টুডে চলছে চলবে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জানুয়ারি, ২০১৪, ০২:৫৮:৩৪ দুপুর



লুকোচুরী ধর পাকড়, চলছে

টুডে ব্লগ রোষানলে, পড়ছে

বারবার হামলা, করছে সরকার

টুডেও নয়তো, সহজে দমবার।

Rose

আমরাও চেয়ে থাকি, কবে

টুডেব্লগ, আবার চালু হবে

ব্লগ ছাড়া দিনতো কাটেনা

লিখা লিখি কোনমতে জমেনা।

Rose

মনে ক্ষোভ, সরকার হারামি

টুডেতো কারো পিছে লাগেনি

তবুও কেন, করে হামলা

অহেতুক বাড়ায়, শুধু ঝামেলা।

Rose

টুডে চলছে, চলবে

যত ভাধা বিপত্তি, আসবে

সত্য ন্যায় এর সংগ্রামে

টুডেও যাবেনা, কখনো দমে।

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ৬৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168952
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৪
প্রিন্সিপাল লিখেছেন : চলছে, চলবে।
আছে, থাকবে।
সবাই আমরা একই পরিবার
শক্তি না কারো নড়াবার।

আপনাকে অনেক ধন্যবাদ।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৮
123768
বাকপ্রবাস লিখেছেন : সবাই আমরা একই পরিবার
শক্তি না কারো নড়াবার
ধন্যবাদ প্রিন্সিপাল স্যার
168959
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
গেরিলা লিখেছেন : প্রিন্সিপাল লিখেছেন : চলছে, চলবে।
আছে, থাকবে।
সবাই আমরা একই পরিবার
শক্তি না কারো নড়াবার।

আপনাকে অনেক ধন্যবাদ।
রিপোর্ট করুন
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৭
123767
বাকপ্রবাস লিখেছেন : সবাই আমরা একই পরিবার
শক্তি না কারো নড়াবার
সত্য ও ন্যায়ের পথে
আমরা আছি টুডের সাথে
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪০
123995
প্রিন্সিপাল লিখেছেন : শুকরিয়ার বদলে আবার শুকরিয়া।
168961
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
নেহায়েৎ লিখেছেন : টুডে চলছে চলবে
দেশের কথা বলবে
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
123766
বাকপ্রবাস লিখেছেন : আপনার কথাটাই
ইমরান ভাই
বলতে চাই
168982
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
ইমরান ভাই লিখেছেন : নেহায়েৎ লিখেছেন : টুডে চলছে চলবে
দেশের কথা বলবে
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
123765
বাকপ্রবাস লিখেছেন : আমারাও তাই বলি
টুডের সাথে চলি
168984
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চলতে হবে!
মানুষের মুখ যতই চেপে ধরা হোক হৃদয় এর ঘৃনা প্রকাশ হবেই।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৪
123764
বাকপ্রবাস লিখেছেন : মুখে তালা দেয়া যায় হৃদয়কে নয়, টিকই বলেছেন, দামি কথা কিন্তু
169030
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
সিটিজি৪বিডি লিখেছেন : টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৩
123763
বাকপ্রবাস লিখেছেন : টুডে চলছে চলবে
সত্য কথা বলবে
বাকশাল পেলে
আছাড় দেবে তুলে
169087
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : টুডে চলবে
টুডে চলবে
টুডে চলবে
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০২
123762
বাকপ্রবাস লিখেছেন : নট অনলি টুডে
টুমোরোও চলবে
169690
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : সিটিজি৪বিডি লিখেছেন : টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চলবে

টুডে চলছে চল
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০১
123760
বাকপ্রবাস লিখেছেন : আবু তাহের মিয়াজী লিখেছেন : সিটিজি৪বিডি লিখেছেন : টুডে চলছে চলবে
169701
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
সজল আহমেদ লিখেছেন : সবাইর লগে একমত
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০১
123759
বাকপ্রবাস লিখেছেন : দশের লাঠি একের বোঝা
সহজ কথা বুঝতে সোজা
১০
169713
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০০
123758
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ পলাশ ৭৫
প্রয়োজনে আবার একাত্তর
এবারের সংগ্রাম বাকশাল মুক্তির
যে ধার ধারেনা কোন রকম যুক্তির
১১
169733
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : টুডে ছিলো,টুডে আছে,টুডে থাকবে ।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৯
123756
বাকপ্রবাস লিখেছেন : টুডে ছিলো,টুডে আছে,টুডে থাকবে
টুডের আহবানে ব্লগাররা জাগবে
১২
169745
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
সিকদারর লিখেছেন : শত বাধা বিপক্তি পেরিয়ে বিডি টু ডে ব্লগ দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলুক ।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৯
123755
বাকপ্রবাস লিখেছেন : ইনশাআল্লাহ টুডে ন্যায়ের কথা বলবে, সত্য পথে চলবে
১৩
169748
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
বিন হারুন লিখেছেন : চলছে লডাই চলবে.
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৮
123754
বাকপ্রবাস লিখেছেন : চলছে লডাই চলবে
বাকশালীরা জ্বলবে
১৪
169791
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
মোহাম্মদ লোকমান লিখেছেন : টুডে চলছে চলবে- ইনশাআল্লাহ্।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৭
123753
বাকপ্রবাস লিখেছেন : ইনশাআল্লাহ্ টুডে চলছে চলবে
১৫
169792
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
লোকমান লিখেছেন : টুডে চলছে চলবে
ব্লগারগণ মনের কথা
এখানেই বলবে।

নির্লজ্জ সরকার
বন্ধ করবে কত বার
টুডে নতুন রুপে
আসবে বারবার।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৬
123752
বাকপ্রবাস লিখেছেন : চলছে চলবে
সত্য কথা বলবে
বাকশালী হান
টুডে মানবেনা
১৬
169800
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : টু- ডে তুমি এগিয়ে চলো,
আমরা আছি তোমার সাথে৷
দিনের আলোয় রইছি মোরা,
থাকব জেগে আঁধার রাতে৷
টু-ডে তুমি এগিয়ে চলো,
হাজার সাথী তোমার সনে,
সত্যটিরে বাইরে আন,
মিথ্যারে দাও নির্বাসনে৷
টু-ডে তুমি ভয় করোনা,
সত্যের জয় হতেই হবে,
আসবে বাধা, আসবে বিপদ,
কৌশলে তা দলতে হবে৷
টু-ডে হও দীর্ঘ জীবি,
শীতল ছায়ার পরশ দিও৷
তোমার সাথে রয়েছে সাথে,
বন্ধু তাদের বানিয়ে নিও৷
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৫
123751
বাকপ্রবাস লিখেছেন : শেখের পোলার ছড়াটা
ছাড়িয়ে গেছে মূলটা
সবার সেরা শেখের পোলা
দামটা তাই তোলা তোলা
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
123928
নেহায়েৎ লিখেছেন : আসসালামু আলাইকুম। আব্দুস সামাদ ভাই কেমন আছেন। আমাকে ফেসবুকে এড করেন।
https://www.facebook.com/abdulmazed.rahman
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
124332
শেখের পোলা লিখেছেন : নেহায়েত ভাই আমি ফেসবুকে নেই৷ বুঝি কম তাই এগুইনা৷ সরি৷ নিয়মিত হোন এখানেই কথা হবে ধন্যবাদ৷
১৭
169819
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : সব যুদ্ধাপরাধীদের কে বাচানোর ষড়যন্ত্র এ ছাড়া আর কিছুই না।
ব-তে বিডিটুডে তুই রাজাকার তুই রাজাকার।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৪
123750
বাকপ্রবাস লিখেছেন : ভন্ড সরকার ভন্ডামিতে সেরা
টুডে ব্লগ থাকলে বুঝি খাবে আবার ধরা
তাইতো ব্লগ চাইছে বন্ধ করতে
পারছেনা তা কোন মতে
১৮
169834
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
নীল জোছনা লিখেছেন : এক কথায় অসাধারণ Thumbs Up Thumbs Up Thumbs Up
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫২
123749
বাকপ্রবাস লিখেছেন : ব্লগ থাকবেই থাকবে ইনশাআল্লাহ
১৯
169841
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১১
আইল্যান্ড স্কাই লিখেছেন : এই বাকশাল স্বৈরাচারী সরকার যতই ষঢ়যন্ত্র করুকনা কেন টুডে চলছে চলবে ইনশআল্লাহ ?
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫২
123748
বাকপ্রবাস লিখেছেন : ইনশাআল্লা এতদিন যখন পারেনাই, এই ব্লগ থাকবেই ইনশাহআল্লাহ
২০
169848
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো । Rose Rose
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫১
123747
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জবলুল হক ভাই, আমাদের সকলের দোয়া আর কতৃপক্ষের প্রচেষ্টায় এই ব্লগ বন্ধ হবেনা ইনশাহআল্লাহ
২১
170021
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪১
বৃত্তের বাইরে লিখেছেন : টুডে ব্লগের উপর দিয়ে ঝড় তো কম যাচ্ছেনা। এতবার বন্ধ হওয়ার পরও ব্লগের সম্পাদক,মডারেটর টিম ব্লগকে সচল রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছেন/যাচ্ছেন। তাদের নিরলস শ্রম অবশ্যই প্রশংসার দাবী রাখে। টুডে ব্লগ এগিয়ে যাক Good Luck Thumbs Up

