অদ্ভুত একটা জাতি আছে বিশ্বে!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৩ জানুয়ারি, ২০১৪, ১২:১০:২৯ দুপুর



অদ্ভুত একটা জাতি আছে বিশ্বে!

তারা নিজ সন্তানের জন্য মাস্টার

খুঁজতে গেলে যাচাই করে টিচার ইঞ্জিনিয়ারিং,মেডিকেল নাকি ভার্সিটির? সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষিত,যত্নবান খোঁজে।

... কিন্তু রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত করে অজ্ঞ ব্যবসায়ী,ধূর্ত কোটিপতিদের।

নিজ মেয়ের জন্য পাত্র খুঁজতে গেলেও যাচাই করে- ব্যাংকার নাকি বিসিএস ক্যাডার; চরিত্র কেমন? দায়িত্ববান কেমন?

... কিন্তু যে লোকটির হাতে পাঁচ বছরের তার শিক্ষা,চাকরি,বাজেট,বরাদ্ধের দায়ভার

দেবে তাকে নির্বাচিত করে কেবল মার্কা দেখে!

বাসার দারোয়ান রাখতে গেলেও

খুঁজে সৎ,নির্ভরযোগ্য কিনা!

বুয়া রাখতে গেলে খুঁজে দক্ষ, কর্মঠ কিনা!

... কিন্তু গোটা দেশরক্ষার দায়িত্ব দেয়

অসৎ,দুর্নীতিবাজ,লুটপাটকারীদের কে!

বিশ্বের এই অষ্টম আশ্চর্য জাতির নাম

বাঙালি জাতি!!

বিষয়: রাজনীতি

১০৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166265
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৩
আমি মুসাফির লিখেছেন : বুদ্ধ বিবেক কাজে না লাগিয়ে তারা উচ্ছিষ্টের পরিমাণের উপর নির্ভর করে কাজ করে তাই এমনটি করে।
166287
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য ধন্যবাদ। আমরা নিজেরাই নিজেদের জন্য ভুল নেতৃত্ব নির্বাচন করছি আর ভাগ্যের দোষ দিচ্ছি।
166677
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৭
শ্রাবণ নজরুল লিখেছেন : তারা যে এমন, সেটাও তারা বু্ঝতে পারে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File