ধিক তোমাকে ধিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জানুয়ারি, ২০১৪, ০৭:৪৮:৫৬ সন্ধ্যা
কথার কি ছিরি
কি যে বিচ্ছিরি
কোথা থেকে আসে এমন নোংরা গালা গালি
গোলাপী রে গোলাপী ট্রেন তো মিস করলি"-
.
এই কি মোদের আশা?
প্রধনমন্ত্রীর ভাষা
কত নিচে নামলে ভাবি আসে এমন গালি
গোলাপী রে গোলাপী ট্রেন তো মিস করলি"-
.
ধিক তোমাকে ধিক
ধিক শত ধিক
তারচে ভাল নষ্ট ভ্রষ্ঠের নিত্য ঢলা ঢলি
গোলাপী রে গোলাপী ট্রেন তো মিস করলি"
.
ছি তোমাকে ছি
আবারও বলছি
তোমার মুখে শোভা পায়ানা এমন কথার কলি
গোলাপী রে গোলাপী ট্রেন তো মিস করলি"-
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছুট ছেলে মেয়েরা শিখুক।
ভালো আছেন বাকপ্র বাস ভাই
তোমার মত এক কয়েকজন সত্যবাদীর দরকার আমাদের সমাজে, তবেই ১০০% শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
হাজার ধিক
লক্ষ ধিক
মন্তব্য করতে লগইন করুন