আপনার চেষ্টাকেও স্বাগত জানাই। স্টিকি পোস্টে অভিনন্দন Good Luck Rose Happy
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪৯
123744
বাকপ্রবাস লিখেছেন : হঠাৎ দেখে তাস্কি খাইলাম, সোনার বাংলায় সবার পোষ্ট ষ্টিকি হতো, আমার মনে খুব ইচ্ছে ছিল কবিতা লিখে স্টিকি করাব, অবশেষে পেরেছিলাম, সম্ভবত উমামাকে নিয়ে লিখা, ধন্যবাদাপু
২২
170022
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪১
শিকারিমন লিখেছেন : কন কি থাকবেই তো
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫০
123745
বাকপ্রবাস লিখেছেন : তুমি অকে কষ্ট করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারনি............
২৩
170030
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১২
123770
বাকপ্রবাস লিখেছেন : দুষ্টু পোলার লেগেছে ভাল
টুডে ব্লগের জ্ঞানের আলো
চলো সবাই জোরসে চলো
টুডে ব্লগের সাথেই চলো
২৪
170036
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৭
ভিশু লিখেছেন : বাকশালকে কি কিছু কামড়ে দিয়েছে নাকি?! বুঝতে পারলাম নাহ! একটা ব্লগকে নিয়েই এ অবস্থা?!?!? Surprised
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৪
123772
বাকপ্রবাস লিখেছেন : সরকার মারে ঝাপটা
টুডেও দেয় লাফ টা
সরকার মুখ থোবড়ে
টুডে যায়না ঘাবড়ে
সরকার বসে কান্দে
টুডে পড়েনা ফান্দে
সরকার বলে দুর ছাই
টুডে বলে ঠিক তাই
সরকার বলে আর পারিনা
টুডে বলে ভাল হতে পয়সা লাগেনা
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩১
123785
ভিশু লিখেছেন : অবিশ্বাস্য, অসাধারণ...Surprised Praying Thumbs Up Applause Chatterbox সর্বদা, তরতাজা, মচমচে, কুড়কুড়ে ইনস্ট্যান্ট কবিকে অনেক অন্নেক ধন্যবাদ...Happy Good Luck Rose
২৫
170096
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৫৫
ইবনে হাসেম লিখেছেন : এই ইনসট্যান্ট কবির জন্য একুশে পদক নির্ধারিত হয়ে গেল... অপেক্ষায় আছি শুভ দিন ও ক্ষণের
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৯
124536
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor হাসতে হাসতে পরান যায়
কিযে বলে ইবনে হাসেম ভাই
২৬
170156
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৩
মারজান বিন ছনা লিখেছেন : টুডে চলছে, চলব......

ধন্যবাদ ভাই। Good Luck
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৯
124537
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ মারজান বিন ছনা
ইনশাহআল্লাহ টুডে বন্ধ হবেনা
২৭
170160
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৬
অজানা পথিক লিখেছেন : যতই করুক ষড়যন্ত্রের
অক্টোপাসী থাবা
প্রতিরোধের জোয়ার দেখে
বলবে ওরে বাবা

চলছে টুডে চলবে সদা
যেমন করেই চলে
কেউ পারেনি থামাতে হায়
কূট- কৌশল ও কলে
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২০
124538
বাকপ্রবাস লিখেছেন : চলছে টুডে চলবে
বাকশালীরা যতই বাঁধা দিক
টুডে আরো জমবে
২৮
170201
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২০
সুমন আখন্দ লিখেছেন : টুডে চলছে!
টুমরো চলবে!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২১
124539
বাকপ্রবাস লিখেছেন : জি স্যার জি স্যার
টুডে চলবে
এই ব্যাপারে নাই ছাড়
২৯
170239
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :

ল্যান্ডিয়ার জারজ সন্তান নাভীর নিচের বাল সরকার
স্বাধীনতা বিক্রি করে দেশটা করতে চায় ছারখার।


টুডে ব্লগ দিয়েছে বাধা বেজায় নাখোশ হাম্বা
ব্লগারদের হাতে গিরাইল্লা বাশ, সাইজ একটু লম্বা




কারো হাতে চেড়া জুতা, কারো হাতে ঢিল
খাচ্ছে অবিরাম জনতার ধাওয়া পড়ছে মাথায় কিল
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২২
124540
বাকপ্রবাস লিখেছেন : গ্যাঞ্জাম খানের গ্যাঞ্জামে
বাকশাল যাবে পতনেSurprised
৩০
170240
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
সালাহ লিখেছেন : এক পেটী কোর্টের জ্বালায় আমরাতো আর হাত গূটিয়ে বসে থাকতে পারি না । যাহোক , কষ্ট করে সুন্দর কিছু উপহার দেয়ার জন্য পাটি সাপটা খাবার নিমন্ত্রন রইল
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২৩
124541
বাকপ্রবাস লিখেছেন : হাতটা ধুযে আসি দাতটা মেজে
বাকশাল আগে খাব
পাটি সাপটা বাদে
৩১
170347
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
আব্দুল গাফফার লিখেছেন : টুডে নয় দমবার
বাকশালী ছারখার
Rose
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২৩
124542
বাকপ্রবাস লিখেছেন : এই শ্লোগান চাই বারবার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File