প্রবাসী রাত
লিখেছেন লিখেছেন তেপান্তর ২১ মে, ২০১৪, ১২:১০:২৭ দুপুর
১.
দূর প্রবাসে নিয়ম মেনে
আজও রাত্রী আসে।
এইখানেও আকাশ ভরে
চন্দ্র-তারা হাসে।
সন্ধ্যা তারা নিয়ম মেনে
হয় যে ধ্রুব তারা।
রোজ নিশীতে গগণ পানে
হতবাক চেয়ে থাকা।
২.
দূর প্রবাসেও পূর্ণিমা হয়
রোজকার আকাশে।
মনটা তবুও রয় পড়ে রয়
আপনজনের দেশে।
রাত্রী যতই গভীর হয়
মনটা আমার ব্যাকুল রয়
মাঝে মাঝে অশ্রু ঝরে
নিশীতের নীরবতায়।
৩.
রাত্রীকালে যখন দেখি
দূরের নক্ষত্ররাজী।
ভাবনা জুড়ে কেবলই আসে
প্রিয়জনের হাসি।
নিস্তব্ধ রাতের মতই
আমিও হই বারংবার স্তব্ধ।
মন চাইলেও পারিনা যেতে
বাস্তবতার শিকলে আজও রুদ্ধ।
৪.
রাত্রি হলেই হৃদয় কাঁদে
প্রিয়জনকে মনে পড়ে।
প্রহর গুনি ফিরে যাবো কবে
ছুটে রাতের ভেলায় চড়ে।
হে দয়াময়, কবে তুমি
করবে আমায় শৃঙ্খল মুক্ত।
প্রহর গুনে আজ আমি
হয়ে গেছি বড় ক্লান্ত।
বিষয়: সাহিত্য
১৪৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন!
মন্তব্য করতে লগইন করুন