হ্যালো ডাক্তার (১)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২১ মে, ২০১৪, ১২:১৪:২০ দুপুর

হ্যালো ডাক্তার (১)

এক ঈদের দিন সকাল বেলা। এক ডাক্তার বান্ধবীকে কল দিলাম। তুই কইরে? ঈদ মোবারক। অপর পাশ থেকে উত্তর দিল হুম! ঈদ মোবারক । হাসপাতালে।

হাসপাতালে? এই সাত সকালে!

হাঁ ভাই কাল নাইট ছিল। এখনো বাসায় যেতে পারিনি।

ঈদের পূর্বরাত। স্বামী একা বাসায় ঘুমাচ্ছে। টিভিতে বাজতেছে

"রমজানের ঐই রোজার শেষে এলো খুশির ঈদ"। ঠিক তখনই সেই সময়ে আমার ডাক্তার বান্ধবীটি স্বামী সঙ্গ ভুলে হাসপাতালে সাধারন মানুষের পাশে। যে সময়টিতে সে মানুষের উইশ করা মোবাইলের মেসেজ পড়ার কথা সে সময়টিতে সে নির্ঘূম ভাবে রোগীর পাশে। যে সময়টিতে নিজের রুমটিতে রিলাক্সে বড় আয়নার সামনে দাড়িয়ে নিজেকে তৃপ্তির সাথে দেখে দেখে মাথা আচড়ানোর কথা তখন সে রোগীর আর্তনাদ শুনছে। ইহাই ডাক্তারী জীবন। এই জীবনকে সমীহ না করে পারা যায় কি!

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224107
২১ মে ২০১৪ দুপুর ১২:৫০
ভিশু লিখেছেন : তবুও তো ডাক্তারদের শুধু দোষ আর দোষ!
Sad Sad Sad
224108
২১ মে ২০১৪ দুপুর ১২:৫৫
হতভাগা লিখেছেন : 'হাঁ ভাই কাল নাইট ছিল। এখনো বাসায় যেতে পারিনি।''

০ কোথাকার হাসপাতাল/ক্লিনিক ?

ঈদের এই সময়ে মহিলা ডাক্তারদের ডিউটি থাকে না । নাইট ডিউটি তো দূরের কথা ।

তবে নার্স ( যার ৯৯%ই মহিলারা) থাকে ।
২১ মে ২০১৪ দুপুর ০১:৩১
171414
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আন্দাজে মাইরা দিলেন।
২১ মে ২০১৪ দুপুর ০২:০০
171418
হতভাগা লিখেছেন : পিছলাইয়া গেলেন
২১ মে ২০১৪ দুপুর ০২:১৫
171420
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমি গত রমজানের ঈদে একজনকে ডিউটিতে দেখলাম। আবার কেউ কেউ হিন্দু ভাইদের লাঞ্চের টাকা গিফট দিয়ে ডিউটি ইন্টার চ্যাঞ্জ করেছে।
২১ মে ২০১৪ বিকাল ০৪:৫৩
171468
হতভাগা লিখেছেন : আবারও পিছলাইয়া গেলেন ভাইজান ।

হাসপাতাল/ক্লিনিকের নাম বলেন ।

যে হাসপাতালে হিন্দু ডাক্তার থাকে তারা ঈদের সময় পুরো ৩ দিনই ডিউটি করে (অন্যান্য ডিউটি ডক্টরদের সাথে মিউচুয়াল করেই রোস্টার করা হয়) (মানে ৯ শিফট্‌) , কারণ ঈদে হাসপাতাল/ক্লিনিকে রোগীর চাপ তুলনামূলকভাবে কম থাকে ।

বেশী সিরিয়াস রোগী দেখলে ক্লিনিকগুলো বড় বড় সরকারী মেডিকেল বা হাসপাতালে রেফার্ড করে ।

আর সরকারী মেডিকেলে ক্ষেত্রেও মহিলা ডাক্তাররা এ সময়ে বিভিন্ন কাহিনী বানিয়ে তাদের পুরুষ কলিগদের উপর ডিউটি চাপিয়ে দেয় । একেবারেই ইমার্জেন্সী না হলে উনাদের ডিসটার্ব করা হয় না ।

হিন্দু বা অন্য ধর্মের ডাক্তারদের পরে তাদের উতসবে লম্বা ছুটি নিতে কোন সমস্যা হয় না তাদের প্রতি মুসলমান ডাক্তারদের কৃতজ্ঞতা স্বরুপ।
224119
২১ মে ২০১৪ দুপুর ০১:১৪
দুষ্টু পোলা লিখেছেন : বলেন দাদা, আছি Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File