তুমিও হবে ভালো মানুষঃ ১
লিখেছেন লিখেছেন জাতির চাচা ২১ মে, ২০১৪, ১২:১৪:০৫ দুপুর
তুমিও হবে ভালো মানুষঃ ১
প্রত্যেক তরুনই চায় সে হবে একজন আদর্শবান মানুষ । কেউ পারে অন্তরের চাওয়াটাকে বাস্তবায়ন করতে কেউবা শয়তানের পাল্লায় পড়ে হারিয়ে যায় জাহেলিয়াতের পথে । একজন মুসলিম হিসাবে প্রত্যেকেরই উচিত একজন আর্দশিক মুসলিম হওয়া । কিভাবে ভালো মানুষ হবেন সেটা সম্পর্কেই এই সিরিজটি । পড়ুন এবং শেয়ার করুন ।
@সালাম: আপনি মুসলিম । হাই ,হ্যালো ,গুড মরনিং এটা সেটা বলেন ।এখন থেকে মোবাইল ফোনে ,অনলাইনে ,সরাসরি সাক্ষাতে পরিষ্কার উচ্চারনে সালাম দিন ।
কেনো সালাম দিবেন ? ?
* পৃথিবীর যতো প্রথম সম্ভাষন আছে তার মাঝে একমাত্র সালামই উত্কৃষ্ট ।
* একমাত্র অর্থপূর্ন সম্ভাষন ।
* শত্রুকে বন্ধু বানাতে একটা সালাম অনেক ভূমিকা রাখে ।
* সালাম দাতার প্রতি গ্রাহীতার ভালো মনোভাব ফুটে ওঠে ।
* ভীষন রাগী ব্যাক্তিকেও ঠান্ডা করার শ্রেষ্ঠ মাধ্যম ।
আসুন এবার হাদিসের আলোকে সালামের গুরুত্ব দেখা যাক ,
* এক ব্যাক্তি রাসূল সঃ এর কাছে আরজ করলেন ,ইসলামে কোন অভ্যাসটি উত্তম ? রাসূল সঃ বললেন অপরকে খানা খাওয়ানো এবং যাকে চিনো এবং যাকে চিনো না ,সকলকে সালাম করা । আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্নীত । বুখারী ও মুসলিম ।
* আবূ হোরাইরা থেকে বর্ণিত , রাসূল সাঃ বলেছেন ,আমি তোমাদেরকে এমন কথা বলব যার উপর আমাল করলে পারস্পারিক ভালোবাসা বৃদ্ধি পাবে ?তোমরা সালামের প্রচলন করবে । পরিচিত কি অপরিচিত সকলেই পরস্পর সালাম করবে । সহীহ মুসলিম ।
* রাসূল সঃ বলেন ,আল্লাহ তায়ালার নিকট অগ্রগণ্য সেই ব্যাক্তি যে প্রথমে সালাম করে । আহমদ ,তিরমিযী ও আবূ দাউদ ।
* রাসূল সঃ বলেন যখন তোমরা গৃহে প্রবেশ করবে ,গৃহবাসীকে সালাম করবে ।আর যখন গৃহ থেকে বের হবে তখনও গৃহবাসীকে সালাম দিয়ে বিদায় গ্রহন করবে । বায়হাকী ।
* আবু হোরায়রা রাঃ থেকে বর্ণিত । রাসূল সঃ বলেছেন যখন তোমাদের কেউ নিজের কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাত করে ,সে যেন প্রথমে সালাম করে । আর যদি তাদের উভয়ের মাঝখানে গাছ ,দেওয়া বা পাথরের আড়াল পরে যায় অতঃপর পুনরায় সাক্ষাত হয় তবে যেন সালাম (২বার) করে ।- আবু দাউদ ।
কি আর কোন দ্বিধা আছে ? যতো হতো চাও ভালো মানুষ তবে এখন থেকেই শুরু করো সালামের প্রচলন । বাবা মা ভাই বোন ,পরিচিত ,অপরিচিত সকলকে বলো 'আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতূহু' ।
আগামী পর্বে সালাম দেওয়ার নিয়ম নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ ।
#ValoManush
#ValoManush1
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন