তোমরা যারা ফারাবী প্রেমী
লিখেছেন লিখেছেন নীলসালু ২৫ জানুয়ারি, ২০১৪, ০৩:২২:৩২ দুপুর
“আমি তোমার ভেতর প্রবেশ করতে চাই”
“আমি তোমার চোখের ভেতর তাকিয়ে আরেকটা গ্রহের ভেতর ঢুকবো”
“i wish to inside you”
“তুমি আমার জন্য একদিন নীল শাড়ি পরবা আর তোমার চুল গুলি খোলা রাখবা, আমি তোমার চুলের ঘ্রাণ নেব আমি তোমার বুকে আমার মুখ ঘষবো”
“অনেক আদর করবো তোমায় অনেক i wish to kiss you lips in 100 times আমি তোমাকে এত আদর করব যে আমি তোমাকে রাতে ঘুমাতেই দেব না আমার লক্ষী বউ (বিয়ে করা না)”
উপরের বক্তব্য গুলো মোটেও আমার বক্তব্য নয়। এই বক্তব্য যার জন্য দীর্ঘদিন ধরে মায়া কান্না করে আসছেন। ইসলামের একজন সৈনিক ভেবে আসছেন। এগুলো হলো সেই ফারাবীর। যে একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিজবুত তাহরীর এর স্ব-ঘোষিত সক্রিয় সদস্য।
দেমাগে যার পা মাটিতে পড়ে না। মানুষ কে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যার তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া যার কাজ। ফেসবুকে মেয়েদের সাথে অশ্লীল চ্যাট করা যার স্বভাব। সহজ সরল মেয়েদের ব্ল্যাক মেইল করে তাদের কাছ থেকে একের অধিক বার টাকা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে যে। যে ছেলে ইসলাম নিয়ে সবার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। জায়ামত-শিবির নিয়ে যেই ছেলে বাজে মন্তব্য করে প্রতিনিয়ত। দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে গিয়ে মিথ্যা অজুহাতে টাকা কালেক্ট করে সেই টাকা নিজের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পেছনে যেই ছেলে ব্যায় করে।
------সে হলো ফারাবী-------
আর সেই ফারাবী কে নিয়েই এই ব্লগের একজন আগাছা ব্লগার নাককান্না করেছে গতকাল। তোমারা যারা ফারাবী বিদ্বেষী শিরোনামের এই পোস্টে ওই ব্লগার অনেক ধরনের প্রশংসা করেছেন ফারাবী সম্পর্কে। কিন্তু এক বারও বলেন নি যে ফারাবী কি করেন।
সে বলেছে আমি কলাম লিখি তার বিরুদ্ধে এবং তা মিথ্যা ছিল।
আমি তার সত্যতা প্রমান করে দিচ্ছি এখানেই-
গত ২৯ নভেম্বর ২০১৩ তারিখে আমি ফেসবুকে "জৈনক মেয়ের সাথে ফারাবীর অশ্লীল চ্যাট কনভারসেশন" শিরোনামে কিছু স্ক্রিনশর্ট পাব্লিস্ট করি। যদিও এগুলো পোস্ট করার কোনো ইচ্ছাই আমার ছিলো না। কিন্তু তার এমন কিছু কমেন্ট এমন অনেক জায়গায় দেখেছি যা আসলেই অনেক কষ্টকর ছিলো।
তার ঠিক পরেই ১ ডিসেম্বর ফারাবী নিজেই ওই অশ্লীল চ্যাট কনভারসেশন এর কথা স্বীকার করে।
দেখুন অশ্লীল চ্যাট প্রসঙ্গে দেওয়া ফারাবীর স্বিকারত্তি মূলক ভিডিও:
এখানে দেখা না গেলে লিংকে যান: অশ্লীল চ্যাট প্রসঙ্গে দেওয়া ফারাবীর স্বিকারত্তিমূলক ভিডিও
তারও আগে,
ফারাবীর করা চ্যাট, যা তসলিমা নাসরিনের কবিতাকেও হার মানিয়েছে
দেখুন ফারাবীর একটিভিটি
এর পরও যদি বলা হয় সে একজন সৃষ্টিশীল লেখক।একজন লেখকের যে যে গুন থাকা দরকার সবগুন ফারাবীর মধ্যে খুঁজে পাওয়া যায়।
তাদের কে কি আপনি মখা বলবেন, নাকি জয়স্টিক বলবেন সেটি আপনার ব্যাপার...
বিষয়: বিবিধ
১৫২০০ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার ব্লগের আসার জন্য আপ্নেরে এক প্যাকেট ব্যানচন চিগারেটে চুবেচ্চা
আসলে ভাই এই বিষয়ে আমি আরো ৩ মাস আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানেই আমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এমনকি জেনে আশ্চর্য হবেন যে, এই ফারাবী নয় শুধু ফেসবুকের বেশ কয়েকজন কথিত সেলিব্রেটি এটির সাথে যুক্ত।
আমি যখন ফারাবী বিষয়ে লিখালিখি করেছিলাম তখন ওই সমস্ত কথিত সেলিব্রেটিরা আমাকে মেসেজে অনেক হুমকি দিয়েছে, তারা আমার নামে ফেইক স্ক্রীনশট বানাবে, ফেসবুকে ছড়িয়ে দিবে ইত্যাদি ইত্যাদি।
তখনি আমি বুঝতে পারলাম শুধু ফারাবী নয় শিবিরের নাম ভাঙিয়ে কথিত সেলিব্রেটি হয়েছে এমন অনেকের সাথেই ফারাবীর অতাত আছে। তারমানে তারাও হিজবুত করে। অথছ ফেবুতে সবাইকে বলে শিবির করে। আমি নাম বলতে চাইনা এখানে। এই বিষয়েও খুব শিগ্রই লিখবো।
তবে কাল রাতে যখন ইকু ইকবাল ভাই আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে বললো কোনো একজন ব্লগার আমাকে নিয়ে মন্দ কথা বলে পোস্ট দিয়েছে, তখন রাতে এই পোস্ট দেখেতো আমি অবাক। যেখানে ফারাবী নিজেই স্বীকার করেছে আমার কাছে সেখানে এত মায়া কান্না করার কি আছে!!!????
আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো আছেন???
আমাকে ব্লক মেরে রাখছে???
ভাবলাম,এক মুসলিম ভাই আমাকে কেন ব্লক করে রাখবে???
অনেক চিন্তা করলাম পরে ঘাটতে গিয়ে দেখলাম তার একটা পোস্ট ছিল ইজতেমার সৃতি: সেখানে আমি আমার লেখার ২টি লিংক দিয়েছিলাম যা প্রকাশত মওলানা ইলিয়াস সাহেবের তাবলীগের বিরধী সেজন্যই মনেহয় তিনি আমাকে ব্লক করেছেন।
হায়রে মুসলিম ভাই। আল্লাহ আমাদেরকে এক করে দিন।আমিন।
তোরা ধরবি কবে কান?
আপনার নিঃস্বার্থ সক্রিয় ভূমিকা দিয়ে বিশেষ করে ফেসবুকে যে অবদান রাখছেন, দোয়া রইলো - মহান রাব্বুল আ'লামীন যেন আপনাকে এর উত্তম প্রতিদান দান করেন! আমীন... লিখে যান...এগিয়ে চলুন...
জনপ্রিয় অনলাইন এক্টিভিস্ট ও বিখ্যাত ব্লগার নীলসালু যেভাবে ফারাবীর মুখোশ উন্মোচন করেছেন তাতে আশা করা যায় ফারাবীর মাথা থেকে কিছুটা হলেও গ্যাঞ্জাম কমে যাবে। সবার প্রতি অনুরোধ রইল বেচারা ফারাবীকে আর কেউ পচা আন্ডা চোড়ে মারবেন না।
এতকিছুর পরেও তার এসব বন্ধ হয়না
হালা আসলেই একটা ২ নাম্বার পোলা।
আমাদেরকেও নিজেদের চারিত্রিক বিষুদ্ধতার বিষয়ে আরো সচেতন হতে হবে।অন্যকে হেয় করার জন্য নয় বরং তার সংশোধনই হবে আমাদের মূল লক্ষ্য।আল্লাহ আমাদের সেই তৌফিক দিন ।আমিন।
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
https://www.facebook.com/photo.php?fbid=608971612543728&set=a.107983019309259.13175.100002926854001&type=1
মন্তব্য করতে লগইন করুন