বেষ্ট বন্ধুর আবদার টেষ্ট খেলা ছাড়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৪, ০৪:৩৫:৩২ বিকাল
বেষ্ট বন্ধু বলল ডেকে টেষ্ট খেলে কি হবে?
ওয়ানডে টা চালাও হেকে সাফল্যটা আসবে তবে
ভাবলাম ঠিক তাইতো আগে বুঝিনাইতো
বন্ধু আমায় না বুঝালে বোকাই তবে থাকতে হতো
.
এমন বন্ধু থাকে যদি ধন্য এ জীবন
তার জন্য জীবন দেব হলে প্রয়োজন
বন্ধু তোমার কি চাই বল টেষ্ট দিলাম ছেড়ে
ওয়ানডেটাও ছাড়ব নাকি বল একটু করে
.
জার্সি আমার লোগো তোমার যেদিন চড়ালাম
সেদিন থেকে বন্ধু তোমায় বুকে জড়ালাম
আজ থেকে কথা দিলাম টেষ্ট খেলবনা আর
প্রতিবাদ করলে কেউ তকমা হবে রাজাকার
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না কি উনারা নিজেদের কথা বুঝাতে চেয়েছেন ?
বিস্তারিত পড়ুন Click this link
সুজন ভাল লাগতো তার লড়াকু মনোভাব । তবে অধিনায়ক থাকার সময় সে মাঠেই খেলোয়াড়দের সাথে চেঁচামেচি করতো যা এই লেভেলে এসে মানায় না । পাড়ার ক্রিকেটে হয়ত মানায় ।
আকরাম খান বাংলাদেশের ক্রিকেটে যদি একজন ব্যক্তির কথা বলা হয় তাহলে , আকরাম খানের নামই আসবে সবচেয়ে বেশী ।
জমিদারদের প্রস্তাবের বিপক্ষে না যাবার জন্য যে ভোট হয়েছে তাতে যে ২০ জন প্রস্তাবের পক্ষে ছিলেন তাতে অন্য যে কারও নাম আমাকে বিস্মিত করতে পারে নি যতটা না বিস্মিত করেছে আকরাম খানের নাম ।
আকরাম খান ! আমাদের সবার আইডল আকরাম খান এমন একটা সিদ্ধান্তের ব্যাপারে হ্যাঁ বলিয়েদের সাথে ছিলেন যেটা ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য আক্ষরিক অর্থেই মৃত্যু পরোয়ানা ।
যে আকরাম খাঁনের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট আজ এই খানে !
শুধু টাকা আসবে বলে এই আত্মহত্যার মত সিদ্ধান্ত ! উনি কি একটিবারের জন্যও ভেবে দেখেননি তার উত্তরসূরীদের কথা ? তার ভাতিজাদের কথা ?
না কি উনাদের সময় ফুরিয়ে গেছে দেখে এবং এখন তারা খেলে আর কিছুই কামাতে পারবে না দেখে অন্যদের ( সাকিব , তামিম , মুশফিক , নাসির , সোহাগ .....)প্রতি ঈর্ষান্বিত হয়ে ঔপনিবেশিক মানসিকতা লালনকারীদের এরকম একটা বাজে , ঘৃণ্য , আত্মঘাতি প্রস্তাবে সমর্থন দিতে গেছেন ?
সাব্বাস চেতনার ধজাধারীরা।
বলুন তো আমাদের স্বাধীন ভূখণ্ড সর্বশেষ কবে পরাধীন হয়েছে ??
পিলাচ
প্রথমত জেনারেল মঈন কর্তৃক আঁতাতের নির্বাচন করে হাসিনাকে ক্ষমতায় বসানো এবং পিলখানায় সেনাবাহিনী অফিসারদের পিলখানায় হত্যার মাধ্যমে ভূখণ্ডে সরব পলাশী ঘটে গেছে। আমরা এখন পলাশীর পরবর্তী সময় পাড় করছি।
এই বিষয় নিয়া একখান ছন্দময় কথার মালা ছাই, ভাই।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন