দুর্জয় ঘাঁটি
লিখেছেন লিখেছেন আলোকিত ভোর ১০ জুন, ২০১৫, ১১:৫৩:২৮ সকাল
অনেক দিন পরে আসলাম।
কেমন আছেন সবাই?
এই ব্লগের উপর দিয়ে এত বেশি ঝড়ঝাপটা যাচ্ছে তা আজ অনেকদিন ধরেই দেখে আসছি। বারবার ডমেইন চেঞ্জ করেও পার নেই।
আবার হামলা......আবার......আবার। কেন? আসলে প্রিয় ব্লগের উপর এই সব আক্রমন দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায়!
একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার মত জায়গাও কেউ যেন কেড়ে নিতে চায়!!!
আজ কিছুই লিখতে ইচ্ছে করছেনা। প্রিয় কবির একটি কবিতা শেয়ার করলাম।
সবাইকে ধন্যবাদ।
উদ্যোগ
-সুকান্ত ভট্টাচার্য
বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।
মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন,
একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন।
*
ঘরে তোল ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখ কাস্তে,
গাও সারিগান, হাতিয়ারে শান দাও আজ উদয়াস্তে।
আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ করো শক্ত,
প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে জাগে সাড়া অব্যক্ত।
*
আজকে মজুর হতুড়ির সুর ক্রমশই করে দৃপ্ত,
আসে সংহতি; শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত।
ভীরু অন্যায় প্রাণ-বন্যায় জেনো আজ উচ্ছেদ্য,
বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্ভেদ্য!
*
সব প্রস্তুত যুদ্ধের দূত হানা দেয় পুব-দরজায়,
ফেনী ও আসামে, চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায়।
বন্ধু, তোমারা ছাড়ো উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।।
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই ঠিক বলেছেন আপপপপি
একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার মত জায়গাও কেউ যেন কেড়ে নিতে চায়!!!
আপপপপি
চোখে পনি মুছে ফেলুন আপপপি গা ঝাড়া দিয়ে উঠুন
কারার ঐ লৌহকপাট ভাঙতেই হবে
ফেনী ও আসামে, চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায়। এই কলি কি আপনি এড করলেন?
সেই দুর্জয় ঘাটিতে মীর জাফর থাকলে সে ঘাটি আর দুর্জয় থাকে না।
আমরা আছি।
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।। চমৎকার!
শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন