উৎসর্গঃ যারা এ+ পাও নি.....!!

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২১ মে, ২০১৪, ১২:৫২:৫৯ দুপুর



আমার লাশটা গত তিন ঘন্টা ধরে সিলিং এর সাথে ঝুলে আছে !

কেউ আসছে না ঘরে।

আসতে পারছে না আসলে।

মা এসে এর মধ্যে দু তিনবার নব ঘুরিয়েছে, টের পেয়েছি।

প্রথমবার ভেবেছে হয়তো একা থাকার জন্য লক করেই রেখেছি।

তবুও পরে আবারো এসেছে এর মধ্যে লক খুলেছি কিনা দেখতে।

যদিও আমি ভেবেছিলাম মা আর আমার রুমে আসবে না।

যে কড়া ধমক দিয়ে শেষবার বলেছি মা কে ঘরে না আসতে!

তারপরও মা কি উৎকণ্ঠা নিয়ে পায়চারি করছে ঘরের বাইরে।

বাবাও ডাইনিং এ কয়েকবার এসে খুব চিন্তিত মুখে বসে থেকে থেকে নিজের ঘরে চলে গেলেন।

খুব অদ্ভুত ব্যাপার, মৃত্যুর পর থেকে কে কি ভাবছে আমি সব বুঝতে পারছি।

আমি ভেবেছিলাম আমি এ প্লাস না পাওয়ায় বাবা কি চরম কষ্টই না পেয়েছেন।

হয়তো সকাল থেকে ভাবছেন কারো সামনে মুখ দেখাতে পারবেন না।

এদিকে বাবা এখনো ভাবছেন কিভাবে আমার মন একটু ভালো করা যায়।

এ প্লাস পেলে যে বলেছিলেন ল্যাপটপ কিনে দেবেন সেটা দুদিন আগে থেকেই কিনে আলমারিতে রাখা হয়েছে।

বাবা ভাবছেন কখন আমি দরজা খুলব, ল্যাপটপটা আমার হাতে তুলে দেবেন।

তাতে যদি আমার মন খারাপ একটু কমে।

আমার বন্ধুরা কি ভাবছে তাও বুঝতে পারছি।

পল্টু আর আকাশ এর মধ্যেই প্ল্যান করেছে কাল দলবল মিলে বাসায় এসে আমাকে চমকে দেবে।

সবাই মিলে কেএফসি তে নিয়ে যাবে।

আকাশ আমাকে নিয়ে মজার একটা কবিতা লিখেছে,বেঁচে থাকলে এই মুহুর্তে যেটা পড়ে আমি হো হো করে হেসে ফেলতাম।

অথচ আজ বিকালেও আমি ভাবছিলাম সবাই আমাকে নিয়ে কত উপহাসই না করছে।

হয়তো আমার সাথে এখন আর কথা বলবে না মিশবে না।

আচ্ছা সবার বন্ধুরাই কি এতো ভালো হয়?

মা ভাবছে আমার প্রিয় ইলিশ মাছের ডিমের তরকারিটা ঠান্ডা হয়ে গেলে আমি আর খেয়ে তেমন মজা পাবো না।

তাড়াতাড়ি দরজাটা খুলে আমাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে নিয়ে যাবে।

আমি সেই দুপুর থেকে রুমের দরজা বন্ধ করে শুয়ে ছিলাম বলে মা সারাদিন কিছুই খায়নি।

তবু সে ভাবছে আমি সারাদিন না খেয়ে আছি তাই নিয়ে।

একবার বাবাকে গিয়ে কি ভীষণ বকাও দিয়ে দিল, “তোমাকে বলেছিলাম না রেজাল্ট নিয়ে এত চাপাচাপি করো না?

ছোট মানুষ, এত কি বোঝে?”

আমার ধারণা ছিল বাবা পাল্টা তর্ক করবেন, কিন্তু কি অদ্ভুত, বাবা চুপচাপ মেনে নিয়ে বললেন, ঠিকই বলেছ।

এবার কলেজে উঠলে ও যেভাবে পড়ুক, যা রেজাল্ট করুক, কোন চাপাচাপি করবো না।

রেজাল্ট এর চেয়ে ছেলে বড় !!”

কথাটা শুনে আমি বেঁচে থাকলে কাদতাম, অবশ্যই কাঁদতাম।

হঠাৎ মনে হলো অযথাই সারাদিন কেঁদে চোখ ফুলাচ্ছিলাম, অযথাই কান্ডটা করলাম।

জীবন কত সুন্দর।

এ প্লাস পাওয়ার চেয়ে আরো অনেকগুণ সুন্দর মায়ের হাতে এক নলা ভাত খাওয়া! বাবার পাশে বসে ফুটবল খেলা দেখা, বন্ধুদের সাথে ক্ষণিকের খুনসুটি। মা এখন দরজায় জোরে জোরে নক করছে।

বাইরে থেকে বলছে, “বাবা খেয়ে নে, আর কখনো বকবো না, দরজা খোল বাবা”। খুব বলতে ইচ্ছা হচ্ছে, এই দরজা কখনো খুলো না মা। কখনো খুলো না এই দরজা !!!

উৎসর্গঃ যারা এ পাও নি.....!!

Collected by Galib Chowdhury

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224109
২১ মে ২০১৪ দুপুর ১২:৫৮
ভিশু লিখেছেন : ভালো শেয়ার!
...Happy Good Luck
২১ মে ২০১৪ দুপুর ০১:০৩
171411
সত্য নির্বাক কেন লিখেছেন : থ্যাংকস
224122
২১ মে ২০১৪ দুপুর ০১:২৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো
২১ মে ২০১৪ দুপুর ০১:৪৭
171415
সত্য নির্বাক কেন লিখেছেন : সত্যি ভালো লেগেছে??
224133
২১ মে ২০১৪ দুপুর ০১:৫৭
হতভাগা লিখেছেন : এ+ এর পাইকারী যুগে তা না পাওয়া খুবই হতাশা জনক । তার উপর এবার তো প্রায় দেড় লাখ এ + পেয়েছে ।

আপনার আত্মহত্যার ডিসিশন সঠিক । এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভাল ।
২১ মে ২০১৪ বিকাল ০৫:০২
171476
সত্য নির্বাক কেন লিখেছেন :
হতভাগার হতাশা দেখি চরমে
লোড শেডিং বুঝি এখন চরমে!!
224167
২১ মে ২০১৪ দুপুর ০৩:৩৯
শফিউর রহমান লিখেছেন : মানুষ এত বোকা কেন? একটা স্বপ্ন ভঙ্গ হলেই কি জীবনের আর কোন মানে থাকে না, যার ফলে নিজ হাতে জীবনকে শেষ করে দিতে হবে? বেশী বেশী স্বপ্ন কেন দেখো না? একটা স্বপ্নে পরাজয়ে আরো বেশী করে স্বপ্ন দেখো, যে স্বপ্ন পূর্বের ভেঙ্গে যাওয়া স্বপ্নকে লজ্জা দেবে।
নিজের হাতে জীবন ধ্বংস কোরো না প্লিজ। এটি এমন এক পাপ যা সকল পূণ্যকে ধ্বংস করে দেয় এবং স্থান হয় জাহান্নামের কঠিন আযাব, যার কোন শেষ নাই।
২১ মে ২০১৪ বিকাল ০৫:০১
171475
সত্য নির্বাক কেন লিখেছেন : যে স্বপ্ন পূর্বের ভেঙ্গে যাওয়া স্বপ্নকে লজ্জা দেবে। চমৎকার উদ্দীপনা প্রদায়ক।
224177
২১ মে ২০১৪ বিকাল ০৪:০৬
অরুণোদয় লিখেছেন : ভালো লাগলো
২১ মে ২০১৪ বিকাল ০৫:০০
171474
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ Good Luck
224185
২১ মে ২০১৪ বিকাল ০৪:১৭
পুস্পিতা লিখেছেন : এখন তো প্রশ্ন ও উত্তর পরীক্ষার আগে সরকারী ভাবে ঘরে পৌঁছিয়ে দেয়া হচ্ছে, সামনে পরীক্ষা টরীক্ষা ইত্যাদিও তুলে দেয়া হবে। শুধু আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং ভারতের অনুগত থেকেছে তার প্রমাণ দেখাতে পারলে বেডরুমেই এ-প্লাস পৌঁছিয়ে দেয়া হবে! লেখাপড়া লাগবেনা। ঘুম থেকে উঠে দেখবে এ-প্লাস ঘরের ভিতর লুটোপুটি খাচ্ছে! দেশ নিশ্চিত ডিজিটাল!
২১ মে ২০১৪ বিকাল ০৫:০০
171473
সত্য নির্বাক কেন লিখেছেন : ডিজিটাল!ডিজিটাল!ডিজিটাল!
224308
২১ মে ২০১৪ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের শিক্ষা ব্যবস্থা এখন পুরাই গেছে।
২২ মে ২০১৪ সকাল ০৮:৫৫
171701
সত্য নির্বাক কেন লিখেছেন : কি করা যায় বিকল্প ভাবেন তো।
224470
২২ মে ২০১৪ রাত ০৪:০৪
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার থিমটা সত্যিই অদ্ভুদ। হৃদয়ে নাড়া দেয়ার মত। খুবই ভাল লেগেছে। ধন্যবাদ।
২২ মে ২০১৪ সকাল ০৮:৫৫
171700
সত্য নির্বাক কেন লিখেছেন : শুকরান কবি জনাব মজুমদার সাহেব ......
কয়জনে বুঝেছে এটি কবিতা??????
আপনাকে অশেষ মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File