হাসিনার মাথায় পাকিস্তানি ভুত !!!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫২:২৬ দুপুর

বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু মাত্র গনতন্ত্রের জন্য, পাকিস্তানিরা আমাদের গনতান্ত্রিক অধিকার বুজিয়ে দিতে রাজি না হওয়াতে ৭১' সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি ৷ পাকিস্তানিরা যদি আমাদের গনতান্ত্রিক অধিকার বুজিয়ে দিত তাহলে এই যুদ্ধ হতনা, আমাদের ৩০ লক্ষ্য শহীদকে রক্ত দিতে হয়না ৫ লক্ষ্য মা-বোন কে সম্ভ্রম হারাতে হতনা ৷

সেদিন নির্বাচিত নেতা ছিল মুজিব সাহেব, গনতান্ত্রিক অধিকার অনুযায়ী মুজিবকেই রাষ্ট্র ক্ষমতা বুজিয়ে দেয়ার কথা ছিলো, কিন্তু ইয়াহিয়া খান তা দিতে অঃস্বীকৃতি জানালো ৷ তখনি বীর বাংলাদেশীরা গর্জে উঠলো ৭১' আসলো দেশ স্বাধীনতা আসলো ৷

কিন্তু দেশটা এখনো সম্পুর্ন স্বাধীন হয়নি ৷ পাকিস্তানিদের সেই প্রেতাত্তা এখনো এই দেশে অবস্থান করছে, সেই প্রেতআত্মাটি এবার হসিনার ঘাড়ে সওয়ার হয়েছে ৷ পাকিস্তানিরা যেমন বাংলাদেশীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তেমনি হাসিনাও বাংলাদেশীদের গনতান্ত্রিক ভোটের অধিকার কেড়ে নিয়েছে ৷

এই জায়গায় পাকিস্তানি হায়নাদের সাথে হাসিনার ১০০ তে ১০০ ভাগ মিল আছে ৷ এখন দেখার বিষয় হচ্ছে ১৯৭১ সালে ভোটের অধিকারের জন্য এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, ২০১৪ সালে এসে এই দেশের মানুষ আবার যুদ্ধে ঝাপিয়ে পরে কিনা ভোটের অধিকার রক্ষায়....

বিষয়: রাজনীতি

৯৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172442
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অতীত আর বর্তমান এক নয়। আমার মনে হয় আপনার ধারণাটা ভুল পর্যবসিত হবে।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
126567
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : হয়ত....!
172569
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
বুড়া মিয়া লিখেছেন : আমিতো শুধু ভাবতেই পারি – কিছু করার ইচ্ছা অথবা যোগ্যতা কোনটাই নাই!

সবাই আমার মতো হলে ...
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
126566
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : জাতির মন মানুষিকতার পরিবর্তন দরকার ৷
173010
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
সাদাচোখে লিখেছেন : বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু মাত্র ভারত ও ভারতীয় এজেন্ট রা চেয়েছিল বলে, শেখ মুজিব ও তার ডান বাম হাত (দ্রঃ সাবেক ডেপুটি স্পীকার কর্নেল শওকত) রা আগরতলার মাধ্যমে বাংলার স্বাধীনতার নামে ৭১' সালে আমাদের সাড়ে ৭ কোটি মানুষকে প্রতারিত করেছিল, তার মধ্যের ৩০ লক্ষ্য মানুষকে হত্যাকারীর বন্দুকের নলের গোড়ায় ঠেলে দিয়েছে, (যার মধ্যে ২৭ লক্ষ গত ৪২ বছর ধরে নিধন হচ্ছে) আর ২ লক্ষ্য মা-বোনকে ইজ্জত লুটিয়ে দিতে বাধ্য করে (যার মধ্যে ১,৭৫ লক্ষ গত ৪২ বছর ধরে বাধ্য হয়েছে) এবং বিনিময়ে নিজেদের জন্য ৭১ এ কলকাতার আমোদ আহলাদ আর রাওয়ালপিন্ডির রাজবন্দীর মর্যাদা এবং পরবর্তী এ ভূখন্ড কন্ডিশনাল ইজারা।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
126640
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : যাই হোক; আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি ৷ তাই এখন এই দেশটা রক্ষা করাই আমাদের দায়িত্ব ৷
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৫১
126734
সাদাচোখে লিখেছেন : মিথ্যার উপর প্রতিষ্ঠিত কোন কিছু তা সে দেশ হোক আর যাই হোক - একজন মুসলমানের রক্ষা করার কোন ঠেকা পড়েনা। বরং সত্যের উপর প্রতিষ্ঠিত মুসলিম জনগোষ্ঠি ও তাদের উপর অর্পিত জীবন বিধান রক্ষা করা প্রত্যেক সচেতন ও এ্যাকটিভ মানুষের দায়িত্ব।
আমরা কি অমন এক দেশ রক্ষা করতে কাজ করবো - যা আলটিমেটলী নুরী আল মালিকির ইরাক কিংবা সিসির ইজিপ্ট হবে কিংবা নেপাল?

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File