“বন্দুকযুদ্ধ” ও “কথিত বন্দুকযুদ্ধ”

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ২৮ জানুয়ারি, ২০১৪, ০২:৫৪:২৫ দুপুর

“বন্দুকযুদ্ধ” শব্দটির সাথে আমার প্রথম পরিচয় হয় সম্ভবত 2000 সালের দিকে । তৎকালিন সময়ে প্রায়াশই উত্তরাঞ্চলে বন্দুকযুদ্ধে বিভিন্ন চড়মপন্থি,লাল বাহীনি’র সদস্যরা নিহত হত। আর সংবাদ মাধ্যম গুলো ঘটনার বিরণে “কথিত বন্দুকযুদ্ধ” কথাটি লিখত। ঠিক তেমনি গতকাল যশোর ও অভয়নগরে দুই চড়মপন্থি নেতা নিহত হয়েছেন। আর ঠিক পুর্বের মতই সেই সংবাদ পাঠের পূর্বে খুব জোরের সাথেই সেই “কথিত বন্দুকযুদ্ধ” শব্দটি উচ্চারন করলো সংবাদ পাঠক [C-24]।

অথচ গত একমাস ধরে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে কথিত বন্দুকযুদ্ধে প্রায় 27 জন নেতা র্কমী নিহত হলেও কখনই ভুলেও সংবাদ মাধ্যম গুলো একবারের জন্যও “কথিত” শব্দটির উচ্চারণ করেনি । এমনকি সরকার বিরোধী বলে পরিচিত সংবাদ মাদ্ধমগুলোও।

তাই মনে প্রশ্ন জাগে এ কেমন সাংবাদিকতা ? কার জন্য এই সাংবাদিকতা ?

দেশের স্বাভাবিক রাজনীতি বাইরের লাল বাহীনির জন্য ?? না স্বাভাবিক রাজনীতির জন্য ???

বিষয়: রাজনীতি

৮৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168947
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৭
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহই সর্বোত্তম রক্ষক।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
122763
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ধন্যবাদ প্রিন্সিপাল ভাই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File