেশে।
কিন্তু, তাতেও কি তোমার
ভালবাসার পূর্ণতা আসবে?
কক্ষনো নয়! কোন দিন নয়!
কারণ, এই আমি থাকবো একাকি
নিঃসঙ্গ এক বেদনা-বিধুর জীবন নিয়ে।
চিন্তাগুলো রবে আমার অনন্তকাল
শুধু তোমাকেই ঘিরে।
এই জন্য যে, আমি আজও আমার
হৃদয় নিংড়ানো ভালবাসা স্বযত্নে
আগলে রেখেছি শুধু তোমার জন্য।
বিষয়: সাহিত্য
২৪২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগে পড়তে,
ধন্যবাদ
এই অনুভূতি আপনার বিশ্বাস না তার প্রতি অভিশাপ ? ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন