________দৃষ্টি আকর্ষনヅ
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৮:৩৮ দুপুর
চবি,রাবি,শাবি ও ইবির ঘটনা গুলো বিচ্ছিন্ন নয়। বরং পর্যায়ক্রমে পুর্ব পরিকল্পিত এজেন্ডার বাস্তবায়ন হচ্ছে। বাকশাল পুনরায় ক্ষমতায় আসার আগ থেকেই এই মেয়াদে ক্ষমতায় আসার পর পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোকে দখলের পরিকল্পনা নেয়। ষরযন্ত্র বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে :
1.যার প্রথম স্টেপে 12 জানুয়ারী শাহ-আমানত হল দখলে নামে ছাত্রলীগ। শহীদ হন হল সেক্রেটারি মামুন হায়দার। শাহ-আমানত হলটি এখন বন্ধ আছে । গতকাল এক শিবির নেতাকে মারধর করেছে ছাত্রলীগ । আজ আবারো ক্যাম্পাসে [চবি] এক ভাইকে মেড়েছে ছাত্রলীগ।
2.দ্বিতীয় স্টেপে শাবির পাশ্ববর্তি এলাকার সব মেস বন্ধ করা হয়েছে ।
3.তৃতীয় স্টেপে কথিত বেতন-ভাতার আন্দোলনের নামে রাবি বন্ধ করা হয়েছে । এখন ঐ ঘটনার দায় চাপিয়ে শিবিরের বিরুদ্ধে অভিযান চালাবে [ 2009 সালে একই ভাবে কথিত বেতন-ভাতার আন্দোলনের নামে চবি শিবিরের বিরুদ্ধে র্নিমম অভিযান চালায়]
4.মিষ্টি খাওয়ানোর নামে মুলত ইবিকে অস্থিতিশীল করা হচ্ছে । তাই , সর্তক হোন ।
বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে ছাত্রলীগের একক আধিপত্য প্রতিষ্ঠার ষরযন্ত্র শুরু হয়ে গেছে । তাই, তুচ্ছ বিষয়ে মাথা গড়ম করবেন না । সংঘটনের নির্দেষ কঠিন ভাবে মানুন । পায়ে মাড়া দিয়ে ঝগড়া বাধালেও এড়িয়ে যাবার চেষ্টা করুন। তবে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেলে এক চুলও ছাড় দেয়া যাবে না ।
আল্লাহ আমাদের হেফাজত করুন । আমীন।
আহমদ মুসা ヅ ahmed musa's blog
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন