উপলব্ধি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জানুয়ারি, ২০১৪, ১২:০৬:৪৬ দুপুর



আম্মু আমার রূপ সচেতন কেবল সাজুগুজু

আব্বু ভীষণ ব্যাস্ত মানুষ গাড়ি বাড়ি শুধু

.

রোজ সকালে আম্মু যখন বিউটি পার্লার যায়

আব্বু বলে কি প্রয়োজন উৎকো সব খরচায়

.

কে শুনে কার কথা দুই জন দুই দিকে

সাজু গুজু গাড়ি বাড়ি সবই কেবল ছুটে

.

একমাত্র কন্যা আমি রাজকন্যার মতো

সবই তারা করছে পূরণ আছে বায়না যত

.

প্রিন্স আছে বন্ধু আমার ভীষণ রকম রকি

আমরা দুজন লাল নীল কত স্বপ্ন দেখি

.

হঠাৎ একটা ঝড় এসে উল্টে পাল্টে দিল

আম্মু আব্বু ঝগড়া করে ডিভোর্স হয়ে গেল

.

আম্মু নাকি কার সাথে করছে আবার সংসার

আব্বু ভীষণ অভিমানি ভাবছেনা ওসব আর

.

প্রিন্স ইদানিং কেমন জানি এড়িয়ে চলতে চায়

তারও নাকি বদলেছে মন হাওয়ায় শুনতে পাই

.

এসব কিছু রোজ আমাকে দিচ্ছে ভীষণ পীড়া

এমন কেন হচ্ছি সবাই বিবেক হীন বোধ ছাড়া

.

সমস্যাটা খুঁজতে গিয়ে পেলাম যেটা মনে

সেকুলারের ভূত চেপেছে সমাজ দর্শনে

.

ধর্ম ছাড়া হতচ্ছাড়া জীবন যাপন নীতি

বিলাশ জীবন ছেড়ে তাই হলাম ধর্ম প্রীতি

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166273
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৩
সিটিজি৪বিডি লিখেছেন : আমরা কমলা খাইতে পারি না আর ওরা কমলা মুখে নিয়ে নিয়ে বসে থাকে..
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২০
120384
বাকপ্রবাস লিখেছেন : কমলা সুন্দরী হবার জন্য এটা করতে হয়,মাইন্ড খাইয়েননা
166288
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই হলো ভাই ডিজিটাল যুগ।
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৩
120433
বাকপ্রবাস লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File