সোনালী দিনের গল্প-৫
লিখেছেন লিখেছেন আলোকিত ভোর ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৫:৫১ সকাল
মদীনা শরীফ।
ইসলামী সাম্রাজ্যের রাজধানী। খলীফা উমার (রা) লোকদের মধ্যে বায়তুল মালের কিছু অর্থ বন্টন করছেন। স্বাভাবিকভাবেই বিরাট ভীড় জমে গেছে। এ সময় সেখানে এলেন সা'দ ইবনে আবী ওয়াক্কাস(রা) তিনি প্রভাবশালী ও অভিজাত মায়ের সন্তান।
ভীড় দেখার পর অন্যান্যদের মত তাঁর ধৈর্য ধরার দরকার ছিল, কিন্তু তা তিনি করলেন না। তিনি ভীড় ঠেলে, দু'হাত দিয়ে লোকদের সামনে থেকে সরিয়ে উমার(রা)-এর কাছে গিয়ে হাজির হলেন। উমার (রা) ব্যাপারটা আগেই লক্ষ্য করেছিলেন।
সুতরাং সা'দ ইবনে আবী ওয়াক্কাস(রা) তাঁর সামনে হাজির হতেই উমার (রা) তাঁর হাতের দোররা কষলেন তাঁর পিঠে। উপস্থিত সবাই দেখলো খলীফা একটা দোররা মেরেছেন সা'দ ইবনে আবী ওয়াক্কাস(রা)কে।
দোররা মারার পর হযরত উমার (রা) সা'দ ইবনে আবী ওয়াক্কাস(রা)কে লক্ষ্য করে বললেন, "সবার এবং সবকিছুর উপরে যে আল্লাহর আইন, তা তোমার মনে নেই। আল্লাহর আইনের মোকাবিলায় তোমার কানাকড়িও যে মূল্য নেই, এটা তোমাকে বুঝিয়ে দেয়া প্রয়োজনীয় হয়ে পড়েছিল।"
মূল : আমরা সেই সে জাতি
- আবুল আসাদ
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন