ইজতেমার সৃতি:
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৩ জানুয়ারি, ২০১৪, ০৭:৫৯:৫৩ সন্ধ্যা
ছোট বেলা থেকেই ইজতেমায় যাওয়া হয়, তবে ২০১১ সালে ইজতেমায় অংশ গ্রহনটা ছিল একটু অন্যরকম ৷ সেইবার আমি ময়দানে ইলেকট্রিক জামাতের সাথে খিদমতে ছিলাম ৷ সবমিলিয়ে প্রায় ১৪/১৫ দিন ছিলাম ময়দানে ৷
আমি ছিলাম কাকরাইলের অন্যতম মুরব্বি আবু তাহের ভাইয়ের জামাতে, সম্ভবত তিন নং রাস্তার পাশে মানে তাশ্কিলের কামরার পাসে ছিল আমাদের ইলেকট্রিক ক্যাম্প ৷ সারাদিন ময়দানে ইলেকট্রিক লাইন ও বাল্ব গুলা পরীক্ষা করতাম ৷ আমাদের জামাতের কয়েকজনের কথা এখনো মনে আছে যেমন আমির সাহেব আবু তাহের ভাই, জাকির ভাই, সবুজ ভাই, লাল ভাই, মামুন ভাই, আরো অনেকে...
সবচেয়ে ভালো লেগেছিল দুই পর্বের মাজের সময় টা, একদিন ফজরের পর আবু তাহের ভাই বললেন মাসোয়ারার কামরায় যেতে, সেখানে গিয়ে দেখি আনুমানিক ৪/৫'শ মানুষ বসে আছেন আর একটা প্লাস্টিকের চেয়ারে বসে আহমদ লাড সাহেব (দা (বা বয়ান করছেন !! আর ফ্লোরে আমাদের সাথে বসে বয়ান শুনছেন সা'দ সাহেব থেকে শুরু করে বিশ্বের প্রায় সকল মুরব্বিগন, শুধু রায়বন্ডের আব্দুল ওয়াহাব সাহেব ও নেজামুদ্দিনের জুবায়ের হাসান সাহেব কে সেখানে দেখিনি কারন তিনারা অসুস্ত ৷
অনেক গুরুত্বপূর্ন বয়ান হয়েছিল; তবে তখন বয়স কম থাকায় ও ঘুমের কারনে দিল দিয়ে শুনতে পারিনি, তাই এখন খুব আফসোস হচ্ছে ৷
সেই ইজ্তেমাটা আমার জীবনের অন্যতম স্বরনীয় ইজতেমা ৷
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
Click this link
Click this link
মন্তব্য করতে লগইন করুন