তোমরা যারা ক্রিকেট বোঝো........
লিখেছেন লিখেছেন খামচি বাবা ২৫ জানুয়ারি, ২০১৪, ০৪:০০:৩৮ বিকাল
তোমরা ক্রিকেট বোঝ,
রানা প্লাজায় চাপা পড়া
পঙ্গু সালমার ফাসি নেয়ার জীবন-যন্ত্রণা বোঝ না- তোমরা ক্রিকেট বোঝ,
পুলিশ ভবনের ছাদে মস্তকবিহীন লাশ বোঝ না- তোমরা ক্রিকেট বোঝ,
গোয়েন্দা সদর দপ্তরে বিরোধী রাজনৈতিক কর্মীর খন্ডিত মস্তক বোঝ না-
তোমরা ক্রিকেট বোঝ,
কারাবন্দী সম্পাদক বোঝ না-
বাছা বাছা মিডিয়ার বন্ধ ক্যামেরা বোঝ না,
তোমরা ক্রিকেট বোঝ,
সীল গালা করা পত্রিকা অফিস বোঝ না-
ভুখা বেকার সংবাদিক বোঝ না-
তোমরা ক্রিকেট বোঝ,
তোমরা ক্রিকেট বোঝ,
রাজনীতিবিদদের হররোজ পালিয়ে থাকা,
বালুর ট্রাক... ট্রেন ফেল গোলাপী,
সেনাপতি সমভিব্যাহারে গনভবনে পিঠা উতসব বোঝনা-
তোমরা ক্রিকেট বোঝ,
রাজশাহীর মহা সড়কে পাশাপাশী পড়ে থাকা
দুই দরিদ্র কৃষকের গুলি খাওয়া লাশ বোঝ না-
তোমরা ক্রিকেট বোঝ,
উত্তর বঙ্গের জাকালো শীতে ঘরছাড়া কৃষক–
রাতের পর রাত ধানের ক্ষেতে র্যাব পুলিশের ভয়ে... বোঝনা !
তোমরা ক্রিকেট বোঝ,
গুম হয়ে যাওয়া বাবা-ভাই-সন্তান বোঝ না-
হঠাত লাশ হয়ে ফিরে আসা ছোট ভাই বোঝ না-
তোমরা ক্রিকেট বোঝ,
যৌথ বাহিনীর বুলডোজারের গুড়ো হয়ে যাওয়া
ভিটে মাটির দুঃখ বোঝ না-
তোমরা ক্রিকেট বোঝ,
কিন্তু সাতক্ষীরার ধর্ষিত বোনের চোখের জল বোঝ না-
তোমরা ক্রিকেট বোঝ, জাস্টিন বাইবার বোঝ,
সনু নিগাম বোঝ, আসিফ আজিম বোঝ,
জেলবন্দী ব্লগার বোঝ না, হাহ্ !
আহা ! আহা !! আহা !!! তোমরা ক্রিকেট বোঝ,
টেলিভিশনের টক-শোর সাহসী কন্ঠ গুলোর স্তব্ধ হয়ে যাওয়া-
মিনমিনে কন্ঠের সরকার সমর্থক নুতন মুখ- বোঝ না...
তোমরা ক্রিকেট বোঝ,
নিখোঁজ সন্তানের নির্বাক মা, সন্ত্রস্ত বোন
যৌথ বাহিনীর সদা অত্যাচার – নিশীথ রাতের কড়া নাড়া
বোঝ না, বোঝ না, বোঝ না, তোমরা বোঝ নাহ্...........
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত লাশ পড়লো , ভবন ধ্বসে গেল , খুন হলো , গুম হলো - এসব তো প্রত্যেকদিনই হচ্ছে । এসব শুনত শুনতে দেখতে দেখতে আমাদের অনুভূতি ভোঁতা হয়ে গেছে ।
আমরা সারা বছরই থাকি এইসব ঘটনার মধ্যে ।
মাঝে মাঝে দুই-একটা ঘটনা যাও আসে খুশির তা এই ক্রিকেটের হাত ধরেই । এজন্যই আমরা ক্রিকেট বুঝি ।
মাসে ২৯ দিন কাজের শেষে ৩০ তম দিনে গিয়ে বেতন পান । ঐ ১ দিনের বেতনের জন্য আপনি সারাটা মাস খেটেছেন । বেতন তো আর সবদিন পাওয়া যায় না ।
এই জন্যই বেতনের/আনন্দের ব্যাপারে মানুষ এত সিরিয়াস ।
এমন একটা বিদ্রোহের বারুদ কবিতা, রক্তের ভেতর হুঙ্কার তোলেনা
এ জাতির বুকে, আসলে আমরাই অভিশাপ।
ভাই, মনের অজান্তেই, কবিতাটা আবৃতি করেছি...
জ্বলেছি, পুড়েছি, আর নোনা জলে হাত রেখে
নিজের অসহায় ঘাড় টাকে সেজদায় রেখেছি।
মন্তব্য করতে লগইন করুন