________দৃষ্টি আকর্ষনヅ

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৮:৩৮ দুপুর



চবি,রাবি,শাবি ও ইবির ঘটনা গুলো বিচ্ছিন্ন নয়। বরং পর্যায়ক্রমে পুর্ব পরিকল্পিত এজেন্ডার বাস্তবায়ন হচ্ছে। বাকশাল পুনরায় ক্ষমতায় আসার আগ থেকেই এই মেয়াদে ক্ষমতায় আসার পর পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোকে দখলের পরিকল্পনা নেয়। ষরযন্ত্র বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে :

1.যার প্রথম স্টেপে 12 জানুয়ারী শাহ-আমানত হল দখলে নামে ছাত্রলীগ। শহীদ হন হল সেক্রেটারি মামুন হায়দার। শাহ-আমানত হলটি এখন বন্ধ আছে । গতকাল এক শিবির নেতাকে মারধর করেছে ছাত্রলীগ । আজ আবারো ক্যাম্পাসে [চবি] এক ভাইকে মেড়েছে ছাত্রলীগ।

2.দ্বিতীয় স্টেপে শাবির পাশ্ববর্তি এলাকার সব মেস বন্ধ করা হয়েছে ।

3.তৃতীয় স্টেপে কথিত বেতন-ভাতার আন্দোলনের নামে রাবি বন্ধ করা হয়েছে । এখন ঐ ঘটনার দায় চাপিয়ে শিবিরের বিরুদ্ধে অভিযান চালাবে [ 2009 সালে একই ভাবে কথিত বেতন-ভাতার আন্দোলনের নামে চবি শিবিরের বিরুদ্ধে র্নিমম অভিযান চালায়]

4.মিষ্টি খাওয়ানোর নামে মুলত ইবিকে অস্থিতিশীল করা হচ্ছে । তাই , সর্তক হোন ।

বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে ছাত্রলীগের একক আধিপত্য প্রতিষ্ঠার ষরযন্ত্র শুরু হয়ে গেছে । তাই, তুচ্ছ বিষয়ে মাথা গড়ম করবেন না । সংঘটনের নির্দেষ কঠিন ভাবে মানুন । পায়ে মাড়া দিয়ে ঝগড়া বাধালেও এড়িয়ে যাবার চেষ্টা করুন। তবে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেলে এক চুলও ছাড় দেয়া যাবে না ।

আল্লাহ আমাদের হেফাজত করুন । আমীন।

আহমদ মুসা ヅ ahmed musa's blog

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172411
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
আহমদ মুসা লিখেছেন : সংঘঠনের পলিসি মেকারদের আরো সতর্ক হওয়া দরকার। প্রত্যেক সিদ্ধান্ত যেন হয় সংকীর্ণ সাংঘঠনিক নগদ লাভের আশা না করে বরং পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে হয়। এক্ষেত্রে মুসলিম মিল্লাতের অতীত ইতিহাস ও অভিজ্ঞতা পলিসি মেকারদের জন্য গাইডতাদা হিসেবে কাজ করবে বলে আমার মনে হয়।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
126160
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
172441
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : গোয়েন্দা তথ্যের জন্য ধন্যবাদ।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
126161
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
172449
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সকল কলেজ-বিশ্ববিদ্যালয় দখলে নিয়েও তারা খুশী হতে পারবেনা। কেননা অযোগ্য ব্যক্তিকে যতই ঘষা মাজা করা হউক না কেন, সে কোনদিন যোগ্য হিসেবে গড়ে উঠেনা। ছাত্রলীগে যোগ্য ছাত্র খোজার জন্য তো অনুবীক্ষণ যন্ত্র লাগবে। যাদের বেয়াদবীর কারণে খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত সেখান থেকে বেরিয়ে পড়েছেন।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
126163
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
172467
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৭
সিটিজি৪বিডি লিখেছেন : বাআল সারাদেশের শিক্ষা প্রতিষ্টানগুলো দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
126162
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ
172517
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শিক্ষা প্রতিষ্টানের শত্রু ছাত্রলীগ কে নিষিদ্ধ করা উচিৎ ,কিন্তু এটা কে করবে ?
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
126254
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File