জাতির বিবেক ঠুস.....
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৮:০৭ দুপুর
অরিজিনাল পিস্তল, নয় এটা খেলনা
অরিজিনাল দল করি, নয় এতো ফেলনা
দলবাজি হল দখল, তবু মন শয়না
লাশ ফেলে দেব তাই, এবারের বায়না।
পুলিশ আছে খুব কাছে, চুপ মেরে বসে আছে
নিশানা ঠিক আছে, র্যাব একটু গ্যাপে আছে
ঠাস ঠাস ঠুস ঠুস, কার এর গেল হুস
অত সব দেখে আমার, কোনমতে পোষায় না।
লাশ ফেলে দেব তাই, এবারের বায়না।।
উপরে নেতা আছে, তার উপর মন্ত্রী
ঈশারা দেয়া আছে, ফুটা মনযোগ দি
আমিও ঠিক তাই, ঠুস ছাড়া কথা নাই
ভাল মন্দ বাচ বিচার, ধার তার ধারি না।
লাশ ফেলে দেব তাই, এবারের বায়না।।
বিষয়: বিবিধ
৯০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব কথা কইতে নাই
মন্তব্য করতে লগইন করুন