একটা ছোট্ট শিক্ষণীয় গল্প
লিখেছেন লিখেছেন আলোকিত ভোর ২৫ জানুয়ারি, ২০১৪, ০৩:২৫:৫১ দুপুর
এক রাজা ছিলেন যার একটা চোখ এবং একটা পা ছিল। তিনি অনেক চিত্রশিল্পীকে জিজ্ঞেস করলেন উনার একটা সুন্দর ছবি একেঁ দিতে পারবে কি না? কিন্তু কেউ সাহস করতে পারল না। পারবেই বা কেমনে , এক চোখ আর এক পা না থাকলে কেমন করে কারো ছবি সুন্দর করে আকাঁ যায়?
কিন্তু একজন রাজার কথায় রাজি হল এবং অনেক ভেবে চিন্তে একটা ছবি আকাঁ শুরু করল। সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেল।
রাজা উনার ছবি দেখে অনেক খুশী হলেন। ছবিতে রাজা এক পায়ে দাঁড়িয়ে এক চোখ বন্ধ করে শিকারকে শিকার করার জন্য নিশানা ঠিক করছেন।
শিক্ষাঃ আমরা কেন অন্যের দুর্বলতাকে লুকিয়ে তাদের ভাল কাজের প্রশংসা করতে পারি না? কেন আমরা অন্যের দোষত্রুটি গুলো সবাইকে বলে বেড়াইতে যাই?
[সংগৃহীত]
বিষয়: বিবিধ
২২৩৪ বার পঠিত, ৫১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা বলার শাস্তি স্বরুপ তোমাকে আরেকটা "রাহিক-যাহ'রাহ" টাইপের গল্প লিখতে হবে।
আর তা না করে কৌশলগত অবস্থানে থাকা কি সঠিক ?
জাজাকাল্লহু খইরান
আপনাকে অনেক ধন্যবাদ।
মানুষের ছোট দোষ ডেকে রাখা হাদিসে প্রমানিত। কিন্তু যে সময় সেই দোষ বললে অন্য সবার উপকার হবে সে সময়ে বলতে হবে।
ধন্যবাদ আপনাকে
আন্টি ভালো থাকবেন দোয়া রইলো।
মন্তব্য করতে লগইন করুন