টুডে চলছে চলবে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জানুয়ারি, ২০১৪, ০২:৫৮:৩৪ দুপুর
লুকোচুরী ধর পাকড়, চলছে
টুডে ব্লগ রোষানলে, পড়ছে
বারবার হামলা, করছে সরকার
টুডেও নয়তো, সহজে দমবার।
আমরাও চেয়ে থাকি, কবে
টুডেব্লগ, আবার চালু হবে
ব্লগ ছাড়া দিনতো কাটেনা
লিখা লিখি কোনমতে জমেনা।
মনে ক্ষোভ, সরকার হারামি
টুডেতো কারো পিছে লাগেনি
তবুও কেন, করে হামলা
অহেতুক বাড়ায়, শুধু ঝামেলা।
টুডে চলছে, চলবে
যত ভাধা বিপত্তি, আসবে
সত্য ন্যায় এর সংগ্রামে
টুডেও যাবেনা, কখনো দমে।
বিষয়: বিবিধ
১৫৭১ বার পঠিত, ৬৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আছে, থাকবে।
সবাই আমরা একই পরিবার
শক্তি না কারো নড়াবার।
আপনাকে অনেক ধন্যবাদ।
শক্তি না কারো নড়াবার
ধন্যবাদ প্রিন্সিপাল স্যার
আছে, থাকবে।
সবাই আমরা একই পরিবার
শক্তি না কারো নড়াবার।
আপনাকে অনেক ধন্যবাদ।
রিপোর্ট করুন
শক্তি না কারো নড়াবার
সত্য ও ন্যায়ের পথে
আমরা আছি টুডের সাথে
দেশের কথা বলবে
ইমরান ভাই
বলতে চাই
দেশের কথা বলবে
টুডের সাথে চলি
মানুষের মুখ যতই চেপে ধরা হোক হৃদয় এর ঘৃনা প্রকাশ হবেই।
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
সত্য কথা বলবে
বাকশাল পেলে
আছাড় দেবে তুলে
টুডে চলবে
টুডে চলবে
টুমোরোও চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চলবে
টুডে চলছে চল
সহজ কথা বুঝতে সোজা
প্রয়োজনে আবার একাত্তর
এবারের সংগ্রাম বাকশাল মুক্তির
যে ধার ধারেনা কোন রকম যুক্তির
টুডের আহবানে ব্লগাররা জাগবে
বাকশালীরা জ্বলবে
ব্লগারগণ মনের কথা
এখানেই বলবে।
নির্লজ্জ সরকার
বন্ধ করবে কত বার
টুডে নতুন রুপে
আসবে বারবার।
সত্য কথা বলবে
বাকশালী হান
টুডে মানবেনা
আমরা আছি তোমার সাথে৷
দিনের আলোয় রইছি মোরা,
থাকব জেগে আঁধার রাতে৷
টু-ডে তুমি এগিয়ে চলো,
হাজার সাথী তোমার সনে,
সত্যটিরে বাইরে আন,
মিথ্যারে দাও নির্বাসনে৷
টু-ডে তুমি ভয় করোনা,
সত্যের জয় হতেই হবে,
আসবে বাধা, আসবে বিপদ,
কৌশলে তা দলতে হবে৷
টু-ডে হও দীর্ঘ জীবি,
শীতল ছায়ার পরশ দিও৷
তোমার সাথে রয়েছে সাথে,
বন্ধু তাদের বানিয়ে নিও৷
ছাড়িয়ে গেছে মূলটা
সবার সেরা শেখের পোলা
দামটা তাই তোলা তোলা
https://www.facebook.com/abdulmazed.rahman
ব-তে বিডিটুডে তুই রাজাকার তুই রাজাকার।
টুডে ব্লগ থাকলে বুঝি খাবে আবার ধরা
তাইতো ব্লগ চাইছে বন্ধ করতে
পারছেনা তা কোন মতে
আপনার চেষ্টাকেও স্বাগত জানাই। স্টিকি পোস্টে অভিনন্দন
টুডে ব্লগের জ্ঞানের আলো
চলো সবাই জোরসে চলো
টুডে ব্লগের সাথেই চলো
টুডেও দেয় লাফ টা
সরকার মুখ থোবড়ে
টুডে যায়না ঘাবড়ে
সরকার বসে কান্দে
টুডে পড়েনা ফান্দে
সরকার বলে দুর ছাই
টুডে বলে ঠিক তাই
সরকার বলে আর পারিনা
টুডে বলে ভাল হতে পয়সা লাগেনা
কিযে বলে ইবনে হাসেম ভাই
ধন্যবাদ ভাই।
ইনশাহআল্লাহ টুডে বন্ধ হবেনা
অক্টোপাসী থাবা
প্রতিরোধের জোয়ার দেখে
বলবে ওরে বাবা
চলছে টুডে চলবে সদা
যেমন করেই চলে
কেউ পারেনি থামাতে হায়
কূট- কৌশল ও কলে
বাকশালীরা যতই বাঁধা দিক
টুডে আরো জমবে
টুমরো চলবে!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
টুডে চলবে
এই ব্যাপারে নাই ছাড়
ল্যান্ডিয়ার জারজ সন্তান নাভীর নিচের বাল সরকার
স্বাধীনতা বিক্রি করে দেশটা করতে চায় ছারখার।
টুডে ব্লগ দিয়েছে বাধা বেজায় নাখোশ হাম্বা
ব্লগারদের হাতে গিরাইল্লা বাশ, সাইজ একটু লম্বা
কারো হাতে চেড়া জুতা, কারো হাতে ঢিল
খাচ্ছে অবিরাম জনতার ধাওয়া পড়ছে মাথায় কিল
বাকশাল যাবে পতনে
বাকশাল আগে খাব
পাটি সাপটা বাদে
বাকশালী ছারখার
মন্তব্য করতে লগইন করুন