ইজতেমার সৃতি:

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৩ জানুয়ারি, ২০১৪, ০৭:৫৯:৫৩ সন্ধ্যা

ছোট বেলা থেকেই ইজতেমায় যাওয়া হয়, তবে ২০১১ সালে ইজতেমায় অংশ গ্রহনটা ছিল একটু অন্যরকম ৷ সেইবার আমি ময়দানে ইলেকট্রিক জামাতের সাথে খিদমতে ছিলাম ৷ সবমিলিয়ে প্রায় ১৪/১৫ দিন ছিলাম ময়দানে ৷

আমি ছিলাম কাকরাইলের অন্যতম মুরব্বি আবু তাহের ভাইয়ের জামাতে, সম্ভবত তিন নং রাস্তার পাশে মানে তাশ্কিলের কামরার পাসে ছিল আমাদের ইলেকট্রিক ক্যাম্প ৷ সারাদিন ময়দানে ইলেকট্রিক লাইন ও বাল্ব গুলা পরীক্ষা করতাম ৷ আমাদের জামাতের কয়েকজনের কথা এখনো মনে আছে যেমন আমির সাহেব আবু তাহের ভাই, জাকির ভাই, সবুজ ভাই, লাল ভাই, মামুন ভাই, আরো অনেকে...

সবচেয়ে ভালো লেগেছিল দুই পর্বের মাজের সময় টা, একদিন ফজরের পর আবু তাহের ভাই বললেন মাসোয়ারার কামরায় যেতে, সেখানে গিয়ে দেখি আনুমানিক ৪/৫'শ মানুষ বসে আছেন আর একটা প্লাস্টিকের চেয়ারে বসে আহমদ লাড সাহেব (দাHappy (বাHappy বয়ান করছেন !! আর ফ্লোরে আমাদের সাথে বসে বয়ান শুনছেন সা'দ সাহেব থেকে শুরু করে বিশ্বের প্রায় সকল মুরব্বিগন, শুধু রায়বন্ডের আব্দুল ওয়াহাব সাহেব ও নেজামুদ্দিনের জুবায়ের হাসান সাহেব কে সেখানে দেখিনি কারন তিনারা অসুস্ত ৷

অনেক গুরুত্বপূর্ন বয়ান হয়েছিল; তবে তখন বয়স কম থাকায় ও ঘুমের কারনে দিল দিয়ে শুনতে পারিনি, তাই এখন খুব আফসোস হচ্ছে ৷

সেই ইজ্তেমাটা আমার জীবনের অন্যতম স্বরনীয় ইজতেমা ৷

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166439
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
বড়মামা লিখেছেন : মক্কা আসেন হজ্জ পালন করেন অনেক কিছু দেখতে পারবেন।আল্লাহর মেহমন হন।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:২১
120612
ইমরান ভাই লিখেছেন : ইনশাআল্লাহ একদিন যাবই যাবো। তখন আপনার সাথে দেখাকরবো মামাজান। মেইল এড্রেসটি দিয়েন যোগাযোগ করবো।
166472
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৫
হলুদ রঙ মেঘ লিখেছেন : আল্লাহ আপনাকে কবুল করুক
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:২০
120611
ইমরান ভাই লিখেছেন : লিংক গুলো একটু ঘুরে আসুনClick this link
Click this link
166481
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৯
জাহিদ সারওযার সুমন লিখেছেন : বয়সের অনুপাতে আমি এখনো অনেক ছোট (16 বছর) ইজতেমায় শরিক হওয়ার খুব ইচ্ছা জানিনা ইচ্ছাটা কখন পূর্ণ হবে। ইচ্ছাটা তাড়াতাড়ি পুরণ না হয়ার বিশেষ কারন হচ্ছে আমার বাড়ি সিলেটের শেষ বার্ডারে (জকিগন্জ থানায়) দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি আপনাদের মত এত বড় জামাতে শরিক হতে পারি।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৯
120610
ইমরান ভাই লিখেছেন : লিংক গুলো একটু ঘুরে আসুনClick this link
Click this link
166486
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৭
আওণ রাহ'বার লিখেছেন : এবার এস্তেমায় যাবো ইনশাআল্লাহ Good Luck Good Luck Happy
166501
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৮
ইমরান ভাই লিখেছেন : লিংক গুলো একটু ঘুরে আসুনClick this link
Click this link
166634
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫১
সাইদ লিখেছেন : বিশ্ব ইজতেমায় না গেলে কি হয় আর গেলে কি হয় ?
167337
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : গেলে কয়েকটা হাদিসের উপর আমল হয়, কিছু দ্বীনি বয়ান শুনা হয়, ঈমানী শক্তি বৃদ্ধি পায় (হাদিস অনুযায়ী) ৷ আর না গেলে কিছুই হয়না ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File