ভারত আমরা তোমাদের কি ক্ষতি করেছি ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ জানুয়ারি, ২০১৪, ০৩:৫২:৫২ দুপুর
আমরা তোমাদের কি ক্ষতি করেছি ?যার কারণে বার বার আমাদের ক্ষতি করে যাচ্ছ। পিলখানায় আমাদের সেনাবাহিনী হত্যা করালে।আমাদের পানির হিস্যা থেকে আমাদের বঞ্চিত করতেছ। দেশের মানুষের ভোটাধিকার কৌশলে তোমাদের দাস হাসিনাসরকার দিয়ে কেড়ে নিলে। এবার আমাদের সপ্নের ক্রিকেট কে ধ্বংস করতে যাচ্ছে কিন্তু কেন ভারত তোমাকে জবাব দিতেই হবে।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিস্তারিত পড়ুন
Click this link
♦ ভারতঃ
>টেস্ট স্ট্যাটাস - ১৯৩২
>প্রথম টেস্ট জয় - ১৯৫২(২০ বছর পর)
>টেস্টে প্রথম দ্বিশতক - ৩২ বছর পর
>ওয়ানডে স্ট্যাটাস - ১৯৭১
>প্রথম ওয়ানডে জয় - ১৯৭৯ (৮ বছর পর)
>প্রথম ওয়ার্ল্ড কাপ- সবগুলো ম্যাচ গু হারা হেরে প্রথম রাউন্ড
থেকে বিদায়।
>দ্বিতীয়টায় ও একই দশা।
>প্রথম ওয়ার্ল্ড কাপ জয়- ১৯৮৩ (টেস্ট স্ট্যাটাসেরই ৫১ বছর পর ও ওয়ানডে স্ট্যাটাসের ১২ বছর পর)
# টেস্ট স্ট্যাটাস ১৯৩২ সালে পেলেও আরও আগে থেকেই ভারত ক্রিকেট খেলা শুরু
করে। ১৯৫২ সালের আগে একটি টেস্টও ভারত জিততে পারে নি।
# ক্রিকেট পরাশক্তিতে পরিণত হতে ভারতের সময় লেগেছে ৫১ বছর।
# এবার দেখা যাক বাংলাদেশের পরিসংখ্যান।
♦ বাংলাদেশঃ >টেস্ট স্ট্যাটাস - ২০০০
>প্রথম টেস্ট জয় - ২০০৫ (মাত্র ৫ বছর পর)
>টেস্টে প্রথম দ্বিশতক - ১২ বছর পর
>ওয়ানডে স্ট্যাটাস - ১৯৯৭
>প্রথম ওয়ানডে জয় - ১৯৯৮
>প্রথম ওয়ার্ল্ড কাপ - পাকিস্তান এবং স্কটল্যান্ড কে হারিয়েও প্রথম রাউন্ড
থেকে বিদায়।
>দ্বিতীয়টায় ও একই দশা।
>তৃতীয়টায় ভারত কে হারিয়ে সুপার এইট।
# ভারত যদি ১৯৩২ সাল থেকে ক্রিকেট খেলা শুরু
করে থাকে, তবে ২০১৩ সালে এসে ওদের ক্রিকেট খেলার বয়স হচ্ছে ৮১ বছর!
অর্থাৎ আর ১৯ বছর পর খাতা কলমে এক শতাব্দী উদযাপন করবে।
# বাংলাদেশ ক্রিকেটের বয়স খাতা কলমে ২০ বছরও
হয়নি।
৯৭-১৩, এই ১৬ বছরে বাংলাদেশের অর্জন প্রত্যাশার চেয়ে তো বেশিই এবং ভারত
তো দূরে থাক (ওরা তো প্রথম ২০ বছর কোনো ম্যাচই জেতেনি)
# কোনো টেস্ট প্লেয়িং নেশন এত দ্রুত এত অল্প সময়ে এত কিছু অর্জন করতে পারেনি।
তারপরও কোন হ্যাডামের জোরে ভারত মাতার এত চিল্লাচিল্লি?
চোরের মার গলা আসলেই বড়।
# ১৬ বছরে আমাদের এত অর্জন, ৮০ টা বছর আমাদেরকে পেরুতে দাও?
অন্তত ৫০ বছর? আমি লিখে দিতে পারি,বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের রাজদন্ড ছিনিয়ে নিবে।
মন্তব্য করতে লগইন করুন