আবারো বিয়ে প্রসঙ্গ :p
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১০ জুন, ২০১৫, ১২:০৯:৪৯ দুপুর
বরাবরের মতো নিজেকে দিয়েই শুরু করছি......
অনেক দিন হলো অনুভব করছি একজন ভালো বন্ধু প্রয়োজন । হ্যা একবারেই ভালো । সুখের সঙ্গী দুঃখের সঙ্গী সার্বিক জীবনেরই সঙ্গী । অনলাইনে অফলাইনে সাধ্যমতো খোজাখুজি চালিয়েছি তবে কপালে জোটে নি । পেয়েছি বাট আমি যেরকম চায় কিংবা তারা যেরকম চায় সেই চাওয়ার সাথে অমিলের কারনে এখনও আবিয়াত্তাই রয়ে গেলাম ।
অবশেষে একজনকে পেয়েছি । আমার এবং তার চাওয়ার বেশির ভাগ বৈশিষ্ট্যই উভয়ের মাঝে আছে । কিন্তু . . . . .
কিন্তু কি ? একটাই প্রবলেম পার্মানেন্ট কোন জব ,কিংবা বিজনেস আর বয়সটা আরেকটু বাড়ার আগ পর্যন্ত বিবি নারাজি । পোড়া কপাল যারে বলে !
বিয়ে নিয়ে কথাবার্তায় উঠার পরে এক আপু বলেছিল বিয়ে করতে সবাই চায় । কিন্তু বেশির ভাগ ছেলের সেই সামর্থ্য নেই । আমি জানতে চেয়েছিলাম কি ধরনের সামর্থ্যের অনুপস্থিতি দেখছেন ? জবাব পেন্ডিং . . . . এ আছে ।
ছেলে বাবাকে গিয়ে বলছে ,
আব্বু আমি বিয়ে করতে চাই ।
বাবা তাজ্জব হয়ে বলে এতো অল্প বয়সে বিয়ে ? বউকে খাওয়াবি কি পড়াবি কি ?
কেনো আব্বু ঘরে কি আরেকজনের খাওয়ার মতো কিছু নেই ? তোমার যদি আরেকটি মেয়ে থাকতো তবে কি তাকে ফেলে দিতে ?
ছেলের আব্বু লা জওয়াব ।
- একবার এক মেয়েকে এক ছেলের পছন্দ হয়েছে ।সে তাকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি বললো ?
- কি করো ?
- পড়াশুনা ।
- আগে নিজের পায়ে দাড়াও পরে বিয়ের চিন্তা করো ।
- এখন কি আমার পা ল্যাংড়া নাকি যে আমি নিজের পায়ে দাড়াতে পারবো না ? আমি দাড়াতেও পারি ।হাটতে দৌড়াতেও পারি ।
- এই দাড়ানো নয় । নিজের ইনকাম । অমাকে খাওয়াবে কি ?
- ঘরে যা আছে তাই । শেষ হওয়ার আগে আবারো নেমে পড়বো । যেভাবেই হউক না খাওয়ায়ে রাখবো না ইনশাআল্লাহ । দুজনের অন্ন বস্ত্র যোগাড় করতে পারবো ইনশাআল্লাহ ।
- মানে রিক্সা চালিয়ে ?
- কেনো রিক্সা চালকেরা কি মানুষ নয় ?
- আমি রিক্সা ওয়ালার বউ হবো !
- শোনো মেয়ে কোন কর্মই খারাপ না । রিক্সা চালানোর কথা বললাম একারনে যে তুমি আমাকে ভালোবাসবে নাকি আমার অর্থকে ভালোবাসবে এটার পরীক্ষা । যদি আমাকেই ভালোবাসো তবে এমনটি হওয়া উচিত নয় যে আমি ব্যাক্তিকে ছেড়ে তুমি আমার প্রোফেশনের দিকটাই বড় করে দেখবে । আমার প্রতি ভালোবাসা থাকলে যা জুটবে তাতেই সন্তষ্ট থাকার কথা । আমি যদি কোটি টাকা ইনকাম করি তবে আমার প্রতি ভালোবাসার চেয়ে তোমার মনে এই আনন্দটাই বেশি লাগবে ওহ আমার হাজবেন্ড কোটিপতি !
সামাজিক পারিপার্শ্বিক যে অবস্থা তাতে বিয়েটা সত্যিই ইমারজেন্সি । এবং অল্প বয়সেই । জীবনের স্বাদ আহরন করতে ,একজন ভালো বন্ধু পেতে ,শারিরিক মানসিক টেনশন থেকে মুক্ত থাকতে বিয়েটা খুবই জরুরী ।
আমার বন্ধু বান্ধব কিংবা পরিচিত জনের মাজে অনেক ছেলে মেয়েকে দেখেছি দেদারছে প্রেম করে । তিনটা চারটা তো ছোট ব্যপার । আরো বেশিও করে অনেকে । শুধুই কি প্রেম ?না চেতনাও প্রয়োগ করে যথাযথ ভাবে ।
জনৈক বলেছিলেন বাংলাদেশের ২৫ বছরের নিচে ৯০ ভাগের উপরে ছেলে মেয়ের ভার্জিনিটি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে বিকিয়ে দেয় । এমন ঘটনা কমই যে প্রেমের পরে বিয়ে । আমি দেখেছি এই বিয়ের পরবর্তী জীবনটা হয়ে ওঠে বিষাদময় । আর বর্তমান বেড ডেটহীন প্রেম কল্পনায় করা যায় না । প্রেম করেছে বাটে স্পর্শ ঘটে নি চেতনা প্রয়োগ হয়নি এটা তো বর্তমান যুগে অসম্বব ব্যাপার ।রাত নয়টা সময় যদি চন্দ্রিমা উদ্যানের প্রাচীর টপকে কোন কাপল বাহিরে আসে তখন এটা ভাবার কারন নেই যে তাহাদের ভার্জিনিটি অক্ষুন্ন আছে ।
জীবনটা উপভোগ করো বলে এরা ডায়ালগ ছোড়ে । কিন্তু একজন ভাসা ভাসা সঙ্গীর বদলে একজন পার্মানেন্ট সঙ্গী কেনো নয় ?
প্রেম করার সময় কি কখনো আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে জিজ্ঞাসা করেছেন যে সে ইনকাম করে কিনা ?সে ইনকাম না করলে প্রেম হবে না ব্লা ব্লা ব্লা............
না ।তা করেন নি । করবেনও না । শুধুই বিয়েতে যতো আপত্তি !
আচ্ছা মনে করুন আপনার বিয়ে হয়ে গেলো ।হ্যান্ডসাম ছেলে । বড়লোক । বিয়ের দুইদিন পরেই এক্সিডেন্টে মারা গেল ।
এবার আপনি কি বলবেন ? নিয়তি । আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন তাই হবে । এইতো নাকি ? নাকি অন্য কিছু ভাবার অবকাশ আছে ?
আবার ধরুন আপনার বিয়ে হয়ে গেলো । বড়লোক একজনের সাথে । কিন্তু আপনি তার ভালোবাসা পেলেন না ।সে পরকীয়াই লিপ্ত । আপনার জীবনটি কেমন বিষাদময় হবে একটু ভাবুন তো !
এটাও তো আপনাকে কপালে ছিল বলেই মানতে হবে । তাই নয় কি ?
আচ্ছা বিয়ে করতে চান বা করবেন এতেই যতো প্রবলেম তাই না ?একবার ভাবুন তো এইসব চিন্তা বাদ দিয়ে আপনি প্রেম করতে শুরু করলেন । প্রেমের সাগরে ভাসিয়ে বঙ্গোপসাগরে গেলেন । বিয়ের আগেই সব কিছুই হলো । অতঃপর কোন এক কারনে মন কাটা কাটি হলো । এবং রিলেশন ভেঙে গেলো । আপনি আবার নতুনত্বে গা ভাসিয়ে দিলেন । উহ ! সম্পর্ক কি ঠুনকো ! সামান্য কথাকাটাকাটিতেই সব শেষ ! আর বিয়ে ?হ্যা ওটা আজীবনেরই সম্পর্ক । বালির বাধ নয় । একটি পবিত্র ভালোবাসা ।পবিত্র প্রেম । একজন অন্তরঙ্গ বন্ধুর নিশ্চয়তা পাওয়া যাবে এটা থেকেই ।একজন ভালো বন্ধুও ।
তবুও সমাজ এটি মানে না !
আপনি প্রেম করতে চান ।সমাজ বাধা দিবে না । আপনি সব কিছুই করুন । নো প্রবলেম ।বাট বিয়ের ধারে কাছেও যাওয়া যাবে না ! বউকে খাওয়াবে কি এই প্রশ্নের জন্য !
প্রেম করবেন । গার্লফ্রেন্ডের পিছনে ব্যায় হবে গড়ে দেড় থেকে দুইশ টাকা । সিম্পলি প্রেম :v । মানে সাড়ে চার থেকে ছয় হাজার টাকা খরচ হবে । আল্লাহর কসম আপনি বিয়ে করলে এরচেয়ে বেশি খরচ হবে বরে মনে করি না । আপনি এই টাকাটা বাবার পকেট কেটে গার্লফ্রেন্ডের পিছনে ঢালতে পারেন ! কিন্তু বিয়ে করতে পারেন না । আফসোস আর কাকে বলে।
আল্লাহর উপর ভরসা এই ক্ষেত্রে কমে যাওয়ার কারন কি ?
মূলঃ http://musaweb.cf/post/43
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জলদি
চার্জ করেন।
সুতারাং প্রেম করুন বিয়ে নয়।
মন্তব্য করতে লগইন করুন