তোমরা যারা ক্রিকেট বোঝো........

লিখেছেন লিখেছেন খামচি বাবা ২৫ জানুয়ারি, ২০১৪, ০৪:০০:৩৮ বিকাল

তোমরা ক্রিকেট বোঝ,

রানা প্লাজায় চাপা পড়া

পঙ্গু সালমার ফাসি নেয়ার জীবন-যন্ত্রণা বোঝ না- তোমরা ক্রিকেট বোঝ,

পুলিশ ভবনের ছাদে মস্তকবিহীন লাশ বোঝ না- তোমরা ক্রিকেট বোঝ,

গোয়েন্দা সদর দপ্তরে বিরোধী রাজনৈতিক কর্মীর খন্ডিত মস্তক বোঝ না-

তোমরা ক্রিকেট বোঝ,

কারাবন্দী সম্পাদক বোঝ না-

বাছা বাছা মিডিয়ার বন্ধ ক্যামেরা বোঝ না,

তোমরা ক্রিকেট বোঝ,

সীল গালা করা পত্রিকা অফিস বোঝ না-

ভুখা বেকার সংবাদিক বোঝ না-

তোমরা ক্রিকেট বোঝ,

তোমরা ক্রিকেট বোঝ,

রাজনীতিবিদদের হররোজ পালিয়ে থাকা,

বালুর ট্রাক... ট্রেন ফেল গোলাপী,

সেনাপতি সমভিব্যাহারে গনভবনে পিঠা উতসব বোঝনা-

তোমরা ক্রিকেট বোঝ,

রাজশাহীর মহা সড়কে পাশাপাশী পড়ে থাকা

দুই দরিদ্র কৃষকের গুলি খাওয়া লাশ বোঝ না-

তোমরা ক্রিকেট বোঝ,

উত্তর বঙ্গের জাকালো শীতে ঘরছাড়া কৃষক–

রাতের পর রাত ধানের ক্ষেতে র‍্যাব পুলিশের ভয়ে... বোঝনা !

তোমরা ক্রিকেট বোঝ,

গুম হয়ে যাওয়া বাবা-ভাই-সন্তান বোঝ না-

হঠাত লাশ হয়ে ফিরে আসা ছোট ভাই বোঝ না-

তোমরা ক্রিকেট বোঝ,

যৌথ বাহিনীর বুলডোজারের গুড়ো হয়ে যাওয়া

ভিটে মাটির দুঃখ বোঝ না-

তোমরা ক্রিকেট বোঝ,

কিন্তু সাতক্ষীরার ধর্ষিত বোনের চোখের জল বোঝ না-

তোমরা ক্রিকেট বোঝ, জাস্টিন বাইবার বোঝ,

সনু নিগাম বোঝ, আসিফ আজিম বোঝ,

জেলবন্দী ব্লগার বোঝ না, হাহ্ !

আহা ! আহা !! আহা !!! তোমরা ক্রিকেট বোঝ,

টেলিভিশনের টক-শোর সাহসী কন্ঠ গুলোর স্তব্ধ হয়ে যাওয়া-

মিনমিনে কন্ঠের সরকার সমর্থক নুতন মুখ- বোঝ না...

তোমরা ক্রিকেট বোঝ,

নিখোঁজ সন্তানের নির্বাক মা, সন্ত্রস্ত বোন

যৌথ বাহিনীর সদা অত্যাচার – নিশীথ রাতের কড়া নাড়া

বোঝ না, বোঝ না, বোঝ না, তোমরা বোঝ নাহ্...........

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167310
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
হতভাগা লিখেছেন : আমাদের ভাই এত কিছু বুঝেও কাজ নেই ।

এত লাশ পড়লো , ভবন ধ্বসে গেল , খুন হলো , গুম হলো - এসব তো প্রত্যেকদিনই হচ্ছে । এসব শুনত শুনতে দেখতে দেখতে আমাদের অনুভূতি ভোঁতা হয়ে গেছে ।

আমরা সারা বছরই থাকি এইসব ঘটনার মধ্যে ।

মাঝে মাঝে দুই-একটা ঘটনা যাও আসে খুশির তা এই ক্রিকেটের হাত ধরেই । এজন্যই আমরা ক্রিকেট বুঝি ।

মাসে ২৯ দিন কাজের শেষে ৩০ তম দিনে গিয়ে বেতন পান । ঐ ১ দিনের বেতনের জন্য আপনি সারাটা মাস খেটেছেন । বেতন তো আর সবদিন পাওয়া যায় না ।

এই জন্যই বেতনের/আনন্দের ব্যাপারে মানুষ এত সিরিয়াস ।
167403
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
167789
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৭
খামচি বাবা লিখেছেন : ক্রিকেট বোঝা ভালো তবে এই অন্যায় অত্যাচার এর ধারা চলতে থাকলে আপনার লাশটাও যে কোনো সময় বাসায় বাসায়পৌছবে যখন যখনআপনার পরিবার হয়তো হয়তোমজা করে ক্রিকেট দেখছিলেন, আসলে আসলে নিজের ঘাঢ়ে না পরায় ঘটনা গুলো আপনার আমার কাছে সয়ে আসছে
167790
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৮
খামচি বাবা লিখেছেন : প্রিন্সিপাল আপনাকেও ধন্যবাদ
207494
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৬
কেলিফোরনিয়া লিখেছেন : এমন একটি কবিতার, পাঠ সংখ্যা ৭০ আর কমেন্ট ৪/৫
এমন একটা বিদ্রোহের বারুদ কবিতা, রক্তের ভেতর হুঙ্কার তোলেনা
এ জাতির বুকে, আসলে আমরাই অভিশাপ।

ভাই, মনের অজান্তেই, কবিতাটা আবৃতি করেছি...
জ্বলেছি, পুড়েছি, আর নোনা জলে হাত রেখে
নিজের অসহায় ঘাড় টাকে সেজদায় রেখেছি।
209429
১৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৭
খামচি বাবা লিখেছেন : কেলিফোরনিয়া, আপনাকে স্বাগতম, কে যে লিখেছিলো এই কবিতাটা জানতে পারিনি। সংহৃহিত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File