শৈশবলীলা
লিখেছেন লিখেছেন তেপান্তর ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:২০:৩৪ রাত
গাঁয়ের মেঠো পথের বাঁকে
খুঁজে ফিরি আমার শৈশব।
শ্যামল ছায়ায় মিশে থাকে সে
আমার উদাসি মায়ার বৈভব।
মেঠো প্রান্তরের সবুজ ক্ষেতে
ছুটে বেড়ানোর বিলাসী বিভব।
ধুলোবালি আর কাদা মাটি জলে
কেটেছিলো আমার হারানো শৈশব।
শীতের ভোরের মিষ্টি রোদে গায়ে মেখে
গুড়-মুড়ি ও খেজুর রস খেতাম উঠোন বসে।
ভোর বেলাতে রোজ পড়তো ধুম
খড়-কুঠোর আগুনে কিঞ্চিৎ উপশম।
মত্ত সবাই রোজ বিহনে হরেক রকম খেলায়
কাটতো সময় সন্ধ্যা নাগাদ বড়ই উদ্যমতায়।
পুকুর নদীতে মনের সুখে হতো সাঁতার কাটা
লাটিম-ঘুড়ি-হা ডু ডু শৈশব মনে করায়।
শৈশবের সেই দিনগুলি আজও মনে পড়ে যায়
স্মৃতির ভেলায় ভাসি সর্বদা এই আমি অবলীলায়।
বিষয়: সাহিত্য
১৯০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন