হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১৬

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২১ মে, ২০১৪, ১২:২৮:০০ দুপুর

ব্যাখ্যা ঃ ১২

হেফাজতে ইসলামের ঈমান আকিদা ও ইসলামের ইজ্জত সংরক্ষণ, দেশের স্বাধীনতা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় অনুশাসন নিরাপদ রাখার চলমান আন্দোলনে অন্যায়ভাবে অনেক আলেম উলামা, মাদরাসার ছাত্র, মসজিদের ইমাম, খতিব ও তৌহিদে বিশ্বাসী নিরীহ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। অনেকে শহীদ হয়েছেন। অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অবিলম্বে গ্রেফতারকৃত সকল আলেম উলামা, মাদরাসার ছাত্র, ইমাম, খতিব ও তৌহিদি জনতাকে মুক্তি দেয়ার দাবী জানাচ্ছি। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবী জানাচ্ছি।

ব্যাখ্যা ঃ ১৩

আমাদের দেশে যুগ যুগ ধরে উজ্জল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বাংলাদেশে বহু সম্প্রদায়ের সম্প্রীতিমূলক অবস্থান বিশ্বের অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে আছে। বাংলাদেশের এই সুনামকে নস্যাত করার জন্য ষড়যন্ত্রকারী মহল এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সহাবস্থানকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে। সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলাজনিত কারণে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শাস্তিদান এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায় সমূহের ন্যায্য অধিকার ও নিরাপদ বসবাস নিশ্চিত এবং সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সতর্ক দৃষ্টি রাখার দাবী জানাচ্ছি।

(চলবে)

বিষয়: বিবিধ

৮৭২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224278
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আমি মুসাফির লিখেছেন : হেফাজতের তের দফা ঠিক আছে এবং মাঠে নেমে এসেছে এটাও সঠিক কিন্তু এখন কোন কর্মসুচী নেই কেন ? এভাবে থেমে গেলে নাস্তিকরাতো তাদের পরিকল্পনা বাস্তবায়িত করেই ছাড়বে। সঠিক কর্মসুচী নিয়ে মাঠে থাকতে হবে যাতে বাতিলরা ভয়ে থাকে। এদের বর্তমানে সংকটে দিন কাটছে বলে মনে হয়।
দ্বিধা বিভক্ত হলে চলবে না।
২৪ মে ২০১৪ দুপুর ১২:১৭
172467
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমারও তাই মনে হয়।
224366
২১ মে ২০১৪ রাত ১০:০৮
224428
২১ মে ২০১৪ রাত ১১:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৪ দুপুর ১২:১৮
172468
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
224444
২২ মে ২০১৪ রাত ১২:৩৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভালো লাগছে......
২৪ মে ২০১৪ দুপুর ১২:১৮
172469
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
224971
২৩ মে ২০১৪ সকাল ০৯:৫৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হেফাজতকে হাম্বা বাচুর এবং রাম-বামপন্থীরাই হেফাজতে নিয়েছে।
২৪ মে ২০১৪ দুপুর ১২:১৯
172470
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বুঝা যাচ্ছে না।
225507
২৪ মে ২০১৪ বিকাল ০৪:১৪
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : আরো সুন্দর বিশ্লেষণ প্রত্যাশা করছি
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
172636
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। আরো বাকি আছে। সঙ্গেই থাকুন প্লিজ।
226028
২৫ মে ২০১৪ বিকাল ০৪:০৯
ইবনে আহমাদ লিখেছেন : আপনি দাবী কার কাছে জানাচ্ছেন। যারা এই কর্ম করলো তারা তো এখন হেফাজতের বন্ধু।
২৬ মে ২০১৪ রাত ০২:০২
173241
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সময়ই সব কিছু বলে দেবে। আপনার প্রশ্নের উত্তর পাবেন অন্য পর্বে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File